২০২৩ এএফসি মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ

২০২৩ এএফসি মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ (বা ২০২৩ এএফসি মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ – আমন্ত্রণমূলক টুর্নামেন্ট) হল এএফসি মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার ৪র্থ সংস্করণ এবং এই শিরোনামের শেষ সংস্করণ। এটিই তৎকালীন এশিয়ার প্রিমিয়ার ক্লাব মহিলাদের ফুটবল টুর্নামেন্ট। এটি আয়োজন করেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।[][][]

২০২৩ এএফসি মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ
বিবরণ
স্বাগতিক দেশ থাইল্যান্ড (গ্রুপ এ)
 উজবেকিস্তান (গ্রুপ বি)
 জাপান (ফাইনাল ম্যাচ)
শহর
তারিখগ্রুপ পর্ব: ৬–১২ নভেম্বর ২০২৩
ফাইনাল: ২০২৪
দল৮ (৮টি অ্যাসোসিয়েশন থেকে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নজাপান উরাওয়া রেড ডায়মন্ডস (১ম শিরোপা)
রানার-আপদক্ষিণ কোরিয়া হুন্দাই রেড অ্যাঞ্জেলস
পরিসংখ্যান
ম্যাচ১৩
গোল সংখ্যা৫৩ (ম্যাচ প্রতি ৪.০৮টি)
দর্শক সংখ্যা৪৭৪ (ম্যাচ প্রতি ৩৬ জন)
শীর্ষ গোলদাতাকিকো সেইকে (৭টি গোল)
২০২৪–২৫
(এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগ) →
সর্বশেষ হালনাগাদ: ১৬ মে ২০২৪

প্রথমে ফাইনাল খেলাটি সূচিভুক্ত করা হলেও, সেটা শেষে বাতিল করা হয়।[]

গ্রুপ পর্বের জন্য ড্র

সম্পাদনা
পাত্র ১ পাত্র ২ পাত্র ৩ পাত্র ৪

  উরাওয়া রেড ডায়মন্ডস
  সিডনি এফসি

  হুন্দাই স্টিল রেড অ্যাঞ্জেলস
  হুয়ালিয়েন

  ব্যাংকক এফসি (আয়োজক)
  এফসি নাসাফ (আয়োজক)

  গোকুলাম কেরালা
  বাম খাতুন

গ্রুপ পর্ব

সম্পাদনা

৬ থেকে ১২ নভেম্বর ২০২৩ তারিখে গ্রুপ পর্বের খেলাগুলি সংঘটিত হয়েছিল। চারটি দলের দুটি গ্রুপ গঠন করা হয়েছিল। প্রতিটি দল একক রাউন্ড-রবিনে অংশ নিয়েছিল।[]

গ্রুপ এ

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  উরাওয়া রেড ডায়মন্ডস ২০ +১৯ ফাইনালে উত্তীর্ণ
  গোকুলাম কেরালা ১২ −৭
  ব্যাংকক এফসি (H) ১০ −৪
  হুয়ালিয়েন −৮
উৎস: এএফসি
(H) স্বাগতিক।
উরাওয়া রেড ডায়মন্ডস  ৮–০  গোকুলাম কেরালা
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ১০০
রেফারি:   ইউ হং
হুয়ালিয়েন  ০–২  ব্যাংকক এফসি
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ২০৯
রেফারি:   লে থি লি

গোকুলাম কেরালা  ১–১  হুয়ালিয়েন
কুমারী   ১৯' প্রতিবেদন লিন জিং-জুয়ান   ৪২'
দর্শক সংখ্যা: ১৪৭
রেফারি:   রেবেকা ডুরকাউ
ব্যাংকক এফসি  ১–৬  উরাওয়া রেড ডায়মন্ডস
কান্যানাৎ   ৮৭' প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৫০০
রেফারি:   মাহনাজ জোকাই

গ্রুপ বি

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  হুন্দাই স্টিল রেড অ্যাঞ্জেলস +৬ ফাইনালে উত্তীর্ণ
  সিডনি এফসি +১
  এফসি নাসাফ (H) −৩
  বাম খাতুন এফসি −৪
উৎস: এএফসি
(H) স্বাগতিক।
সিডনি এফসি  ৩–০  বাম খাতুন
প্রতিবেদন
হুন্দাই স্টিল  ২–০  এফসি নাসাফ
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ১১৫
রেফারি:   ভেরোনিকা বার্নাৎসকায়া

বাম খাতুন  ১–২  হুন্দাই স্টিল
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৪৮
রেফারি:   আসাকা কোইজুমি
এফসি নাসাফ  ১–২  সিডনি এফসি
কুদ্রাতোভা   ৯০' প্রতিবেদন ওয়ার্টস   ৩৩'৫৭'
দর্শক সংখ্যা: ৮৫
রেফারি:   পাঁসা চাইসানিৎ

সিডনি এফসি  ০–৩  হুন্দাই স্টিল
প্রতিবেদন
রেফারি:   রহমানোভা দিলশোদা
এফসি নাসাফ  ২–২  বাম খাতুন
প্রতিবেদন
রেফারি:   নুয়ান্নিদ দংজাংগ্রিড

ফাইনাল

সম্পাদনা
উরাওয়া রেড ডায়মন্ডস  ২–১  হুন্দাই রেড অ্যাঞ্জেলস
দর্শক সংখ্যা: ৫,২৭১
রেফারি:   ডং ফাংইউ

পরিসংখ্যান

সম্পাদনা
১০ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
অব. খেলোয়াড় ক্লাব গোল
  কিকো সেইকে   উরাওয়া রেড ডায়মন্ডস
  মিকি ইতো   উরাওয়া রেড ডায়মন্ডস
  ফিওনা ওয়ার্টস   সিডনি এফসি
  কান্যানাৎ চেত্থাবুত্র   ব্যাংকক এফসি
  মেই শিমাদা   উরাওয়া রেড ডায়মন্ডস
  ভেরোনিকা অ্যাপ্পিয়াহ   গোকুলাম কেরালা
  কোজুয়ে আন্ডো   উরাওয়া রেড ডায়মন্ডস
  নামগুং ইয়ে-জি   হুন্দাই স্টিল রেড অ্যাঞ্জেলস
  লিউদমিলা কারাচিক   এফসি নাসাফ
১০ বহু খেলোয়াড়

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Asia's best women's teams poised for AFC Women's Club Championship return"the-afc.com। ১ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৩ 
  2. "Gokulam Kerala to play AFC Women's Club Championship 2023"ESPN.com। ১২ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২৩ 
  3. "AFC women's Champions League set to launch in 2023"smartseries.sportspromedia.com। ১৯ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২৩ 
  4. AFC
  5. "Draw sets stage for thrilling action"the-AFC। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা