২০২২–২৩ ইন্ডিয়ান সুপার লিগ
২০২২–২৩ ইন্ডিয়ান সুপার লিগ মৌসুম হল ভারতীয় ক্লাব ফুটবলের শীর্ষ লিগ আইএসএলের নবম সংস্করণ। এটিই আইএসএলের প্রথম আসর যা সর্বোচ্চ ডিভিশন হিসেবে এআইএফএফ কর্তৃক স্বীকৃত। ৭ অক্টোবর ২০২২-এ মৌসুমের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ঘরের দল কেরালা ব্লাস্টার্স ও কলকাতার দল ইস্টবেঙ্গলের মধ্যে।
মৌসুম | ২০২২–২৩ |
---|---|
তারিখ | ৭ অক্টোবর ২০২২ – ১৮ মার্চ ২০২৩ |
চ্যাম্পিয়ন | এটিকে মোহনবাগান (১ম শিরোপা) |
শীর্ষ স্থানে | মুম্বই সিটি (২য় শিরোপা) |
মোট খেলা | ১১৭ |
মোট গোলসংখ্যা | ৩৪৫ (ম্যাচ প্রতি ২.৯৫টি) |
শীর্ষ গোলদাতা | দিয়েগো মৌরিসিও ক্লিটন সিলভা দিমিত্রি পেট্রাটোস (সবাই ১২টি গোল করে) |
সেরা গোলরক্ষক | বিশাল কৈথ (১২টি ক্লিন শীট) |
সবচেয়ে বড় হোম জয় | হায়দ্রাবাদ ৬–১ নর্থইস্ট ইউনাইটেড (২৯ ডিসেম্বর ২০২২) |
সর্বোচ্চ স্কোরিং | নর্থইস্ট ইউনাইটেড ৩–৭ চেন্নাইয়িন (১০ ডিসেম্বর ২০২২) |
দীর্ঘতম টানা জয় | ১১টি ম্যাচ মুম্বাই সিটি |
দীর্ঘতম টানা অপরাজিত | ১৮টি ম্যাচ মুম্বাই সিটি |
দীর্ঘতম টানা জয়বিহীন | ১০টি ম্যাচ নর্থইস্ট ইউনাইটেড জামশেদপুর |
দীর্ঘতম টানা পরাজয় | ১২টি ম্যাচ নর্থইস্ট ইউনাইটেড |
সর্বোচ্চ উপস্থিতি | ৬২,৫৪২ এটিকে মোহনবাগান ২–০ ইস্টবেঙ্গল (২৯ অক্টোবর ২০২২) |
সর্বনিম্ন উপস্থিতি | ৩৬১ নর্থইস্ট ইউনাইটেড ২–২ গোয়া (১৫ জানুয়ারি ২০২৩) |
মোট উপস্থিতি | ১৪,৯১,৬১৭ |
গড় উপস্থিতি | ১২,৭৮৯ (২২৪) |
← ২০২১–২২ ২০২৩–২৪ →
সব পরিসংখ্যান ১৮ মার্চ ২০২৩ অনুযায়ী সঠিক। |
জামশেদপুর এফসি আগের মৌসুমের শীর্ষ স্থানাধিকারী বা প্রিমিয়ার্স দল ও হায়দ্রাবাদ এফসি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স।
গত মৌসুম থেকে পরিবর্তন
সম্পাদনা- পুরোনো হোম-অ্যাওয়ে ফরম্যাটে খেলা শুরু হয়।
- প্লে-অফের জন্য চারটির পরিবর্তে ছয়টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। শীর্ষ দুটি ক্লাব সেমিফাইনালের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করে, যখন পরবর্তী চারটি দল সেমিফাইনালের জন্য বাকি দুটি দল নির্ধারণ করতে একটি একক-লেগ ম্যাচ খেলবে। তৃতীয় স্থানে থাকা দলটি ষষ্ঠ র্যাঙ্কের দলের বিপক্ষে খেলবে। একইভাবে, চতুর্থ র্যাঙ্কের দল পঞ্চম র্যাঙ্কের দলের বিরুদ্ধে খেলবে, উচ্চ র্যাঙ্কের দলগুলি ম্যাচটি আয়োজন করবে।[১]
দল
সম্পাদনাপূর্ব মৌসুমের ন্যায় এই আসরেও ১১টি দল অংশ নিয়েছিল।
মানচিত্র
সম্পাদনাস্টেডিয়াম ও অবস্থান
সম্পাদনাক্লাব | রাজ্য/অঞ্চল | শহর | স্টেডিয়াম | ধারণ ক্ষমতা |
---|---|---|---|---|
এটিকে মোহনবাগান | পশ্চিমবঙ্গ | কলকাতা | বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন | ৮৫,০০০ |
ইস্টবেঙ্গল | ||||
বেঙ্গালুরু | কর্ণাটক | বেঙ্গালুরু | শ্রী কান্তিরাভা স্টেডিয়াম | ২৫,৮১০ |
