কিরগিজ ফুটবল ফেডারেশন

কিরগিজ ফুটবল ফেডারেশন (কিরগিজ: Кыргыз Республикасынын футбол федерациясы, ইংরেজি: Football Federation of the Kyrgyz Republic; এছাড়াও সংক্ষেপে এফএফকেআর নামে পরিচিত) হচ্ছে কিরগিজস্তানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অবস্থিত।

কিরগিজ ফুটবল ফেডারেশন
এএফসি
প্রতিষ্ঠিত১৯৯২; ৩২ বছর আগে (1992)[]
সদর দপ্তরবিশকেক, কিরগিজস্তান
ফিফা অধিভুক্তি১৯৯৪[]
এএফসি অধিভুক্তি
  • ১৯৯৩ (সহযোগী সদস্য)[]
  • ১৯৯৪
সভাপতিকিরগিজস্তান কানাত মামাতভ
সহ-সভাপতি
  • কিরগিজস্তান দাস্তানবেক কনকবায়েভ
  • কিরগিজস্তান ওমুরবেক কুতুয়েভ
  • কিরগিজস্তান আকসার সালিম্বেকভ
ওয়েবসাইটkfu.kg

এই সংস্থাটি কিরগিজস্তানের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে কিরগিজ প্রিমিয়ার লীগ, কিরগিজস্তান কাপ এবং কিরগিজস্তান সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে কিরগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন কানাত মামাতভ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মেদেরবেক সিদিকভ।

কর্মকর্তা

সম্পাদনা
২৪ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি কানাত মামাতভ
সহ-সভাপতি দাস্তানবেক কনকবায়েভ
ওমুরবেক কুতুয়েভ
আকসার সালিম্বেকভ
সাধারণ সম্পাদক মেদেরবেক সিদিকভ
কোষাধ্যক্ষ আইনুর কুলঝায়েভা
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক নাটালিয়া উগ্রিউমোভা
প্রযুক্তিগত পরিচালক আনারবেক ওরমোম্বেকভ
ফুটসাল সমন্বয়কারী আমিরঝান মুকানভ
জাতীয় দলের কোচ (পুরুষ) আলেক্সান্ডার ক্রেস্টিনিন
জাতীয় দলের কোচ (নারী) ভালেরি বেরেজোভস্কি
রেফারি সমন্বয়কারী এমল বুসুরমাঙ্কুলভ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০ 
  2. "AFC membership reaches 44"New Straits Times (Google News Archive)। ৩০ এপ্রিল ১৯৯৩। 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:কিরগিজস্তান-এ ফুটবল টেমপ্লেট:কিরগিজ ফুটবল ফেডারেশন