২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি

অলিম্পিক ইভেন্ট

২০২০ টোকিও গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকি ২৪ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত টোকিওর ওই সিসাইড পার্কে খেলা হয়েছিল। মোট চব্বিশটি দল (পুরুষদের বারোটি এবং মহিলাদের বারোটি) এতে অংশগ্রহণ করে ।[]

অলিম্পিয়াড খেলায়
ফিল্ড হকি
লোগো
স্থানওই হকি স্টেডিয়াম
তারিখ২৪ জুলাই – ৬ আগস্ট ২০২১
ইভেন্টের সংখ্যা2

পঞ্জিকা

সম্পাদনা
তারিখ→
ইভেন্ট↓
২৪ জুলাই ২৫ জুলাই ২৬ জুলাই ২৭ জুলাই ২৮ জুলাই ২৯ জুলাই ৩০ জুলাই ৩১ জুলাই ১ আগস্ট ২ আগস্ট ৩ আগস্ট ৪ আগস্ট ৫ আগস্ট ৬ আগস্ট
পুরুষ ¼ ½
মহিলা ¼ ½
  • গ = গ্রুপ পর্ব
  • ¼ = কোয়ার্টার-ফাইনাল
  • ½ = সেমি-ফাইনাল
  • ব = ব্রোঞ্জ মেডেল ম্যাচ
  • ফ = ফাইনাল বা গোল্ড মেডেল ম্যাচ

যোগ্যতা অর্জন

সম্পাদনা
প্রতিযোগিতা তারিখ স্থান কোটা যোগ্যতার্জনকারী দল
আয়োজক দেশ   জাপান
২০১৮ এশিয়ান গেমস ১৯ আগস্ট – ১ সেপ্টেম্বর ২০১৮   জাকার্তা []
২০১৯ প্যান-আমেরিকান গেমস ৩০ জুলাই – ১০ আগস্ট ২০১৯   লিমা   আর্জেন্টিনা
২০১৯ আফ্রিকান অলিম্পিক বাছাইপর্ব ১২–১৮ আগস্ট ২০১৯   স্টেলেনবস্ক   দক্ষিণ আফ্রিকা
২০১৯ ইউরোহকি চ্যাম্পিয়নশীপ ১৬–২৪ আগস্ট ২০১৯   অ্যান্টওয়ার্প   বেলজিয়াম
২০১৯ ওশিয়ানিয়া কাপ ৫–৮ সেপ্টেম্বর ২০১৯   রকহ্যাম্পটন   অস্ট্রেলিয়া
২০১৯ এফআইএইচ অলিম্পিক বাছাইপর্ব ২৫ অক্টোবর – ৩ নভেম্বর ২০১৯ বিভিন্ন   কানাডা
  জার্মানি
  যুক্তরাজ্য
  ভারত
  নেদারল্যান্ডস
  নিউজিল্যান্ড
  স্পেন
মোট ১২
প্রতিযোগিতা তারিখ স্থান কোটা যোগ্যতার্জনকারী দল
আয়োজক দেশ   জাপান
২০১৮ এশিয়ান গেমস ১৯ আগস্ট – ১ সেপ্টেম্বর ২০১৮   জাকার্তা []
২০১৯ প্যান-আমেরিকান গেমস ২৯ জুলাই – ৯ আগস্ট ২০১৯   লিমা   আর্জেন্টিনা
২০১৯ আফ্রিকান অলিম্পিক বাছাইপর্ব ১২–১৮ আগস্ট ২০১৯   স্টেলেনবস্ক   দক্ষিণ আফ্রিকা
২০১৯ ইউরোহকি চ্যাম্পিয়নশীপ ১৭–২৫ আগস্ট ২০১৯   অ্যান্টওয়ার্প   নেদারল্যান্ডস
২০১৯ ওশিয়ানিয়া কাপ ৫–৮ সেপ্টেম্বর ২০১৯   রকহ্যাম্পটন   নিউজিল্যান্ড
২০১৯ এফআইএইচ অলিম্পিক বাছাইপর্ব ২৫ অক্টোবর – ৩ নভেম্বর ২০১৯ বিভিন্ন   চীন
  জার্মানি
  যুক্তরাজ্য
  ভারত
  আয়ারল্যান্ড
  অস্ট্রেলিয়া
  স্পেন
মোট ১২