চেন্নাইয়িন | তামিলনাড়ু | চেন্নাই | জওহরলাল নেহেরু স্টেডিয়াম | ৪০,০০০ |
গোয়া | গোয়া | মারগাও | পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়াম | ১৯,০০০ |
হায়দ্রাবাদ | তেলেঙ্গানা | হায়দ্রাবাদ | জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়াম | ৩০,০০০ |
জামশেদপুর | ঝাড়খণ্ড | জামশেদপুর | জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স | ২৪,৪২৪ |
কেরালা ব্লাস্টার্স | কেরালা | কোচি | জওহরলাল নেহেরু স্টেডিয়াম | ৬৯,০০০ |
মুম্বই সিটি | মহারাষ্ট্র | মুম্বই | মুম্বই ফুটবল এরিনা | ১৮,০০০ |
নর্থইস্ট ইউনাইটেড | আসাম | গুয়াহাটি | ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম | ২৪,৬২৭ |
ওড়িশা | ওড়িশা | ভুবনেশ্বর | কলিঙ্গ স্টেডিয়াম | ১৫,০০০ |
কর্মকর্তা ও পৃষ্ঠপোষক
সম্পাদনাবিদেশি খেলোয়াড়ের তালিকা
সম্পাদনাক্লাব | বিদেশী খেলোয়াড় | ||||||
---|---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | এএফসি খেলোয়াড় |
প্রাক্তন | |
এটিকে মোহনবাগান | ফ্লোরেন্টিন পোগবা | দিমিত্রি পেট্রাটোস | কার্ল ম্যাকহিউ | জনি কাউকো | হিউগো বুমোস | ব্রেন্ডান হ্যামিল | |
বেঙ্গালুরু | অ্যালান কোস্টা | হাবি হার্নান্ডেজ | ব্রুনো রামিরেজ | প্রিন্স ইবারা | রয় কৃষ্ণ | আলেকজান্ডার জোবানোভিচ | |
চেন্নাইয়িন | জুলিয়াস ডুকার | পিটার স্লিসকোভিচ | কোয়ামে কারিকারি | নাসির আল খায়াতি | ফালু ডায়াগনে | ভাফা হাখামানেসি | |
ইস্টবেঙ্গল | ক্লেইটন সিলভা | ইভান গঞ্জালেজ | অ্যালেক্স লিমা | এলিয়ান্দ্রো | চারালামবোস কিরিয়াকৌ | জর্ডান ও'ডোহার্টি | |
কেরালা ব্লাস্টার্স | দিমিত্রিয়োস ডায়ামান্টাকোস | ইভান কালিয়ুঝিনি | মার্কো লেস্কোভিচ | আদ্রিয়ান লুনা | ভিক্টর মোঙ্গিল | আপোস্টোলস জিয়ানু | |
জামশেদপুর | ওয়েলিংটন প্রিওরি | এলি সাবিয়া | ড্যানিয়েল চিমা | পিটার হার্টলে | জে এমানুয়েল টমাস | হ্যারি সয়্যার | |
হায়দ্রাবাদ | বার্থেলোমিউ ওগবেচে | বোরহা হেরেরা | ওডেই ওনাইন্ডিয়া | জোয়াও ভিক্টর | জেভিয়ার সিভেরিও | জোয়েল চাইনিজ | |
ওড়িশা | সাউল ক্রেসপো | কার্লস ডেলগাডো | দিয়েগো মৌরিসিও | পেড্রো মার্টিন | ভিক্টর রদ্রিগেজ | ওসামা মালিক | |
নর্থইস্ট ইউনাইটেড | ম্যাট ডার্বিশায়ার | সিলভেস্টার ইগবুন | জন গাজতানাগা | মাইকেল জেকবসন | রোমাঁ ফিলিপতোঁ | অ্যারন ইভান্স | |
মুম্বই | গ্রেগ স্টুয়ার্ট | আহমেদ জাহুহ | অ্যালবার্টো নগুয়েরা | মুর্তাদা ফল | জর্জ পেরেরা দিয়াজ | রস্টিন গ্রিফিথস | |
গোয়া | এডু বিডিয়া | আলভারো ভাসকুইয়েজ | ইকের গুয়ারোজেনা | নোয়া সাদুই | মার্ক ভালিয়ান্তে | ফারেস আরনট |
লিগ পর্ব
সম্পাদনাপয়েন্ট তালিকা
