পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন

পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন (উর্দু: پاکستان اولمپک ایسوسی ایشن‎‎, সংক্ষেপে: POA) হল পাকিস্তানের জাতীয় অলিম্পিক কমিটি। এটি ১৯৪৮ সালে নতুন স্বাধীন রাষ্ট্র হিসেবে অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য গঠিত হয়েছিল। পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ নতুন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এবং আহমেদ ই.এইচ. জাফর এর প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন
পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন logo
দেশ/অঞ্চল পাকিস্তান
কোডPAK
প্রতিষ্ঠিত১৯৪৮
স্বীকৃত১৯৪৮
মহাদেশীয়
সংস্থা
ওসিএ
সদর দপ্তরলাহোর, পাকিস্তান
সভাপতিসৈয়দ আরিফ হাসান
মহাসচিবমুহাম্মদ খালিদ মাহমুদ
ওয়েবসাইটwww.nocpakistan.org

স্বীকৃতি

সম্পাদনা

১৯৪৭ সালের ১৪ আগস্ট ব্রিটিশ রাজ থেকে দেশের স্বাধীনতার পর, দেশের মধ্যে ক্রীড়া সংস্কৃতি উন্নীত করার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং এর জন্য আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক অংশগ্রহণ এবং স্বীকৃতি নিশ্চিত করা প্রয়োজনীয় ছিল। এই ক্ষেত্রে, পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন ১৯৪৮ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অনুমোদন লাভ করে। পরবর্তীকালে, এটি জাতীয় অলিম্পিক কমিটিগুলির সংঘ (এএনওসি) এবং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (ওসিএ) এর সদস্যও হয়ে ওঠে।

সভাপতি

সম্পাদনা
ক্র.নং. নাম মেয়াদ
১. আহমেদ ই এইচ জাফর ২৫ ফেব্রুয়ারি ১৯৪৯ – ২৭ ফেব্রুয়ারি ১৯৫০
২. মালিক গোলাম মোহাম্মদ ২৭ ফেব্রুয়ারি ১৯৫০ – ৫ নভেম্বর ১৯৫২
৩. সরদার আব্দুর রব নিশতার ৫ নভেম্বর ১৯৫১ – ২১ আগস্ট ১৯৫৬
৪. চৌধুরী মোহাম্মদ আলী ২১ আগস্ট ১৯৫৫ – সেপ্টেম্বর ১৯৫৬
৫. হোসেন শহীদ সোহরাওয়ার্দী সেপ্টেম্বর ১৯৫৬ – ৬ মার্চ ১৯৫৮
৬. ফিরোজ খান নুন ১৬ মার্চ ১৯৫৮ – ১৬ নভেম্বর ১৯৫৮
৭. মুহাম্মদ আজম খান ১৬ নভেম্বর ১৯৫৮ – ২২ সেপ্টেম্বর ১৯৬৩
৮. রানা আব্দুল হামিদ খান ২২ সেপ্টেম্বর ১৯৬৩ – ৩ এপ্রিল ১৯৭২
৯. মালিক মেরাজ খালিদ ৩ এপ্রিল ১৯৭২ – নভেম্বর ১৯৭৭
১০. সৈয়দ ওয়াজিদ আলী ৩ মার্চ ১৯৭৮ – ১১ মার্চ ২০০৫
১১. সৈয়দ আরিফ হাসান[] ১১ মার্চ ২০০৪ – বর্তমান

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. National Olympic Committee's Ada Jaffery nominated for prestigious awards Dawn (newspaper), Published 3 October 2018, Retrieved 26 May 2019