আস্ক্লেপিউস

(Aesculapius থেকে পুনর্নির্দেশিত)

গ্রিক পুরাণে, আস্ক্লেপিউস ছিলেন চিকিৎসাবিদ্যার দেবতা।[] যাকে বলা হয় চিকিৎসা বিদ্যার দেবতা। তবে তিনি স্বর্গীয় দেবতা ছিলেন না ,ছিলেন ডেমি গড বা ২য় স্তরের দেবতা।কেননা তার মাতা ছিলেন একজন মরনশীল মানুষ।আর স্বর্গীয় দেবতাগন ছিলেন অমর।মুলত অসীম ক্ষমতাধর স্বর্গীয় দেবতাগন মননে এবং শরীরে ছিলেন সম্পূর্ণ মানবীয়,অর্থাৎ তাদের জন্ম,বিয়ে আবেগ, বেড়ে ওঠা সবই ছিলো মানুষের মতন কিন্তু ছিলনা কেবল মৃত্যু।অ্যাসক্লেপিয়াস এর পিতা ছিলেন নিখুত শরীরী সৌন্দর্য্যের অধিকারী চিকিৎসা ও সংগীতের দেবতা এপোলো এবং মাতা থেসালীর রাজকন্যা করোনিস।অ্যাসক্লেপিয়াস এর অর্থ – কেটে বের করা হয়েছে এমন কিছু।অ্যাসক্লেপিয়াস গর্ভে থাকাকালীন সময়ে পিতার অনুপস্থিতিতে তার মাতা অন্যেকজন মরনশীল মানুষের সাথে প্রনয়ে জড়িয়ে পড়েন।এ খবর এপোলো জানতে পারলে তিনি করোনিস কে তীরবিদ্ধ করেন এবং আগুনে জ্বালিয়ে দেন।কিন্তু এমন সময় এপোলোর মনে অনুশোচনার জন্ম নিলে তিনি করোনিস এর শরীর কেটে অনাগত সন্তানকে বের করেন বলে তার এমন নামকরন করা হয়।অ্যাসক্লেপিয়াস তার পিতার অনেক গুনের মাঝে সুস্থ রোগীকে সুস্থ করে তোলার ক্ষমতা ভালভাবে রপ্ত করেন।অ্যাসক্লেপিয়াস ওর স্ত্রী-এপিনিও ছিলেন ব্যাথা উপশমকারী দেবী। তার পুত্রদের মাঝে ম্যাকাওন আর পোডালেইরিওস ছিলেন বিখ্যাত শল্যবিদ এবং ছয় কন্যা একসাথে ছিলেন সুস্বাস্থ্যে র দেবী।তার কন্যাদের মাঝে হাইজিয়া ছিলেন পরিছন্নের দেবী, ল্যাসো ছিলেন অসুস্থ থেকে পুনরুদ্ধারের দেবি, অ্যাগিয়া হচ্ছেন সুস্বাস্থ্যে র অভ্যাসের দেবী,আসেসো ছিলেন নিরাময় পদ্ধতির দেবী, মেডিট্রিনা ছিলেন ওষুধপত্রের দেবী এবং প্যানাসিয়া ছিলেন সার্বজনীন প্রতিকারের দেবী।অ্যাসক্লেপিয়াস এর জ্ঞানে খুশি হয়ে দেবী এথেনা তাকে গর্গন মেডুসার রক্ত উপহার দিয়েছিলেন।মেডুসার মস্তিষ্কের বাম দিকের শিরা থেকে প্রবাহিত রক্ত মানবকূলের জন্য ক্ষতির কারন হয় কিন্তু ডান দিকের শিরা থেকে প্রবাহিত রক্ত দারুন সঞ্জীবনী শক্তি সঞ্চার করে মানব শরীরে। এই রক্ত এতটাই শক্তিশালি ছিল যে মৃত মানুষকেও জীবন ফিয়িয়ে দিতে লাগল।দেবী আর্টেমিসের প্রিয়ভাজন থিসিয়াসের সন্তান হিপ্পলিটাস এর মৃত্যু হলে আসক্লেপিয়াস তাকে দেবী আর্টেমিসের অনুরোধে জীবিত করে তোলেন।শুধু তাই নয় তিনি জিউসের বধ করা কিছু শত্রুকে পুনঃরুজ্জীবিত করে জিউসের ক্ষমতাকেও প্রশ্নবিদ্ধ করে তোলেন ফলে ক্ষুব্ধ হয়ে দেবতা জিউস তাকে বজ্রাঘাতে মেরে ফেলেন।নিজ পুতের হত্যার প্রতিহিংসায় এপোলো জিউসের বজ্র তৈরীকারী সাইক্লোপকে হত্যা করেন ।এতে জিউস রাগান্বিত হয়ে এপোলোকে মর্তে এক বছরের জন্য দাসত্ব করতে পাঠান।সাজার মেয়াদ শেষে এপোলোকে অলিম্পাসে ফেরত আনেন জিউস এবং সাইক্লোপস কে জীবিত করে তোলেন।তখন এপোলো অ্যাসক্লেপিয়াস কেও জীবিত করার প্রস্তাব দিলে জিউস এতে রাজী না হয়ে অ্যাসক্লেপিয়াস কে নক্ষত্রমন্ডলীতে স্থাপন করেন যেখানে অ্যাসক্লেপিয়াস অরফিউকাস নামে পরিচিত।

আস্ক্লেপিউস, এপিডরাস প্রত্নতাত্ত্বিক যাদুঘর

আস্ক্লেপিউস ছিল সূর্যদেবতা আপোল্লোকরোনিসের সন্তান।

স্ত্রী

সম্পাদনা

এপিওন

পুত্রগণ

সম্পাদনা

মাকাওনপোদালেইরিউস

কন্যাগণ

সম্পাদনা

ইয়াসো, আগলাইয়া, পানাকেয়াহাইগিএইয়া

মৃত্যু

সম্পাদনা

জিউস আস্ক্লেপিউসকে বজ্র নিক্ষেপ করে হত্যা করে কারণ সে মৃত লোকদের আবার জীবিত করে তুলতেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Asclepius | Definition, Myth, & Facts | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। ২০২৪-০১-২৬। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৯