মারগাও
মারগাও (ইংরেজি: Margao) ভারতের গোয়া রাজ্যের দক্ষিণ গোয়া জেলার একটি শহর।
মারগাও | |
---|---|
শহর | |
গোয়া, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ১৫°১৬′২৫″ উত্তর ৭৩°৫৭′২৯″ পূর্ব / ১৫.২৭৩৬১° উত্তর ৭৩.৯৫৮০৬° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | গোয়া |
জেলা | দক্ষিণ গোয়া |
আয়তন | |
• মোট | ১৬.১০ বর্গকিমি (৬.২২ বর্গমাইল) |
উচ্চতা | ১০ মিটার (৩০ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৮৭,৬৫০ |
• জনঘনত্ব | ৫,৪০০/বর্গকিমি (১৪,০০০/বর্গমাইল) |
ভাষা | |
• সরকারি | কোঙ্কানি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিন | ৪০৩ ৬০১-২ |
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে মারগাও শহরের জনসংখ্যা হল ৭৮,৩৯৩ জন।[১] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।
এখানে সাক্ষরতার হার ৭৬%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭৯% এবং নারীদের মধ্যে এই হার ৭৩%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে মারগাও এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।
খেলাধুলা
সম্পাদনাফতোরদা স্টেডিয়াম এই শহরের তথা রাজ্যের প্রধান স্টেডিয়াম। মূলত ফুটবল খেলার জন্য এটি ব্যবহার করা হয়।
যোগাযোগ
সম্পাদনারেল
সম্পাদনামাড়গাওঁ জংশন রেলওয়ে স্টেশন শহরের প্রধান রেলওয়ে স্টেশন।
সড়কপথ
সম্পাদনা৬৬ নং জাতীয় সড়ক পানভেল থেকে শুরু হয়ে এ শহর ছুঁয়ে সুদূর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ অক্টোবর ৬, ২০০৬।