আফ্রিকা কাপ অব নেশন্স
আফ্রিকা কাপ অব নেশন্স (ফরাসি: Coupe d'Afrique des Nations) (ইংরেজি: Africa Cup of Nations) আফ্রিকা মহাদেশে আফ্রিকা ফুটবল কনফেডারেশন পরিচালিত প্রথম সারির আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। এটি AFCON বা সমগ্র আফ্রিকা জাতীয় কাপ নামেও পরিচিত।[১] স্পনসরজনিত কারণে টোটালএনার্জিস[২] আফ্রিকা কাপ অব নেশন্স নামেও পরিচিত। ১৯৫৭ সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল।[৩] কোত দিভোয়ার এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন।
প্রতিষ্ঠিত | ১৯৫৭ |
---|---|
অঞ্চল | আফ্রিকা (কাফ) |
দলের সংখ্যা | ২৪ (মূল পর্ব) ৫৪ (বাছাইপর্ব) |
বর্তমান চ্যাম্পিয়ন | কোত দিভোয়ার (৩য় শিরোপা) |
সবচেয়ে সফল দল | মিশর (৭টি শিরোপা) |
ওয়েবসাইট | CAF |
২০২৩ আফ্রিকা কাপ অব নেশন্স |
আসরসমূহ | |
---|---|
ট্রফি ও মেডেল
সম্পাদনাট্রফি
সম্পাদনাআফ্রিকা কাপ অব নেশন্সের ইতিহাসে আজ পর্যন্ত তিনটি ট্রফি বিজয়ী দলকে প্রদান করা হয়েছে। আসল রৌপ্য নির্মিত ট্রফি, যা আব্দেলআজিজ আবদাল্লাহ সালাম ট্রফি নামে পরিচিত (প্রথম ক্যাফ প্রেসিডেন্ট আব্দেলআজিজ আবদাল্লাহ সালামের নামাঙ্কিত), ঘানা সেই ট্রফি ১৯৭৮ সালে প্রতিযোগিতা জিতে তিনবার চ্যাম্পিয়ন হবার সুবাদে আজীবন নিজেদের কাছে রাখার অনুমতি পায়।[৪]
দ্বিতীয় ট্রফি প্রদান করা হয়েছিল ১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত, এটির নাম ছিল আফ্রিকা সংহতি ট্রফি বা আফ্রিকা সংহতি কাপ (Trophy of African Unity)।[৫] এটি ছিল একটি বেলনাকৃতি ট্রফি যার গায়ে অলিম্পিক রিং অঙ্কিত ছিল ও সমগ্র আফ্রিকা মহাদেশের প্রতিকৃতি অঙ্কিত ছিল। ভূমিতল ছিল বর্গাকার ও হাতল ছিল ত্রিকোণাকার। ২০০০ সালে ক্যামেরুন প্রতিযোগিতা জিতে তিনবার চ্যাম্পিয়ন হবার সুবাদে আজীবন নিজেদের কাছে রাখার অনুমতি পায়।
২০০১ সালে, তৃতীয় ট্রফির প্রকাশ ঘটে। এটি ইতালিতে নির্মিত হয়েছিল। ক্যামেরুন ২০০২ সালে সর্বপ্রথম এই ট্রফি অর্জন করে। ২০১০ সালে মিশর এই ট্রফি প্রতিযোগিতা জিতে তিনবার চ্যাম্পিয়ন হবার সুবাদে আজীবন নিজেদের কাছে রাখার অনুমতি পায়, তবে তাদের এই ট্রফিরই আদলে তৈরি একটি নকল সোনালি ট্রফি দেওয়া হয়।
মেডেল
সম্পাদনাক্যাফ চ্যাম্পিয়ন দলকে ৩০টি স্বর্ণ পদক, রানার্স-আপ দলকে ৩০টি রৌপ্য পদক, তৃতীয় স্থানাধিকারী দলকে ৩০টি ব্রোঞ্জ পদক ও চতুর্থ স্থানাধিকারী দলকে ৩০টি ডিপ্লোমা দিয়ে থাকে।
ম্যাসকটের তালিকা
সম্পাদনাবছর | ম্যাসকট | বর্ণনা |
---|---|---|
১৯৯২ | ডিয়াম্বার | একটি সিংহ |
১৯৯৪ | নামহীন | একটি ঈগল |
১৯৯৬ | নামহীন | একটি চিতাবাঘ |
১৯৯৮ | ফোতো | একটি ফুটবল |
২০০০ | গ্রিন ঈগলস এত লেস ব্ল্যাক স্টার্স | একটি ঈগল ও একটি তারা |
২০০২ | নামহীন | একটি জলহস্তী |
২০০৪ | নক্যায়র | একটি ঈগল |
২০০৬ | ক্রোকোনিল | একটি কুমির |
২০০৮ | নামহীন | একটি শিকারী পাখি |
২০১০ | পালাঙ্কুইনহা | একটি জায়ান্ট স্যাবলে এন্টিলোপ |
২০১২ | গাগুই[৬] | একটি গেরিলা |
২০১৩ | টাকুমা[৭] | একটি জলহস্তী |
২০১৫ | চুকু চুকু[৮] | একটি সজারু |