পুরুষদের প্রতিযোগিতা

সম্পাদনা

১২ টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়। গ্রুপ পর্বের পর প্রতিটি গ্রুপের প্রথম চারটি দল নক-আউট পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।

গ্রুপ পর্ব

সম্পাদনা

গ্রুপ এ

সম্পাদনা

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা
  অস্ট্রেলিয়া ২২ +১৩ ১৩ কোয়ার্টার-ফাইনাল
  ভারত ১৫ ১৩ +২ ১২
  আর্জেন্টিনা ১০ ১১ -১
  স্পেন ১০ -১
  নিউজিল্যান্ড ১১ ১৬ -৫ বাতিল
  জাপান(আ) ১০ ১৮ -৮
  • (আ) = আয়োজক
দল ১ \ দল ২   অস্ট্রেলিয়া   ভারত   নিউজিল্যান্ড   স্পেন   জাপান   আর্জেন্টিনা
অস্ট্রেলিয়া   ৪–২ ১–১
ভারত   ১–৭ ৩–০ ৩–১
নিউজিল্যান্ড   ২–৩
স্পেন   ৩–৪
জাপান   ৩–৫ ৩–৫ ২–২ ১–৪ ১–২
আর্জেন্টিনা   ২–৫ ৪–১ ১–১
৩০ জুলাই ২০২১ তারিখের ম্যাচ শেষের পর হালনাগাদকৃত। উৎস: টোকিও ২০২০ এবং এফআইএইচ
রং: নীল = বাম কলামের দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = শীর্ষ লাইনের দল বিজয়ী।

গ্রুপ বি

সম্পাদনা

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা
  বেলজিয়াম ২৬ +১৭ ১৩ কোয়ার্টার-ফাইনাল
  জার্মানি ১৯ ১০ +৯
  যুক্তরাজ্য ১১ ১১
  নেদারল্যান্ডস ১৩ ১৩
  দক্ষিণ আফ্রিকা ১৬ ২৪ -৮ বাতিল
  কানাডা ২৭ -১৮
দল ১ \ দল ২   বেলজিয়াম   জার্মানি   দক্ষিণ আফ্রিকা   যুক্তরাজ্য   কানাডা   নেদারল্যান্ডস
বেলজিয়াম   ৯–৪ ২–২
জার্মানি   ১–৩ ৫–১ ৩–১
দক্ষিণ আফ্রিকা   ৪–৩ ৩–৫
যুক্তরাজ্য   ৩–১ ৩–১
কানাডা   ১–৭ ৪–৪
নেদারল্যান্ডস   ১–৩ ২–২ ৪–২
৩০ জুলাই ২০২১ তারিখের ম্যাচ শেষের পর হালনাগাদকৃত। উৎস: টোকিও ২০২০ এবং এফআইএইচ
রং: নীল = বাম কলামের দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = শীর্ষ লাইনের দল বিজয়ী।

নক-আউট পর্ব

সম্পাদনা
কোয়ার্টার-ফাইনাল সেমিফাইনাল গোল্ড মেডেল ম্যাচ
         
এ১   অস্ট্রেলিয়া (পেনাল্টি) ২ (৩)
বি৪   নেদারল্যান্ডস ২ (০)
এ১   অস্ট্রেলিয়া
বি২   জার্মানি
বি২   জার্মানি
এ৩   আর্জেন্টিনা
এ১   অস্ট্রেলিয়া   ১ (২)
বি১   বেলজিয়াম (পেনাল্টি)   ১‌ (৩)
এ২   ভারত
বি৩   যুক্তরাজ্য
এ২   ভারত
বি১   বেলজিয়াম
বি১   বেলজিয়াম
এ৪   স্পেন
  ব্রোঞ্জ মেডেল ম্যাচ
বি২    জার্মানি
এ২    ভারত  

চূড়ান্ত অবস্থান

সম্পাদনা
অব দল অব দল
    বেলজিয়াম   আর্জেন্টিনা
    অস্ট্রেলিয়া   স্পেন
    ভারত   নিউজিল্যান্ড
  জার্মানি ১০   দক্ষিণ আফ্রিকা
  যুক্তরাজ্য ১১   জাপান (আ)
  নেদারল্যান্ডস ১২   কানাডা
  • (আ) = আয়োজক

