মেঘালয় সরকার
মেঘালয় সরকার হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য তথা এর অন্তর্ভুক্ত ১১টি জেলার সর্বোচ্চ শাসনতান্ত্রিক কর্তৃপক্ষ। এটি মেঘালয় রাজ্য সরকার কিংবা স্থানীয়ভাবে রাজ্য সরকার হিসাবেও পরিচিত। মেঘালয় সরকার একজন রাজ্যপালের নেতৃত্বে নির্বাহী বিভাগ, একটি বিচার বিভাগ এবং মেঘালয় বিধানসভা নামে একটি আইনসভা নিয়ে গঠিত। শিলং হচ্ছে মেঘালয়ের রাজ্যের রাজধানী এবং এখানে রাজ্যের বিধানসভা (আইনসভা) এবং সচিবালয় অবস্থিত।
সরকারের আসন | শিলং |
---|---|
কার্যনির্বাহী | |
রাজ্যপাল | তথাগত রায় |
মুখ্যমন্ত্রী | কনরাড সংমা |
প্রধান সচিব | শ্রী এম.এস. রাও, আইএএস |
আইনসভা | |
বিধানসভা | |
স্পিকার | মেতবাহ লিংদোহ |
ডেপুটি স্পিকার | টিমোথি শিরা |
বিধানসভার সদস্য | ৬০ |
বিচার বিভাগ | |
উচ্চ আদালত | মেঘালয় উচ্চ ন্যায়ালয় |
প্রধান বিচারপতি | বিশ্বনাথ সমাদ্দার |
নির্বাহী বিভাগ
সম্পাদনাভারতের অন্যান্য রাজ্যের মতো মেঘালয় রাজ্যের প্রধান হলেন রাজ্যপাল (গভর্নর)। তিনি কেন্দ্রীয় সরকারের পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। তিনি মেঘালয়ের সাংবিধানিক প্রধান হওয়ায় তার পদটি মূলত আনুষ্ঠানিক। বর্তমানে তথাগত রায় মেঘালয়ের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে ন্যাশনাল পিপলস পার্টির নেতা কনরাড সংমা হচ্ছেন মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হলেন সরকারের নির্বাহী প্রধান এবং তার উপরেই সরকারের নির্বাহী ক্ষমতার বেশিরভাগই ন্যস্ত থাকে। মুখ্যমন্ত্রী এবং তার নিয়োগকৃত মন্ত্রিসভার মাধ্যমে মেঘালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
আইনবিভাগ
সম্পাদনামেঘালয়ের বর্তমান বিধানসভাটি এককক্ষবিশিষ্ট। মেঘালয় বিধানসভা মোট ৬০ জন বিধায়কের (সদস্য বা এম.এল.এ) সমন্বয়ে গঠিত। কোন কারণে নির্দিষ্ট সময়ের আগে বিধানসভা ভেঙ্গে না গেলে এর মেয়াদ ৫ বছর।[১]
বিচার বিভাগ
সম্পাদনামেঘালয়ের রাজধানী শিলংয়ে মেঘালয় উচ্চ ন্যায়ালয় অবস্থিত। এই আদালত মেঘালয় রাজ্যে উদ্ভূত মামলাগুলির ক্ষেত্রে এখতিয়ার এবং ক্ষমতা প্রয়োগ করে।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Meghalaya Legislative Assembly"। Legislative Bodies in India। National Informatics Centre, Government of India। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-১০।
- ↑ "Jurisdiction and Seats of Indian High Courts"। Eastern Book Company। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-১২।
- Government and politics in Meghalaya, by R. S. Lyngdoh. Sanchar Pub. House, 1996. আইএসবিএন ৮১-৭২০৩-০২৯-০.