২০১৭ | সাম্বা[৯] | একটি কালো চিতা |
২০১৯ | টুট[১০][১১] | একটি ছেলে |
২০২১ | মোলা[১২] | একটি সিংহ |
২০২৩ | আকওয়াবা[১৩] | একটি হাতি |
ফলাফল
সম্পাদনা- ^ দক্ষিণ আফ্রিকা আপার্টহাইট নীতির জন্য অংশগ্রহণে ব্যর্থ হয়।
- ^ তিনটি দেশ অংশ নিয়েছিল।
- ^ কোন ফাইনাল ম্যাচ খেলা হয়নি, একটি রাউন্ড-রবিন রাউন্ড হবার পর পয়েন্টের ভিত্তিতে স্থান নির্ণীত হয়। শেষে পয়েন্ট তালিকা দাঁড়ায়: সংযুক্ত আরব প্রজাতন্ত্র ৪, সুদান ২, ইথিওপিয়া ০।
- ^ কোনো ফাইনাল ম্যাচ খেলা হয়নি; শেষ চারটি দলের মধ্যে একটি রাউন্ড-রবিন রাউন্ড হবার পর পয়েন্টের ভিত্তিতে স্থান নির্ণীত হয়। শেষে পয়েন্ট তালিকা দাঁড়ায়: মরক্কো ৫, গিনি ৪, নাইজেরিয়া ৩, মিশর ০।
- ^ তিউনিসিয়া দল ৪২ মিনিট নাগাদ ১–১ চলাকালীন পরিচালনার বিরোধিতা করে ম্যাচ প্রত্যাহার করে। নাইজেরিয়া ২–০ ওয়াকওভারে জয়লাভ করে।
- ^ অতিরিক্ত সময়ের খেলা খেলা হয়নি।
- ^ পূর্বে গিনিকে আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হলেও, তারা অসমর্থ্য হয়।[১৪] পরে মরক্কোকে তাই দায়িত্ব দেওয়া হয়।[১৫]
পরিসংখ্যান
সম্পাদনাপদক তালিকা
সম্পাদনাঅব | জাতি | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | মিশর | ৭ | ৩ | ৩ | ১৩ |
২ | ক্যামেরুন | ৫ | ২ | ২ | ৯ |
৩ | ঘানা | ৪ | ৫ | ১ | ১০ |
৪ | নাইজেরিয়া | ৩ | ৫ | ৮ | ১৬ |
৫ | কোত দিভোয়ার | ৩ | ২ | ৪ | ৯ |
৬ | আলজেরিয়া | ২ | ১ | ২ | ৫ |
৭ | গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র | ২ | ০ | ২ | ৪ |
৮ | জাম্বিয়া | ১ | ২ | ৩ | ৬ |
৯ | তিউনিসিয়া | ১ | ২ | ১ | ৪ |
সুদান | ১ | ২ | ১ | ৪ | |
১১ | সেনেগাল | ১ | ২ | ০ | ৩ |
১২ | দক্ষিণ আফ্রিকা | ১ | ১ | ২ | ৪ |
১৩ | ইথিওপিয়া | ১ | ১ | ১ | ৩ |
মরক্কো | ১ | ১ | ১ | ৩ | |
১৫ | কঙ্গো | ১ | ০ | ০ | ১ |
১৬ | মালি | ০ | ১ | ২ | ৩ |
১৭ | বুর্কিনা ফাসো | ০ | ১ | ১ | ২ |
১৮ | উগান্ডা | ০ | ১ | ০ | ১ |
গিনি | ০ | ১ | ০ | ১ | |
লিবিয়া | ০ | ১ | ০ | ১ | |
মোট (২০টি জাতি) | ৩৪ | ৩৪ | ৩৪ | ১০২ |
সাব-কনফেডারেশনভিত্তিক শিরোপা লাভ
সম্পাদনাআঞ্চলিক ফেডারেশন | চ্যাম্পিয়ন দেশ | মোট শিরোপা |
---|---|---|
উত্তর আফ্রিকা | (৭), (২), (১), (১) |
১১ |
পশ্চিম আফ্রিকা | (৪), (৩), (৩), (১) |
১১ |
মধ্য আফ্রিকা | (৫), (১), (১) |
৮ |
পূর্ব আফ্রিকা | (১), (১) | ২ |
দক্ষিণাঞ্চলীয় আফ্রিকা | (১), (১) | ২ |
পুরস্কার
সম্পাদনাবর্তমানে প্রতিযোগিতা শেষে ছয়টি পুরস্কার দেওয়া হয়:
- আসরের সেরা খেলোয়াড়
- সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়
- সেরা গোলকিপার
- সেরা যুব খেলোয়াড়
- প্রতিযোগিতার সেরা একাদশ
- ফেয়ার প্লে পুরস্কার
আরও দেখুন
সম্পাদনা- জাতীয় দল প্রতিযোগিতা
- আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপ
- আফ্রিকান ফুটসাল কাপ অব নেশন্স
- অনূর্ধ্ব-২৩ আফ্রিকান কাপ অব নেশন্স
- অনূর্ধ্ব-২০ আফ্রিকান কাপ অব নেশন্স
- অনূর্ধ্ব-১৭ আফ্রিকান কাপ অব নেশন্স
- ক্লাব প্রতিযোগিতা
আরও পড়ুন
সম্পাদনা- The Great Adventure of African Football (FIFA)
- History of African Nations cup since 1957 (Egypt State Information Service)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "AFCON 2021: Teams and players to watch, start and final date"। MARCA (ইংরেজি ভাষায়)। ২০২২-০১-০৯। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৯।
- ↑ "Live score: Cameroon v Burkina Faso (African Cup of Nations) - News - AFCON 2021"। Ahram Online। ৯ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৯।
- ↑ "Africa Cup of Nations | History, Winners, Trophy, & Facts | Britannica"। Encyclopedia Britannica (ইংরেজি ভাষায়)। ২৮ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২০।
- ↑ "Nations Cup trophy revealed" (ইংরেজি ভাষায়)। বিবিসি স্পোর্ট। ২৫ সেপ্টেম্বর ২০০১। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০০৭।
- ↑ "The Great Adventure of African Football"। FIFA.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১ ডিসেম্বর ১৯৯৭।
|আর্কাইভের-ইউআরএল=
এর|আর্কাইভের-তারিখ=
প্রয়োজন (সাহায্য) তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০০৭। - ↑ Coudrais, Richard (২০১২-০১-১৯)। "Le Footichiste - GaGuie, gare au Gorille"। Le Footichiste (ফরাসি ভাষায়)। ২০২৩-০৬-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৭।
- ↑ Coudrais, Richard (২০১৩-০১-২৪)। "Le Footichiste - Takuma, mascotte de la CAN 2013"। Le Footichiste (ফরাসি ভাষায়)। ২০২৩-০৩-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৭।
- ↑ "Timeline Photos - CAF / Africa Cup of Nations - Facebook"। facebook.com।
- ↑ Coudrais, Richard (২০১৭-০১-১১)। "Le Footichiste - Samba, mascotte de la CAN 2017"। Le Footichiste (ফরাসি ভাষায়)। ২০২৩-০৬-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৭।
- ↑ "2019 AFCON Mascot revealed"। EgyptToday। ২০১৯-০৫-১৯। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৭।
- ↑ Coudrais, Richard (২০১৯-০৬-১৯)। "Le Footichiste - Tut, mascotte de la CAN 2019"। Le Footichiste (ফরাসি ভাষায়)। ২০২৩-০৬-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৭।
- ↑ Coudrais, Richard (২০২২-০১-০৪)। "Le Footichiste - Mola, mascotte indomptable"। Le Footichiste (ফরাসি ভাষায়)। ২০২৩-০৫-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৭।
- ↑ "'AKWABA', the Official Mascot of TotalEnergies CAF Africa Cup of Nations Cote d'Ivoire 2023 launched"। www.cafonline.com। ৮ জুলাই ২০২৩।
- ↑ "Guinea stripped of 2025 Africa Cup of Nations: CAF president"। beIN Sports। ৩০ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২।
- ↑ "Morocco to host 2025 Africa Cup of Nations"। Confederation of African Football। ২৭ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২৩।