মহিলাদের প্রতিযোগিতা

সম্পাদনা

১২ টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়। গ্রুপ পর্বের পর প্রতিটি গ্রুপের প্রথম চারটি দল নক-আউট পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।

গ্রুপ পর্ব

সম্পাদনা

গ্রুপ এ

সম্পাদনা
অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা
  নেদারল্যান্ডস ১৮ +১৬ ১৫ কোয়ার্টার-ফাইনাল
  জার্মানি ১৩ +৬ ১২
  যুক্তরাজ্য ১১ +৬
  ভারত ১৪ -৭
  আয়ারল্যান্ড ১১ -৭ বাতিল
  দক্ষিণ আফ্রিকা ১৯ -১৪
দল ১ \ দল ২   আয়ারল্যান্ড   জার্মানি   দক্ষিণ আফ্রিকা   যুক্তরাজ্য   ভারত   নেদারল্যান্ডস
আয়ারল্যান্ড   ২–০ ০–২ ০–১
জার্মানি   ৪–২ ২–০ ১–৩
দক্ষিণ আফ্রিকা   ১–৪ ১–৪
যুক্তরাজ্য   ১–২ ৪–১ ০–১
ভারত   ৪–৩
নেদারল্যান্ডস   ৪–০ ৫–০ ৫–১
৩০ জুলাই ২০২১ তারিখের ম্যাচ শেষের পর হালনাগাদকৃত। উৎস: Tokyo 2020 এবং FIH
রং: নীল = বাম কলামের দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = শীর্ষ লাইনের দল বিজয়ী।

গ্রুপ বি

সম্পাদনা
অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা
  অস্ট্রেলিয়া ১৩ +১২ ১৫ কোয়ার্টার-ফাইনাল
  স্পেন +১
  আর্জেন্টিনা
  নিউজিল্যান্ড +১
  চীন ১৬ -৭ বাতিল
  জাপান(আ) ১৩ -৭
  • (আ) = আয়োজক
দল ১ \ দল ২   অস্ট্রেলিয়া   চীন   নিউজিল্যান্ড   স্পেন   জাপান   আর্জেন্টিনা
অস্ট্রেলিয়া   ৬–০ ৩–১
চীন   ৩–২
নিউজিল্যান্ড   ০–১ ১–২ ৩–০
স্পেন   ২–০
জাপান   ০–১ ৩–৪ ১–২ ১–৪ ১–২
আর্জেন্টিনা   ০–২ ৩–২ ৩–০
৩০ জুলাই ২০২১ তারিখের ম্যাচ শেষের পর হালনাগাদকৃত। উৎস: Tokyo 2020 এবং FIH
রং: নীল = বাম কলামের দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = শীর্ষ লাইনের দল বিজয়ী।

নক-আউট পর্ব

সম্পাদনা
কোয়ার্টার-ফাইনাল সেমিফাইনাল গোল্ড মেডেল ম্যাচ
         
এ১   নেদারল্যান্ডস
বি৪   নিউজিল্যান্ড
এ১   নেদারল্যান্ডস
এ৩   যুক্তরাজ্য
বি২   স্পেন ২ (০)
এ৩   যুক্তরাজ্য (পেনাল্টি) ২ (২)
এ১   নেদারল্যান্ডস  
বি৩   আর্জেন্টিনা  
এ২   জার্মানি
বি৩   আর্জেন্টিনা
বি৩   আর্জেন্টিনা
এ৪   ভারত
এ৪   ভারত
বি১   অস্ট্রেলিয়া
  ব্রোঞ্জ মেডেল ম্যাচ
এ৩    যুক্তরাজ্য  
এ৪    ভারত

চূড়ান্ত অবস্থান

সম্পাদনা
অব দল অব দল
    নেদারল্যান্ডস   স্পেন
    আর্জেন্টিনা   নিউজিল্যান্ড
    যুক্তরাজ্য   চীন
  ভারত ১০   আয়ারল্যান্ড
  অস্ট্রেলিয়া ১১   জাপান (আ)
  জার্মানি ১২   দক্ষিণ আফ্রিকা
  • (আ) = আয়োজক

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Tokyo 2020 – FIH Hockey Qualification System" (পিডিএফ)FIH। সংগ্রহের তারিখ ২ মে ২০১৮ 
  2. জাপান আয়োজক দেশ হিসেবে এবং মহাদেশীয় চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি অংশগ্রহণ করেছে।