আচে ভাষা

একটি মালয়-পলিনেশীয় ভাষা
(Acehnese language থেকে পুনর্নির্দেশিত)

আচে ভাষা (ইংরেজি: Acehnese, Achinese, Achehnese, Aceh, বা Atjeh) একটি মালয়-পলিনেশীয় ভাষা। এটি ইন্দোনেশিয়ার আচেসুমাত্রা-তে এবং মালয়েশিয়ার বোতাপেরাক-এ প্রচলিত।

আচে
Bahsa/Basa/Bate Acèh/Achèh
দেশোদ্ভবইন্দোনেশিয়া, মালয়েশিয়া
অঞ্চলআচে, সুমাত্রা
মাতৃভাষী
৩০ লক্ষ
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-২ace
আইএসও ৬৩৯-৩ace
ভাষাভাষী অঞ্চল
ভাষা শুনুন

শ্রেণীকরণ এবং সম্পর্কিত ভাষাসমূহ

সম্পাদনা

আচে ভাষা অস্ট্রোনেশীয় ভাষাপরিবারের মালয়-পলিনেশীয় শাখার অন্তর্গত। আচে ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্কের ভাষার মধ্যে আছে চামীয় ভাষাসমূহ, মালয় ভাষা পরিবার, মিনাংকাবাউ ভাষা, গায়ো ভাষা এবং বাতাক ভাষাপরিবার।

লিখন পদ্ধতি

সম্পাদনা

অতীতে আচে ভাষা জাবি নামের একটি আরবি-ভিত্তিক লিপিতে লেখা হত। কিন্তু এটি এখন ব্যবহার হয় না বললেই চলে। বর্তমানে ভাষাটি কিছু অতিরিক্ত বর্ণসহ লাতিন লিপিতে লেখা হয়। অতিরিক্ত বর্ণগুলি হল é, è, ë, ö এবং ô।

উপভাষা

সম্পাদনা

আচে ভাষার উপভাষা নিয়ে পূর্নাঙ্গ গবেষণা এখনও সম্পন্ন হয়নি। তবে ভাষাটির কমপক্ষে ১০টি উপভাষা আছে। এগুলি হল পাসে, পেউসাংগান, মাতাং, পিদিয়ে, বুএং, বান্দা, দায়া, মেউলাবহ, সেউনাগান এবং তুনোং []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Sulaiman, B. 1981. Kedudukan dan Fungsi Bahasa Aceh di Aceh. Jakarta: Pusat Pembinaan dan Pengembangan Bahasa

বহিঃসংযোগ

সম্পাদনা