২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে পাকিস্তান
পাকিস্তান ২০২৪ সালের ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে প্যারিসে ২৬ জুলাই থেকে ১১ আগস্ট ২০২৪ পর্যন্ত অংশ নেয়। গ্রীষ্মকালীন অলিম্পিকে এটি ছিল দেশের উনিশতম উপস্থিতি।
২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে পাকিস্তান | |
---|---|
আইওসি কোড | PAK |
এনওসি | পাকিস্তানের জাতীয় অলিম্পিক কমিটি |
ওয়েবসাইট | nocpakistan |
প্যারিস, ফ্রান্স ২৬ জুলাই ২০২৪ – ১১ আগস্ট ২০২৪ | |
প্রতিযোগী | ৩টি ক্রীড়ায় ৭ জন |
পতাকা বাহক | আরশাদ নাদিম ও জাহানারা নবী |
পদক ৫৩তম স্থান |
|
গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ | |
বর্শা নিক্ষেপ খেলোয়াড় আরশাদ নাদিম ১৯৯২ সাল থেকে পাকিস্তানের প্রথম অলিম্পিক পদক এবং ১৯৮৪ সালের পর প্রথম স্বর্ণপদক, সেইসাথে একটি ব্যক্তিগত খেলায় দেশের প্রথম স্বর্ণপদক দখল করেন। পাকিস্তানের প্যারিস ২০২৪ অলিম্পিক অভিযান বর্শা নিক্ষেপ একটি পদক দিয়ে শেষ হয়েছিল। আরশাদ নাদিম ৯২.৯৭ মিটার নিক্ষেপ রেকর্ড করে সোনা জেতার প্রক্রিয়ায় ৯০.৫৭ মিটারের ২ মিটারের বেশি ১৬ বছরের পুরোনো অলিম্পিক রেকর্ড ভেঙেছেন।[১]
পদক বিজয়ী
সম্পাদনাপদক | ক্রীড়াবিদ | ক্রীড়া | বিভাগ | তারিখ |
---|---|---|---|---|
স্বর্ণ | আরশাদ নাদিম | অ্যাথলেটিক্স | পুরুষদের বর্শা নিক্ষেপ | ৮ আগস্ট |
ক্রীড়া | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|
অ্যাথলেটিক্স | ১ | ০ | ০ | ১ |
মোট | ১ | ০ | ০ | ১ |
লিঙ্গানুসারে পদক তালিকা | ||||
---|---|---|---|---|
লিঙ্গ | মোট | |||
মহিলা | ০ | ০ | ০ | ০ |
পুরুষ | ১ | ০ | ০ | ১ |
মিশ্র | ০ | ০ | ০ | ০ |
মোট | ১ | ০ | ০ | ১ |
তারিখ অনুযায়ী পদক | |||||
---|---|---|---|---|---|
তারিখ | মোট | ||||
২৭ জুলাই | ০ | ০ | ০ | ০ | |
২৮ জুলাই | ০ | ০ | ০ | ০ | |
২৯ জুলাই | ০ | ০ | ০ | ০ | |
৩০ জুলাই | ০ | ০ | ০ | ০ | |
৩১ জুলাই | ০ | ০ | ০ | ০ | |
১ আগস্ট | ০ | ০ | ০ | ০ | |
২ আগস্ট | ০ | ০ | ০ | ০ | |
৩ আগস্ট | ০ | ০ | ০ | ০ | |
৪ আগস্ট | ০ | ০ | ০ | ০ | |
৫ আগস্ট | ০ | ০ | ০ | ০ | |
৬ আগস্ট | ০ | ০ | ০ | ০ | |
৭ আগস্ট | ০ | ০ | ০ | ০ | |
৮ আগস্ট | ০ | ০ | ০ | ০ | |
৯ আগস্ট | ১ | ০ | ০ | ১ | |
১০ আগস্ট | ০ | ০ | ০ | ০ | |
১১ আগস্ট | ০ | ০ | ০ | ০ | |
মোট | ১ | ০ | ০ | ১ |
প্রতিযোগী
সম্পাদনানীচে গেমসে প্রতিযোগীদের সংখ্যা তালিকা।
পাকিস্তানের হয়ে প্রথমবারের মতো আরশাদ নাদিম এবং তিন শুটার গুলাম মুস্তাফা বশির, গালফাম জোসেফ এবং কিশমালা তালাত যোগ্যতা অর্জনের পরে তাদের নিজ নিজ ইভেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন, বাকি অ্যাথলিটরা, ফাইকা রিয়াজ, মুহাম্মদ আহমেদ দুরানি এবং জেহানারা নবীকে ওয়াইল্ড কার্ড (সার্বজনীন স্থান) দেওয়া হয়েছিল। এটি অলিম্পিক গেমসে পাকিস্তানের পাঠানো সবচেয়ে লিঙ্গ ভারসাম্যপূর্ণ দলও ছিল।[২]
ক্রীড়া | পুরুষ | মহিলা | মোট |
---|---|---|---|
অ্যাথলেটিক্স | ১ | ১ | ২ |
শুটিং | ২ | ১ | ৩ |
সাঁতার | ১ | ১ | ২ |
মোট | ৪ | ৩ | ৭ |
অ্যাথলেটিক্স
সম্পাদনাপাকিস্তানি ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলিটরা প্যারিস ২০২৪ এর জন্য প্রবেশের মান অর্জন করেছিল, হয় সরাসরি যোগ্যতা চিহ্ন (বা ট্র্যাক এবং রোড রেসের সময়) উত্তীর্ণ করে বা বিশ্ব র্যাঙ্কিংয়ের মাধ্যমে, নিম্নলিখিত ইভেন্টগুলিতে (সর্বাধিক ৩ জন অ্যাথলিট):[৩][৪][৫]
- ট্র্যাক ও রোড ইভেন্ট
ক্রীড়াবিদ | ইভেন্ট | প্রাথমিক পর্ব | হিট | সেমি-ফাইনাল | ফাইনাল | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ফলাফল | র্যাঙ্ক | ফলাফল | র্যাঙ্ক | ফলাফল | র্যাঙ্ক | ফলাফল | র্যাঙ্ক | ||
