২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ফাইনাল

২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ফাইনাল ছিল একটি দিবারাত্রির টোয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ যেটি ২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ টুর্নামেন্টের বিজয়ী দল নির্ধারণের লক্ষ্যে ২০২২ সালের ১৩ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্ন-এ অবস্থিত মেলবোর্ন ক্রিকেট মাঠে খেলা হয়েছিল।[] ম্যাচটি খেলা হয়েছিল ইংল্যান্ডপাকিস্তানের মধ্যে।[] উভয় দলের জন্যই এ ম্যাচটি ছিল টুর্নামেন্টে দ্বিতীয়বার শিরোপা জেতার সুযোগ।[] ম্যাচটিতে ইংল্যান্ড ৫ উইকেটে জয়লাভ করে।[] এর আগে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালেও ইংল্যান্ড জয়ী হওয়ায় এ জয়ের মাধ্যমে ইংল্যান্ড পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দল হিসেবে একই সাথে ৫০ ওভারের বিশ্বকাপ২০ ওভারের বিশ্বকাপের শিরোপাধারী হওয়ার কৃতিত্ব অর্জন করে।[]

২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ফাইনাল
ম্যাচের আয়োজনস্থল মেলবোর্ন ক্রিকেট মাঠের চিত্র
প্রতিযোগিতা২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ
পাকিস্তান ইংল্যান্ড
১৩৭/৮ ১৩৮/৫
২০ ওভার ১৯ ওভার
ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী
তারিখ১৩ নভেম্বর ২০২২
মাঠমেলবোর্ন ক্রিকেট মাঠ, মেলবোর্ন
ম্যাচসেরাস্যাম কারান (ইংল্যান্ড)
আম্পায়ারকুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা; মাঠের আম্পায়ার)
মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা; মাঠের আম্পায়ার)
ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড; টেলিভিশন আম্পায়ার)
পল রাইফেল (অস্ট্রেলিয়া; রিজার্ভ আম্পায়ার)
উপস্থিত দর্শক৮০৪৬২[]

ফাইনালের পথ

সম্পাদনা
  পাকিস্তান[] পর্ব   ইংল্যান্ড[]
প্রতিপক্ষ ফল সুপার ১২ প্রতিপক্ষ ফল
  ভারত ভারত ৪ উইকেটে জয়ী ম্যাচ ১   আফগানিস্তান ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী
  জিম্বাবুয়ে জিম্বাবুয়ে ১ রানে জয়ী ম্যাচ ২   আয়ারল্যান্ড আয়ারল্যান্ড ৫ রানে জয়ী (ডিএলএস)
  নেদারল্যান্ডস পাকিস্তান ৬ উইকেটে জয়ী ম্যাচ ৩   অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত
  দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ৩৩ রানে জয়ী (ডিএলএস) ম্যাচ ৪   নিউজিল্যান্ড ইংল্যান্ড ২০ রানে জয়ী
  বাংলাদেশ পাকিস্তান ৫ উইকেটে জয়ী ম্যাচ ৫   শ্রীলঙ্কা ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী
সুপার ১২ গ্রুপ ২-এ ২য় স্থান
অব দল ম্যাচ হা ফ.হ. পয়েন্ট নে.রা.রে. যোগ্যতা
  পাকিস্তান +১.০২৮ সেমিফাইনাল ১-এ উত্তীর্ণ
গ্রুপে সর্বশেষ অবস্থান সুপার ১২ গ্রুপ ১-এ ২য় স্থান
অব দল ম্যাচ হা ফ.হ. পয়েন্ট নে.রা.রে. যোগ্যতা
  ইংল্যান্ড +০.৪৭৩ সেমিফাইনাল ২-এ উত্তীর্ণ
সেমিফাইনাল ১ নকআউট সেমিফাইনাল ২
প্রতিপক্ষ ফল প্রতিপক্ষ ফল
  নিউজিল্যান্ড পাকিস্তান ৭ উইকেটে জয়ী   ভারত ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী

ম্যাচের বিবরণ

সম্পাদনা
১৩ নভেম্বর ২০২২
১৯:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাকিস্তান  
১৩৭/৮ (২০ ওভার)
  ইংল্যান্ড
১৩৮/৫ (১৯ ওভার)
শান মাসুদ ৩৮ (২৮)
স্যাম কারান ৩/১২ (৪ ওভার)
বেন স্টোকস ৫২* (৪৯)
হারিস রউফ ২/২৩ (৪ ওভার)
ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী
মেলবোর্ন ক্রিকেট মাঠ, মেলবোর্ন
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্যাম কারান (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তা

সম্পাদনা

উৎস: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল

স্কোরকার্ড

সম্পাদনা
ফাইনালের স্কোরকার্ড
১ম ইনিংস
  পাকিস্তান ব্যাটিং[]
খেলোয়াড় অবস্থা রান বল স্ট্রাইক রেট
মোহাম্মদ রিজওয়ান বো স্যাম কারান ১৫ ১৪ ১০৭.১৪
বাবর আজম ক ও বো আদিল রশিদ ৩২ ২৮ ১১৪.২৮
মোহাম্মদ হারিস বেন স্টোকস বো আদিল রশিদ ১২ ৬৬.৬৬
শান মাসুদ লিয়াম লিভিংস্টোন বো স্যাম কারান ৩৮ ২৮ ১৩৫.৭১
ইফতিখার আহমেদ জস বাটলার বো বেন স্টোকস ০.০০
শাদাব খান ক্রিস ওকস বো ক্রিস জর্ডান ২০ ১৪ ১৪২.৮৫
মোহাম্মদ নওয়াজ লিয়াম লিভিংস্টোন বো স্যাম কারান ৭১.৪২
মোহাম্মদ ওয়াসিম লিয়াম লিভিংস্টোন বো ক্রিস জর্ডান ৫০.০০
শাহিন শাহ আফ্রিদি অপরাজিত ১৬৬.৬৬
হারিস রউফ অপরাজিত ১০০.০০
নাসিম শাহ ব্যাট করেননি
অতিরিক্ত (বাই ১, লেগ বাই ১, নো বল ১, ওয়াইড ৬)
মোট (৮ উইকেট; ২০ ওভার) ১৩৭

উইকেট পতন: ১/২৯ (মোহাম্মদ রিজওয়ান, ৪.২ ওভার), ২/৪৫ (মোহাম্মদ হারিস, ৭.১ ওভার), ৩/৮৪ (বাবর আজম, ১১.১ ওভার), ৪/৮৫ (ইফতিখার আহমেদ, ১২.২ ওভার), ৫/১২১ (শান মাসুদ, ১৬.৩ ওভার), ৬/১২৩ (শাদাব খান, ১৭.২ ওভার), ৭/১২৯ (মোহাম্মদ নওয়াজ, ১৮.৩ ওভার), ৮/১৩১ (মোহাম্মদ ওয়াসিম, ১৯.৩ ওভার)

  ইংল্যান্ড বোলিং[]
বোলার ওভার মেডেন রান উইকেট ইকোনমি
বেন স্টোকস ৩২ ৮.০০
ক্রিস ওকস ২৬ ৮.৬৬
স্যাম কারান ১২ ৩.০০
আদিল রশিদ ২২ ৫.৫০
ক্রিস জর্ডান ২৭ ৬.৭৫
লিয়াম লিভিংস্টোন ১৬ ১৬.০০
২য় ইনিংস
  ইংল্যান্ড ব্যাটিং[]
খেলোয়াড় অবস্থা রান বল স্ট্রাইক রেট
জস বাটলার মোহাম্মদ রিজওয়ান বো হারিস রউফ ২৬ ১৭ ১৫৩.৯৪
অ্যালেক্স হেলস বো শাহিন শাহ আফ্রিদি ৫০.০০
ফিল সল্ট ইফতিখার আহমেদ বো হারিস রউফ ১০ ১১১.১১
বেন স্টোকস অপরাজিত ৫২ ৪৯ ১০৬.১২
হ্যারি ব্রুক শাহিন শাহ আফ্রিদি বো শাদাব খান ২০ ২৩ ৮৬.৯৫
মঈন আলি বো মোহাম্মদ ওয়াসিম ১৯ ১৩ ১৪৬.১৫
লিয়াম লিভিংস্টোন অপরাজিত ১০০.০০
স্যাম কারান ব্যাট করেননি
ক্রিস ওকস ব্যাট করেননি
ক্রিস জর্ডান ব্যাট করেননি
আদিল রশিদ ব্যাট করেননি
অতিরিক্ত (লেগ বাই ১, ওয়াইড ৮)
মোট (৫ উইকেট; ১৯ ওভার) ১৩৮ ১৪

উইকেট পতন: ১/৭ (অ্যালেক্স হেলস, ০.৬ ওভার), ২/৩২ (ফিল সল্ট, ৩.৩ ওভার), ৩/৪৫ (জস বাটলার, ৫.৩ ওভার), ৪/৮৪ (হ্যারি ব্রুক, ১২.৩ ওভার), ৫/১৩২ (মঈন আলি, ১৮.২ ওভার)

  পাকিস্তান বোলিং[]
বোলার ওভার মেডেন রান উইকেট ইকোনমি
শাহিন শাহ আফ্রিদি ২.১ ১৩ ৬.০০
নাসিম শাহ ৩০ ৭.৫০
হারিস রউফ ২৩ ৫.৭৫
শাদাব খান ২০ ৫.০০
মোহাম্মদ ওয়াসিম ৩৮ ৯.৫০
ইফতিখার আহমেদ ০.৫ ১৩ ১৫.৬০

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "T20 World Cup: Final - England d Pakistan"অস্টেডিয়ামস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২২ 
  2. "Venues confirmed as Australia aim to defend T20 World Cup title at home"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২১ 
  3. "Preview: England's batting arsenal gearing up to take on Pakistan's bowling firepower"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২ 
  4. "T20 World Cup final: England and Pakistan to meet as Jos Buttler allows himself to dream"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২ 
  5. "Stokes the hero as England claim second T20 World Cup title in style"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২২ 
  6. "England script history, become first team to hold both men's ODI and T20 World Cup titles"ওয়ার্ল্ড ইজ ওয়ান নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২২ 
  7. "T20 World Cup Final - All you need to know"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২২ 
  8. "Final (N), Melbourne, November 13, 2022, ICC Men's T20 World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২২