অ্যামেরিকান বিউটি (১৯৯৯-এর চলচ্চিত্র)
স্যাম মেন্ডেজ পরিচালিত সেরা ছবি ১৯৯৯ বিজয়ী চলচ্চিত্র
(American Beauty (1999 film) থেকে পুনর্নির্দেশিত)
অ্যামেরিকান বিউটি (ইংরেজি: American Beauty) স্যাম মেন্ডেজ পরিচালিত নাট্যধর্মী চলচ্চিত্র যা ১৯৯৯ সালে মুক্তি পায়। যুক্তরাষ্ট্রের শহরতলীর একটি পরিবারের কাহিনী এতে ফুটিয়ে তোলা হয়েছে। পরিবারের সদস্যদের বিচ্ছেদকে অস্তিত্ববাদের মোড়কে তুলে ধরা হয়েছে, সাথে ব্যঙ্গ-রসের মিশ্রণ ঘটানো হয়েছে। চলচ্চিত্রটি সমালোচক ও দর্শক সবার কাছেই বিপুল প্রশংসিত হয়। অ্যামেরিকান বিউটি সেরা ছবি ও সেরা পরিচালকসহ মোট পাঁচটি ক্ষেত্রে একাডেমি পুরস্কার অর্জন করে।
অ্যামেরিকান বিউটি | |
---|---|
পরিচালক | স্যাম মেন্ডেজ |
প্রযোজক | ব্রুস কোয়েন ড্যান জিংক্স |
রচয়িতা | অ্যালান বল |
শ্রেষ্ঠাংশে | কেভিন স্পেসি অ্যানেট বেনিং টোরা বার্চ ওয়েস বেন্টলি মেনা সাভারি ক্রিস কুপার পিটার গ্যালাগার অ্যালিসন জ্যানি |
সুরকার | টমাস নিউম্যান |
চিত্রগ্রাহক | কনরাড হল |
সম্পাদক | তারিক আনোয়ার ক্রিস্টোফার গ্রিনব্যারি |
পরিবেশক | ড্রিমওয়ার্ক্স |
মুক্তি | ৮ই সেপ্টেম্বর, ১৯৯৯ (প্রিমিয়ার) ১৫ই সেপ্টেম্বর, ১৯৯৯ (সীমিত মুক্তি) ১লা অক্টোবর, ১৯৯৯ (ব্যাপক মুক্তি) ৪ঠা ফেব্রুয়ারি, ২০০০ (ব্যাপক মুক্তি) ৪ঠা ফেব্রুয়ারি, ২০০০ (ব্যাপক মুক্তি) |
স্থিতিকাল | ১২২ মিনিট |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $ ১,৫০,০০,০০০ (প্রাক্কলিত)[১] |
আয় | $৩৫,৬২,৯৬,৬০১ |
চরিত্রসমূহ
সম্পাদনা- কেভিন স্পেসি - লেস্টার বার্নাম
- অ্যানেট বেনিং - ক্যারোলিন বার্নাম
- টোরা বার্চ - জেইন বার্নাম
- ওয়েস বেন্টলি - রিকি ফিট্স
- মিনা সাভ্যারি - অ্যাঞ্জেলা হেইস
- ক্রিস কুপার - কর্নেল ফ্র্যাংক ফিট্স
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Business data for American Beauty from IMDb
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিউক্তিতে অ্যামেরিকান বিউটি সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।
- দাপ্তরিক ওয়েবসাইট
- অলমুভিতে অ্যামেরিকান বিউটি (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে 0169547 (ইংরেজি)
- মেটাক্রিটিকে অ্যামেরিকান বিউটি (ইংরেজি)
- রটেন টম্যাটোসে অ্যামেরিকান বিউটি (ইংরেজি)