২০২২ পাকিস্তান ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

পাকিস্তান পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুলাই মাসে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে।[] সিরিজটি ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[][] ২০২২ সালের এপ্রিল মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সফরটিতে অংশগ্রহণ করার কথা নিশ্চিত করে।[][] প্রাথমিকভাবে সফরের অংশ হিসেবে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলা হওয়ার কথা থাকলেও পরবর্তীতে ম্যাচগুলো সূচি থেকে বাদ দেয়া হয়।[][] ২০২২ সালের জুন মাসে সফরের সূচি নিশ্চিত করা হয়।[][] ২০২২ সালের ১৭ জুলাই শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) দ্বিতীয় টেস্ট ম্যাচটির আয়োজনস্থল হিসেবে কলম্বোর পরিবর্তে গাল্লের নাম ঘোষণা করে।[১০]

২০২২ পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
 
  শ্রীলঙ্কা পাকিস্তান
তারিখ ১৬ জুলাই ২০২২ – ২৮ জুলাই ২০২২
অধিনায়ক দিমুথ করুণারত্নে বাবর আজম
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র
সর্বাধিক রান দিনেশ চান্দিমাল (২৭১) বাবর আজম (২৭১)
সর্বাধিক উইকেট প্রভাত জয়াসুরিয়া (১৭) মোহাম্মদ নওয়াজ (১০)
সিরিজ সেরা খেলোয়াড় প্রভাত জয়াসুরিয়া (শ্রীলঙ্কা)

সিরিজটি ১–১ ব্যবধানে ড্র হয়।[১১]

দলীয় সদস্য

সম্পাদনা
  শ্রীলঙ্কা[১২]   পাকিস্তান[১৩]

প্রথম টেস্ট খেলার সময় মহেশ তীক্ষণ আঙুলে চোট পাওয়ায় দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য তাঁর পরিবর্তে লক্ষিত মনসিংহকে শ্রীলঙ্কা দলে যুক্ত করা হয়।[১৪] একই ম্যাচে হাঁটুতে চোট পেয়ে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিও দ্বিতীয় টেস্টে ম্যাচের আগে দল থেকে ছিটকে যান।[১৫]

প্রস্তুতিমূলক ম্যাচ

সম্পাদনা
১১–১৩ জুলাই ২০২২
স্কোরকার্ড
  শ্রীলঙ্কা ক্রিকেট একাদশ
৩২৩ (১০০ ওভার)
বাবর আজম ৮৮ (১১৩)
লক্ষিত মনসিংহ ৪/৮৫ (২৪ ওভার)
৩৭৫/৮ঘো (৯৯ ওভার)
সদীর সমরবিক্রম ৯১ (৯৯)
মোহাম্মদ নওয়াজ ২/২৪ (১০ ওভার)
১৭৮/২ (৫০ ওভার)
আবদুল্লাহ শফিক ৬৩ (১১১)
লক্ষিত মনসিংহ ১/৫০ (১৩ ওভার)
খেলা ড্র
কোল্টস ক্রিকেট ক্লাব মাঠ, কলম্বো
আম্পায়ার: কীর্তি বণ্ডারা (শ্রীলঙ্কা) ও দীপল গুণবর্ধনে (শ্রীলঙ্কা)

  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

টেস্ট সিরিজ

সম্পাদনা

১ম টেস্ট

সম্পাদনা
১৬–২০ জুলাই ২০২২
স্কোরকার্ড
২২২ (৬৬.১ ওভার)
দিনেশ চান্ডিমাল ৭৬ (১১৫)
শাহীন আফ্রিদি ৪/৫৮ (১৪.১ ওভার)
২১৮ (৯০.৫ ওভার)
বাবর আজম ১১৯ (২৪৪)
প্রভাত জয়াসুরিয়া ৫/৮২ (৩৯ ওভার)
৩৩৭ (১০০ ওভার)
দিনেশ চান্ডিমাল ৯৪* (১৩৯)
মোহাম্মদ নওয়াজ ৫/৮৮ (২৮ ওভার)
৩৪৪/৬ (১২৭.২ ওভার)
আবদুল্লাহ শফিক ১৬০* (৪০৮)
প্রভাত জয়াসুরিয়া ৪/১৩৫ (৫৬.২ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সালমান আলি আগা (পাকিস্তান)-এর টেস্ট অভিষেক হয়।
  • মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১৬]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: পাকিস্তান ১২, শ্রীলঙ্কা ০।

২য় টেস্ট

সম্পাদনা
২৪–২৮ জুলাই ২০২২
স্কোরকার্ড
৩৭৮ (১০৩ ওভার)
দিনেশ চান্দিমাল ৮০ (১৩৭)
নাসিম শাহ ৩/৫৮ (১৮ ওভার)
২৩১ (৮৮.১ ওভার)
সালমান আলী আগা ৬২ (১২৬)
রমেশ মেন্ডিস ৫/৪৭ (২১.১ ওভার)
৩৬০/৮ঘো (৯১.৫ ওভার)
ধনঞ্জয় ডি সিলভা ১০৯ (১৭১)
নাসিম শাহ ২/৪৪ (১২.৫ ওভার)
২৬১ (৭৭ ওভার)
বাবর আজম ৮১ (১৪৬)
প্রভাত জয়াসুরিয়া ৫/১১৭ (৩২ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তৃতীয় ও চতুর্থ দিনে আলোকস্বল্পতার কারণে যথাক্রমে ১৯ ওভার ও ২৬ ওভার খেলা সম্ভব হয়নি।
  • দুনিথ ভেল্লালাগে (শ্রীলঙ্কা)-এর টেস্ট অভিষেক হয়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: শ্রীলঙ্কা ১২, পাকিস্তান ০।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Men's Future Tour Programme" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯ 
  2. "Takeaways: Are Pakistan dark horses for the 2023 World Test Championship?"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২১ 
  3. "The SLC announces Sri Lanka's Cricketing Calendar for the year 2022"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২২ 
  4. "England, New Zealand set to tour Pakistan in November-December"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২ 
  5. "Pakistan announce busy 12 months for national sides"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২ 
  6. "Pakistan to play only two tests in Sri Lanka as ODIs scrapped from tour"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২২ 
  7. "ODIs scrapped from Pakistan's tour of Sri Lanka in July 2022"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২২ 
  8. "Pakistan to tour Sri Lanka for two Tests in July"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২২ 
  9. "Sri Lanka confirm itinerary for World Test Championship series against Pakistan"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২২ 
  10. "2nd Test venue shift | Pakistan Tour of Sri Lanka 2022"শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২২ 
  11. "Jayasuriya, Mendis rattle Pakistan as Sri Lanka level series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২২ 
  12. "Sri Lanka name squad for Pakistan Test series"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২২ 
  13. "Yasir Shah returns for Sri Lanka Tests"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ জুন ২০২২ 
  14. "Nissanka returns, Manasinghe replaces injured Theekshana for the second Test"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২২ 
  15. "Knee injury rules Pakistan's Shaheen Shah Afridi out of second Test against Sri Lanka"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২২ 
  16. "Fifties from Oshada Fernando, Kusal Mendis and Dinesh Chandimal put Sri Lanka in command"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা