২০২২ ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল

২০২২ ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল হল ২০২১-২২ ইন্ডিয়ান সুপার লিগ মৌসুমের ফাইনাল খেলা, যা ইন্ডিয়ান সুপার লিগের অষ্টম ফাইনাল। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে এটি ২০ মার্চ ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে দু'বছরে প্রথমবার দর্শকাসনে দর্শকেরা সশরীরে উপস্থিত হয়েছেন।[] এই মৌসুমের বাকি ম্যাচগুলি কোভিড-১৯ মহামারীর জন্য দর্শকশূন্য অবস্থায় খেলা হয়েছিল।

২০২২ ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল
প্রতিযোগিতা২০২১-২২ ইন্ডিয়ান সুপার লিগ মৌসুম
হায়দ্রাবাদ এফসি ৩–১ (পে.)তে জয়ী
তারিখ২০ মার্চ ২০২২
ম্যাচসেরাভারত লক্ষ্মীকান্ত কাট্টিমনি (হায়দ্রাবাদ)
রেফারিভারত ক্রিস্টাল জন
দর্শক সংখ্যা১১,৫০০

পটভূমি

সম্পাদনা

কেরল ব্লাস্টার্স এফসি শীর্ষস্থানাধিকারী জামশেদপুর এফসিকে ২–১ গোলে সেমি-ফাইনাল ১-এ হারিয়ে ৫ মৌসুম পর প্রথম ফাইনালে অংশগ্রহণ করে।[] এই মৌসুমটি তাদের কোচ ইভান ভুকোমানোভিচের প্রথম আইএসএল মৌসুম।

কেরালা ব্লাস্টার্স১–১হায়দ্রাবাদ
রাহুল কেপি   ৬৮' আইএসএল তাভোরা   ৮৮'
পেনাল্টি
৩–১
দর্শক সংখ্যা: ১১,৫০০
রেফারি:   ক্রিস্টাল জন
 
 
 
 
 
 
 
 
 
 
হায়দ্রাবাদ
 
 
 
 
 
 
 
 
 
 
কেরল ব্লাস্টার্স

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ISL set to allow crowds for the first time in two years"স্পোর্টস্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২ 
  2. "Kerala Blasters FC 1-1 Jamshedpur FC (agg: 2-1): Ivan Vukomanovic's men reach final after hard-fought draw"ইন্ডিয়ান সুপার লিগ। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা