২৮ পৌষ
তারিখ
২৮ পৌষ বাংলা বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৭৪ তম দিন। বছর শেষ হতে আরো ৯১ দিন (অধিবর্ষে ৯২ দিন) বাকি রয়েছে।
ইতিহাস
সম্পাদনাঘটনাবলী
সম্পাদনা- ১৬৯৩ইং - ইতালির সিসিলিতে মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট শক্তিশালী ভূমিকম্পে সিসিলি ও মাল্টায় ব্যপক ধ্বংসযজ্ঞ।
- ১৮৭৯ইং - এ্যাংলো-জুলু যুদ্ধ শুরু।
- ১৯০৮ইং - গ্রান্ড ক্যানিয়ন জাতীয় সৌধ তৈরী করা হয়।
- ১৯২২ইং - মানবদেহে ডায়াবেটিস রোগের জন্য প্রথমবারের মতো ইনসুলিন ব্যবহার।
জন্ম
সম্পাদনা- ১৮৪২ইং - উইলিয়াম জেম্স, মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক।
- ১৯৩৪ইং - টোনি হোর, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।
- ১৯৩৮ইং - মীর শওকত আলী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।
- ১৯৪৫ইং - সাইমন ড্রিং, আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী বৈদেশিক সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং প্রতিবেদন নির্মাতা।
মৃত্যু
সম্পাদনা- ২০০৮ইং – এড্মান্ড হিলারি নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী এবং অভিযাত্রী।
- ২০১৪ইং
- এরিয়েল শ্যারন, ইসরায়েলের ১১তম প্রধানমন্ত্রী।
- মুহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশের বিচারপতি।
- ২০১৫ইং - চাষী নজরুল ইসলাম, প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক।
ছুটি এবং অন্যান্য
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |