২০২৪ ডুরান্ড কাপ ফাইনাল

২০২৪ ডুরান্ড কাপ ফাইনাল হল ২০২৪ ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ, যা ভারতীয় সশস্ত্র বাহিনীর ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট সোসাইটি (ডিএফটিএস) দ্বারা আয়োজিত এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের ১৩৩তম সংস্করণ এবং এআইএফএফ, ভারতীয় সশস্ত্র বাহিনীর ইস্টার্ন কমান্ড এবং পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড আসামমেঘালয় সরকার যৌথভাবে আয়োজন করেছিল। এটি ৩১ আগস্ট ২০২৪ তারিখে, পশ্চিমবঙ্গের, কলকাতার, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হয়েছিল। যেখানে নর্থইস্ট ইউনাইটেডমোহনবাগানের প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ফাইনালটি ৫২,৩৯১ জন সমর্থকের সামনে অনুষ্ঠিত হয়েছিল এবং ভারতের হরিশ কুণ্ডু তাকে রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেন। খেলায় ট্রাইব্রেকারের মাধ্যমে নর্থইস্ট ইউনাইটেড ৪–৩ গোল ব্যবধানে জয়লাভ করেছিল।

২০২৪ ডুরান্ড কাপ ফাইনাল
কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফাইনাল ম্যাচটি আয়োজন করেছিল।
প্রতিযোগিতা২০২৪ ডুরান্ড কাপ
নর্থইস্ট ইউনাইটেড পেনাল্টি শুট-আউটে ৪–৩ ফলাফলে জয়ী হয়েছিল।
তারিখ৩১ আগস্ট ২০২৪ (2024-08-31)
সময়১৭:৩০ ইউটিসি+৫:৩০/আইএসটি
ম্যান অব দ্যা ম্যাচভারত গুরমিত সিং
(নর্থইস্ট ইউনাইটেড এফসি)
রেফারিহরিশ কুণ্ডু (ভারত)
দর্শক সংখ্যা৫২,৩৯১
আবহাওয়াপরিষ্কার রাত
২৯ °সে (৮৪ °ফা)
৮২% আর্দ্রতা
মোহনবাগানের দিমিত্রি পেট্রাটোস ও নর্থইস্ট ইউনাইটেডের মোহাম্মদ আলি বেমামরকে নিয়ে ফাইনাল ম্যাচ পোস্টার তৈরি করা হয়েছিল।

ভেন্যু

সম্পাদনা

ফাইনাল ম্যাচটি পশ্চিমবঙ্গের কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মাঠে অনুষ্ঠিত হয়েছিল।

২০২৪ ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল।
কলকাতা
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন
ধারণক্ষমতা: ৬৮,০০০
 

ফাইনালে ওঠার পথ

সম্পাদনা
নর্থইস্ট ইউনাইটেড   ম্যাচ পর্ব   মোহনবাগান
প্রতিপক্ষ ফলাফল গ্রুপ পর্যায় প্রতিপক্ষ ফলাফল
বড়োল্যান্ড এফসি   ২–০ ম্যাচ দিন ১   ডাউনটাউন হিরোজ ১–০
বিএসএফ   ৪–০ ম্যাচ দিন ২   ভারতীয় বায়ুসেনা ৬–০
ওড়িশা এফসি   ৫–১ ম্যাচ দিন ৩   ইস্টবেঙ্গল এফসি বাতিল[বা. ১]
ভারতীয় সেনাবাহিনী   ২–০ কোয়ার্টার-ফাইনাল   পাঞ্জাব এফসি ৩–৩ (৬–৫ পে.)
শিলং লাজং   ৩–০ সেমি-ফাইনাল   বেঙ্গালুরু এফসি ২–২ (৪–৩ পে.)
  1. ১৮ আগস্ট ২০২৪-এ কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচটি সম্ভাব্য নিরাপত্তাজনিত কারণে পরিত্যক্ত হয়েছিল। পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় শহরে যখন বিক্ষোভ চলেছিল, তখন নিরাপত্তা দেওয়াকে বড় চ্যালেঞ্জ বলে কলকাতা পুলিশ মনে করেছিল। নিরাপত্তার অজুহাতে আয়োজক সংস্থা ম্যাচটি বাতিল করে এবং উভয় দলকে ১ পয়েন্ট করে দেওয়া হয়েছিল।[][]

ফাইনাল ম্যাচ

সম্পাদনা
 
 
 
 
 
 
 
নর্থইস্ট
ইউনাইটেড
 
 
 
 
 
 
 
 
 
মোহনবাগান

ম্যান অব দ্যা ম্যাচ
  গুরমিত সিং
(নর্থইস্ট ইউনাইটেড এফসি)

সহকারী রেফারি:
পি বৈরামুথু (ভারত)
অরুণ শশীধরন পিল্লাই (ভারত)
চতুর্থ রেফারি:
ভেঙ্কটেশ আর (ভারত)

ম্যাচের নিয়ম

  • ৯০ মিনিট।
  • পেনাল্টি শুট-আউট (যদি ফলাফল সমতায় থাকে)।
  • সর্বাধিক ১৫ জন বদলি খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত।
  • সর্বাধিক ৫ জন খেলোয়াড় বদল করা যাবে, অতিরিক্ত সময়ে ষষ্ঠ খেলোয়াড় বদল করা যাবে।

সম্প্রচার

সম্পাদনা

২০২৪ সংস্করণের ফাইনাল ম্যাচটি সনি স্পোর্টস নেটওয়ার্কের ওটিটি প্ল্যাটফর্ম সনিলিভ পাশাপাশি টিভি চ্যানেল সনি টেন ২ সনি টেন ২ এবং সনি টেন ২ এইচডি-তে সরাসরি সম্প্রচার করা হয়েছিল।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Kolkata derby cancelled"twitter.com। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. Neeladri, Bhattacharjee (১৭ আগস্ট ২০২৪)। "Kolkata derby between Mohun Bagan and East Bengal abandoned; Jamshedpur among potential venues for rest of city's Durand Cup 2024 matches"Sportstar। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৪ 
  3. "Durand Cup 2023: All you need to know about Indian football's oldest tournament; Schedule, groups, live streaming info"Sportstar। Chennai: The Hindu। ২৩ জুলাই ২০২৩। ২৭ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা