২০২৩ এএফসি মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ
২০২৩ এএফসি মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ (বা ২০২৩ এএফসি মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ – আমন্ত্রণমূলক টুর্নামেন্ট) হল এএফসি মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার ৪র্থ সংস্করণ এবং এই শিরোনামের শেষ সংস্করণ। এটিই তৎকালীন এশিয়ার প্রিমিয়ার ক্লাব মহিলাদের ফুটবল টুর্নামেন্ট। এটি আয়োজন করেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।[১][২][৩]
বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | থাইল্যান্ড (গ্রুপ এ) উজবেকিস্তান (গ্রুপ বি) জাপান (ফাইনাল ম্যাচ) |
শহর | ৩ |
তারিখ | গ্রুপ পর্ব: ৬–১২ নভেম্বর ২০২৩ ফাইনাল: ২০২৪ |
দল | ৮ (৮টি অ্যাসোসিয়েশন থেকে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | উরাওয়া রেড ডায়মন্ডস (১ম শিরোপা) |
রানার-আপ | হুন্দাই রেড অ্যাঞ্জেলস |
পরিসংখ্যান | |
ম্যাচ | ১৩ |
গোল সংখ্যা | ৫৩ (ম্যাচ প্রতি ৪.০৮টি) |
দর্শক সংখ্যা | ৪৭৪ (ম্যাচ প্রতি ৩৬ জন) |
শীর্ষ গোলদাতা | কিকো সেইকে (৭টি গোল) |
প্রথমে ফাইনাল খেলাটি সূচিভুক্ত করা হলেও, সেটা শেষে বাতিল করা হয়।[৪]
দল
সম্পাদনা
|
|
গ্রুপ পর্বের জন্য ড্র
সম্পাদনাপাত্র ১ | পাত্র ২ | পাত্র ৩ | পাত্র ৪ |
---|---|---|---|
ব্যাংকক এফসি (আয়োজক) |
গ্রুপ পর্ব
সম্পাদনা৬ থেকে ১২ নভেম্বর ২০২৩ তারিখে গ্রুপ পর্বের খেলাগুলি সংঘটিত হয়েছিল। চারটি দলের দুটি গ্রুপ গঠন করা হয়েছিল। প্রতিটি দল একক রাউন্ড-রবিনে অংশ নিয়েছিল।[৫]
গ্রুপ এ
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | উরাওয়া রেড ডায়মন্ডস | ৩ | ৩ | ০ | ০ | ২০ | ১ | +১৯ | ৯ | ফাইনালে উত্তীর্ণ |
২ | গোকুলাম কেরালা | ৩ | ১ | ১ | ১ | ৫ | ১২ | −৭ | ৪ | |
৩ | ব্যাংকক এফসি (H) | ৩ | ১ | ০ | ২ | ৬ | ১০ | −৪ | ৩ | |
৪ | হুয়ালিয়েন | ৩ | ০ | ১ | ২ | ১ | ৯ | −৮ | ১ |
হুয়ালিয়েন | ০–২ | ব্যাংকক এফসি |
---|---|---|
প্রতিবেদন |
|
গোকুলাম কেরালা | ১–১ | হুয়ালিয়েন |
---|---|---|
কুমারী ১৯' | প্রতিবেদন | লিন জিং-জুয়ান ৪২' |
ব্যাংকক এফসি | ৩–৪ | গোকুলাম কেরালা |
---|---|---|
প্রতিবেদন |
|
গ্রুপ বি
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | হুন্দাই স্টিল রেড অ্যাঞ্জেলস | ৩ | ৩ | ০ | ০ | ৭ | ১ | +৬ | ৯ | ফাইনালে উত্তীর্ণ |
২ | সিডনি এফসি | ৩ | ২ | ০ | ১ | ৫ | ৪ | +১ | ৬ | |
৩ | এফসি নাসাফ (H) | ৩ | ০ | ১ | ২ | ৩ | ৬ | −৩ | ১ | |
৪ | বাম খাতুন এফসি | ৩ | ০ | ১ | ২ | ৩ | ৭ | −৪ | ১ |
হুন্দাই স্টিল | ২–০ | এফসি নাসাফ |
---|---|---|
|
প্রতিবেদন |
বাম খাতুন | ১–২ | হুন্দাই স্টিল |
---|---|---|
|
প্রতিবেদন |
|
এফসি নাসাফ | ১–২ | সিডনি এফসি |
---|---|---|
কুদ্রাতোভা ৯০' | প্রতিবেদন | ওয়ার্টস ৩৩', ৫৭' |
এফসি নাসাফ | ২–২ | বাম খাতুন |
---|---|---|
|
প্রতিবেদন |
ফাইনাল
সম্পাদনাপরিসংখ্যান
সম্পাদনা- ১০ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
অব. | খেলোয়াড় | ক্লাব | গোল |
---|---|---|---|
১ | কিকো সেইকে | উরাওয়া রেড ডায়মন্ডস | ৭ |
২ | মিকি ইতো | উরাওয়া রেড ডায়মন্ডস | ৪ |
ফিওনা ওয়ার্টস | সিডনি এফসি | ||
কান্যানাৎ চেত্থাবুত্র | ব্যাংকক এফসি | ||
মেই শিমাদা | উরাওয়া রেড ডায়মন্ডস | ||
৬ | ভেরোনিকা অ্যাপ্পিয়াহ | গোকুলাম কেরালা | ৩ |
৭ | কোজুয়ে আন্ডো | উরাওয়া রেড ডায়মন্ডস | ২ |
নামগুং ইয়ে-জি | হুন্দাই স্টিল রেড অ্যাঞ্জেলস | ||
লিউদমিলা কারাচিক | এফসি নাসাফ | ||
১০ | বহু খেলোয়াড় | ১ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Asia's best women's teams poised for AFC Women's Club Championship return"। the-afc.com। ১ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Gokulam Kerala to play AFC Women's Club Championship 2023"। ESPN.com। ১২ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২৩।
- ↑ "AFC women's Champions League set to launch in 2023"। smartseries.sportspromedia.com। ১৯ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২৩।
- ↑ AFC
- ↑ "Draw sets stage for thrilling action"। the-AFC। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৩।