ফাইকা রিয়াজ | মহিলাদের ১০০ মিটার | ১২.৪৯ PB | ২৪ | অগ্রসর হতে পারেননি |
- ফিল্ড ইভেন্ট
ক্রীড়াবিদ | ইভেন্ট | যোগ্যতা-অর্জন পর্ব | চূড়ান্ত পর্যায় | ||
---|---|---|---|---|---|
ফলাফল | র্যাঙ্ক | ফলাফল | র্যাঙ্ক | ||
আরশাদ নাদিম | পুরুষদের বর্শা নিক্ষেপ | ৮৬.৫৯ SB | ৪ Q | ৯২.৯৭ OR |
শুটিং
সম্পাদনাপাকিস্তানি শুটাররা ২০২২ এবং ২০২৩ আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ২০২৩ এবং ২০২৪ এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০২৪ আইএসএসএফ বিশ্ব অলিম্পিক যোগ্যতা টুর্নামেন্টে তাদের ফলাফলের ভিত্তিতে নিম্নলিখিত ইভেন্টগুলির জন্য কোটা স্থান অর্জন করেছিল।[৬][৭][৮]
ক্রীড়াবিদ | ঘটনা | যোগ্যতা | ফাইনাল | ||
---|---|---|---|---|---|
পয়েন্ট | পদমর্যাদা | পয়েন্ট | পদমর্যাদা | ||
গালফাম জোসেফ | পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল | ৫৭১ | ২২ | অগ্রসর হতে পারেননি | |
গোলাম মোস্তফা বশির | পুরুষদের ২৫ মিটার দ্রুত ফায়ার পিস্তল | ৫৮১ | ১৫ | ||
কিশমালা তালাত | মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল | ৫৬৭ | ৩১ | অগ্রসর হতে পারেননি | |
মহিলাদের ২৫ মিটার পিস্তল | ৫৭৯ | ২২ | |||
গালফাম জোসেফ কিশমালা তালাত |
মিশ্র ১০ মিটার এয়ার পিস্তল দল | ৫৭১ | ১৪ | অগ্রসর হতে পারেননি |
সাঁতার
সম্পাদনা২০২৪ সালের প্যারিস অলিম্পিকে অংশ নিতে দুজন সাঁতারু পাঠিয়েছিল পাকিস্তান। তাদের ওয়াইল্ড কার্ড দেওয়া হয়েছিল।[৯]
ক্রীড়াবিদ | ইভেন্ট | হিট | সেমি-ফাইনাল | ফাইনাল | |||
---|---|---|---|---|---|---|---|
সময় | র্যাঙ্ক | সময় | র্যাঙ্ক | সময় | |||
মুহাম্মদ আহমেদ দুররানি | পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইল | ১:৫৮.৬৭ | ২৫ | অগ্রসর হতে পারেননি | |||
জাহানারা নবী | মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল | ২:১০.৬৯ | ২৬ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Paris Olympics: Arshad Nadeem secures historic gold for Pakistan in Javelin Throw"। MOIB (ইংরেজি ভাষায়)। ৯ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২৪।
- ↑ "Seven athletes, 11 officials in Pakistan's Olympic contingent"। DAWN (ইংরেজি ভাষায়)। ১৪ জুলাই ২০২৪।
- ↑ "Athletics at Paris 2024: The entry standards"। International Olympic Committee। ২০ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২২।
- ↑ Siddique, Imran (২৫ আগস্ট ২০২৩)। "Javelin star Arshad Nadeem qualifies for Paris Olympics, World Athletics Championships final"। Dawn News। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২৩।
- ↑ Zeb Safi, Alam। "Faiqa to represent Pakistan on wild card in Paris"। The News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৪।
- ↑ "Quota Places by Nation and Number"। issf-sports.org/। ISSF। ১ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২২।
- ↑ Raheel, Natasha (১৫ অক্টোবর ২০২২)। "Pakistan shooter Gulfam qualifies for 2024 Paris Olympics"। Karachi, Pakistan: The Express Tribune। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২৩।
- ↑ Raheel, Natasha (২৫ অক্টোবর ২০২২)। "2024 Paris Olympics: Shooter Bashir earns direct entry"। Karachi, Pakistan: The Express Tribune। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২৩।
- ↑ "Durrani, Jehanara to feature in Olympics on wild card"। The News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২৪।