২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি
এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ।(আগস্ট ২০২৪) |
২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতার ফিল্ড হকি ইভেন্ট প্যারিস শহরের স্তাদ ইভেস-দু-মানোঁতে ২৭ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে। এই একই স্টেডিয়ামে ১৯২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল।[১] মোট ২৪ টি দল (পুরুষ ও মহিলাদের উভয়ের ১২টি করে) ইভেন্টে অংশগ্রহণ করতে চলেছে।[২]
৩৩তম অলিম্পিয়াড খেলায় ফিল্ড হকি | |
---|---|
স্থান | স্তাদ ইভেস-দু-মানোঁ |
তারিখ | ২৭ জুলাই – ৯ আগস্ট ২০২৪ |
ইভেন্টের সংখ্যা | ২ |
বাছাইপর্ব
সম্পাদনাআন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) ৩০ মার্চ, ২০২২-এ প্যারিস ২০২৪-এর যোগ্যতার মানদণ্ড অনুমোদন করেছে এবং প্রকাশ করেছে। পাঁচটি কনফেডারেশনের (আফ্রিকা, আমেরিকা, এশিয়া, ইউরোপ এবং ওশেনিয়া) মহাদেশীয় চ্যাম্পিয়নদের প্রত্যেকেই তাদের নিজ নিজ এনওসি-র জন্য পুরুষ ও মহিলাদের স্থান, যেখানে স্বাগতিক দেশ ফ্রান্স এফআইএইচ বিশ্ব র্যাঙ্কিং তালিকায় শীর্ষ পঁচিশ বা তার বেশি স্থান অর্জন করার পর পুরুষ ও মহিলাদের টুর্নামেন্টে সরাসরি কোটা স্থান পেয়েছে।[২][৩]
বাকি কোটা স্থান দুটি পৃথক এফআইএইচ অলিম্পিক বাছাইপর্বের টুর্নামেন্টের মাধ্যমে যথেষ্ট র্যাঙ্কিং সহ যোগ্য এনওসিদের জন্য আটক করা হবে। প্রতিটি টুর্নামেন্টের শেষে শীর্ষ তিনটি স্কোয়াড প্যারিস ২০২৪-এর জন্য বারোটি দলের মাঠ সম্পূর্ণ করার জন্য কোটা সুরক্ষিত করবে৷ যদি ফরাসি হকি খেলোয়াড়রা ২০২৩ ইউরোহকি চ্যাম্পিয়নশিপ জিততেন, তাহলে দুটি ওয়াইল্ডকার্ড টুর্নামেন্টে স্থানের সংখ্যা বেড়ে সাতটি হত৷ দুই ব্রোঞ্জ পদক পরাজিতদের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে বাকি জায়গাটি দেওয়া হয়েছে।[২][৪]
সারাংশ
সম্পাদনাদেশ | পুরুষ | মহিলা | মোট ক্রীড়াবিদ |
---|---|---|---|
আর্জেন্টিনা | ৩২ | ||
অস্ট্রেলিয়া | ৩২ | ||
বেলজিয়াম | ৩২ | ||
চীন | ১৬ | ||
ফ্রান্স | ৩২ | ||
জার্মানি | ৩২ | ||
গ্রেট ব্রিটেন | ৩২ | ||
ভারত | ১৬ | ||
আয়ারল্যান্ড | ১৬ | ||
জাপান | ১৬ | ||
নেদারল্যান্ডস | ৩২ | ||
নিউজিল্যান্ড | ১৬ | ||
দক্ষিণ আফ্রিকা | ৩২ | ||
স্পেন | ৩২ | ||
মার্কিন যুক্তরাষ্ট্র | ১৬ | ||
মোট: ১৫ এনওসি | ১৯২ | ১৯২ | ৩৮৪ |
পুরুষ
সম্পাদনামহিলা
সম্পাদনাপদক তালিকা
সম্পাদনাপুরুষদের ইভেন্ট
সম্পাদনাগ্রুপ পর্ব
সম্পাদনাগ্রুপ এ
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | জার্মানি | ৫ | ৪ | ০ | ১ | ১৬ | ৬ | +১০ | ১২ | নক-আউট পর্ব |
২ | নেদারল্যান্ডস | ৫ | ৩ | ১ | ১ | ১৬ | ৯ | +৭ | ১০ | |
৩ | যুক্তরাজ্য | ৫ | ২ | ২ | ১ | ১১ | ৭ | +৪ | ৮ | |
৪ | স্পেন | ৫ | ২ | ১ | ২ | ১১ | ১২ | −১ | ৭ | |
৫ | দক্ষিণ আফ্রিকা | ৫ | ১ | ১ | ৩ | ১১ | ১৭ | −৬ | ৪ | |
৬ | ফ্রান্স (H) | ৫ | ০ | ১ | ৪ | ৮ | ২২ | −১৪ | ১ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়ী ম্যাচের সংখ্যা; ৩) গোল পার্থক্য; ৪) স্বপক্ষে গোল; ৫) হেড-টু-হেড ফলাফল; ৬) ফিল্ড গোল সংখ্যা
(H) স্বাগতিক।
গ্রুপ বি
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বেলজিয়াম | ৫ | ৪ | ১ | ০ | ১৫ | ৭ | +৮ | ১৩ | নক-আউট পর্ব |
২ | ভারত | ৫ | ৩ | ১ | ১ | ১০ | ৭ | +৩ | ১০ | |
৩ | অস্ট্রেলিয়া | ৫ | ৩ | ০ | ২ | ১২ | ১০ | +২ | ৯ | |
৪ | আর্জেন্টিনা | ৫ | ২ | ২ | ১ | ৮ | ৬ | +২ | ৮ | |
৫ | আয়ারল্যান্ড | ৫ | ১ | ০ | ৪ | ৪ | ৯ | −৫ | ৩ | |
৬ | নিউজিল্যান্ড | ৫ | ০ | ০ | ৫ | ৪ | ১৪ | −১০ | ০ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়ী ম্যাচের সংখ্যা; ৩) গোল পার্থক্য; ৪) স্বপক্ষে গোল; ৫) হেড-টু-হেড ফলাফল; ৬) ফিল্ড গোল সংখ্যা
নক-আউট পর্ব
সম্পাদনাকোয়ার্টার-ফাইনাল | সেমি-ফাইনাল | স্বর্ণপদক ম্যাচ | ||||||||
৪ আগস্ট | ||||||||||
জার্মানি | ৩ | |||||||||
৬ আগস্ট | ||||||||||
আর্জেন্টিনা | ২ | |||||||||
জার্মানি | ৩ | |||||||||
৪ আগস্ট | ||||||||||
ভারত | ২ | |||||||||
যুক্তরাজ্য | ১ (২) | |||||||||
৮ আগস্ট | ||||||||||
ভারত (পে.) | ১ (৪) | |||||||||
জার্মানি | ১ (১) | |||||||||
৪ আগস্ট | ||||||||||
নেদারল্যান্ডস (পে.) | ১ (৩) | |||||||||
অস্ট্রেলিয়া | ০ | |||||||||
৬ আগস্ট | ||||||||||
নেদারল্যান্ডস | ২ | |||||||||
নেদারল্যান্ডস | ৪ | |||||||||
৪ আগস্ট | ||||||||||
স্পেন | ০ | ব্রোঞ্জপদক ম্যাচ | ||||||||
বেলজিয়াম | ২ | |||||||||
৮ আগস্ট | ||||||||||
স্পেন | ৩ | |||||||||
ভারত | ২ | |||||||||
স্পেন | ১ | |||||||||
অন্তিম অবস্থান
সম্পাদনামহিলাদের ইভেন্ট
সম্পাদনাগ্রুপ পর্ব
সম্পাদনাগ্রুপ এ
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | নেদারল্যান্ডস | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | নক-আউট পর্ব |
২ | বেলজিয়াম | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | |
৩ | জার্মানি | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | |
৪ | জাপান | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | |
৫ | চীন | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | |
৬ | ফ্রান্স (H) | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়ী ম্যাচের সংখ্যা; ৩) গোল পার্থক্য; ৪) স্বপক্ষে গোল; ৫) হেড-টু-হেড ফলাফল; ৬) ফিল্ড গোল সংখ্যা
(H) স্বাগতিক।
গ্রুপ বি
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | অস্ট্রেলিয়া | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | নক-আউট পর্ব |
২ | আর্জেন্টিনা | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | |
৩ | যুক্তরাজ্য | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | |
৪ | স্পেন | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | |
৫ | মার্কিন যুক্তরাষ্ট্র | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | |
৬ | দক্ষিণ আফ্রিকা | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়ী ম্যাচের সংখ্যা; ৩) গোল পার্থক্য; ৪) স্বপক্ষে গোল; ৫) হেড-টু-হেড ফলাফল; ৬) ফিল্ড গোল সংখ্যা
নক-আউট পর্ব
সম্পাদনাকোয়ার্টার-ফাইনাল | সেমি-ফাইনাল | স্বর্ণপদক ম্যাচ | ||||||||
৫ আগস্ট | ||||||||||
এ১ | ||||||||||
৭ আগস্ট | ||||||||||
বি৪ | ||||||||||
৫ আগস্ট | ||||||||||
বি২ | ||||||||||
৯ আগস্ট | ||||||||||
এ৩ | ||||||||||
৫ আগস্ট | ||||||||||
এ২ | ||||||||||
৭ আগস্ট | ||||||||||
বি৩ | ||||||||||
৫ আগস্ট | ||||||||||
ব্রোঞ্জপদক ম্যাচ | ||||||||||
বি১ | ||||||||||
৯ আগস্ট | ||||||||||
বি৪ | ||||||||||
অন্তিম অবস্থান
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Paris 2024 – Field Hockey"। Paris 2024। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ ক খ গ McAlister, Sean (১২ ডিসেম্বর ২০২২)। "How to qualify for hockey at Paris 2024. The Olympics qualification system explained"। International Olympic Committee। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ Berkeley, Geoff (৯ এপ্রিল ২০২২)। "Hockey, triathlon and volleyball qualification criteria approved for Paris 2024"। Inside the Games। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Qualification pathway approved for Paris 2024"। International Hockey Federation। ২০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৩।