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | মুম্বই সিটি | ২০ | ১৪ | ৪ | ২ | ৫৪ | ২১ | +৩৩ | ৪৬ | প্রিমিয়ার্স ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বে যোগ্যতা অর্জন করেছে ও আইএসএল প্লে-অফ পর্বে অগ্রসর |
২ | হায়দ্রাবাদ | ২০ | ১৩ | ৩ | ৪ | ৩৬ | ১৬ | +২০ | ৪২ | এলিমিনেটর প্লে-অফ পর্বে অগ্রসর |
৩ | এটিকে মোহনবাগান (C) | ২০ | ১০ | ৪ | ৬ | ২৪ | ১৭ | +৭ | ৩৪[ক] | এএফসি কাপ বাছাইপর্বে যোগ্যতা অর্জন করেছে ও আইএসএল প্লে-অফ পর্বে অগ্রসর |
৪ | বেঙ্গালুরু | ২০ | ১১ | ১ | ৮ | ২৭ | ২৩ | +৪ | ৩৪[ক] | এলিমিনেটর প্লে-অফ পর্বে অগ্রসর |
৫ | কেরালা ব্লাস্টার্স | ২০ | ১০ | ১ | ৯ | ২৮ | ২৮ | ০ | ৩১ | |
৬ | ওড়িশা (Q) | ২০ | ৯ | ৩ | ৮ | ৩০ | ৩২ | −২ | ৩০ | এএফসি কাপ গ্রুপ পর্বে যোগ্যতা অর্জন করেছে ও আইএসএল প্লে-অফ পর্বে অগ্রসর |
৭ | গোয়া | ২০ | ৮ | ৩ | ৯ | ৩৬ | ৩৫ | +১ | ২৭[খ] | |
৮ | চেন্নাইয়িন | ২০ | ৭ | ৬ | ৭ | ৩৬ | ৩৭ | −১ | ২৭[খ] | |
৯ | ইস্টবেঙ্গল | ২০ | ৬ | ১ | ১৩ | ২২ | ৩৮ | −১৬ | ১৯[গ] | |
১০ | জামশেদপুর | ২০ | ৫ | ৪ | ১১ | ২১ | ৩২ | −১১ | ১৯[গ] | |
১১ | নর্থইস্ট ইউনাইটেড | ২০ | ১ | ২ | ১৭ | ২০ | ৫৫ | −৩৫ | ৫ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) হেড-টু-হেড গোল করা; ৫) গোল পার্থক্য; ৬) গোল সংখ্যা; ৭) ন্যায্য খেলা র্যাঙ্কিং; ৮) লটারি
(C) চ্যাম্পিয়ন; (Q) নির্দেশিত পর্বে উত্তীর্ণ।
টীকা:
- ↑ ক খ হেড টু হেড পয়েন্ট: এটিকে মোহনবাগান ৩, বেঙ্গালুরু ৩।
হেড টু হেড গোল পার্থক্য: এটিকে মোহনবাগান ০, বেঙ্গালুরু ০।
হেড-টু-হেড গোল করেছেন: এটিকে মোহনবাগান ৪, বেঙ্গালুরু ৪। গোলের পার্থক্য: এটিকে মোহনবাগান +৭, বেঙ্গালুরু +৪।
- ↑ ক খ হেড টু হেড পয়েন্ট: গোয়া ৩, চেন্নাইয়িন ৩।
হেড টু হেড গোল পার্থক্য: গোয়া +১, চেন্নাইয়িন -১।
- ↑ ক খ হেড টু হেড পয়েন্ট: ইস্টবেঙ্গল ৩, জামশেদপুর ৩।
হেড টু হেড গোল পার্থক্য: ইস্টবেঙ্গল +১, জামশেদপুর-১।
ফলাফল
সম্পাদনাফলাফল টেবিল
সম্পাদনারাউন্ড প্রতি ফলাফল
সম্পাদনারাউন্ড প্রতি অবস্থান
সম্পাদনাপ্লে-অফ
সম্পাদনাবন্ধনী
সম্পাদনাএলিমিনেটর প্লে-অফ | সেমি ফাইনাল | ফাইনাল | |||||||||||
১ | মুম্বই সিটি | ২(৮) | |||||||||||
৪ | বেঙ্গালুরু | ১ | ৪ | বেঙ্গালুরু (পে.) | ২(৯) | ||||||||
৫ | কেরালা ব্লাস্টার্স | ০ | ৪ | বেঙ্গালুরু | ২(৩) | ||||||||
৩ | এটিকে মোহনবাগান (পে.) | ২(৪) | |||||||||||
২ | হায়দ্রাবাদ | ০(৩) | |||||||||||
৩ | এটিকে মোহনবাগান | ২ | ৩ | এটিকে মোহনবাগান (পে.) | ০(৪) | ||||||||
৬ | ওড়িশা | ০ |
এলিমিনেটর প্লে-অফ
সম্পাদনাদল ১ | ফলাফল | দল ২ |
---|---|---|
এটিকে মোহনবাগান | ২–০ | ওড়িশা |
বেঙ্গালুরু | ১–০ (অ.স.প.) |
কেরালা ব্লাস্টার্স |
সেমি-ফাইনাল
সম্পাদনাদল ১ | সমষ্টি | দল ২ | ১ম লেগ | ২য় লেগ |
---|---|---|---|---|
মুম্বই সিটি | ২–২ (৯–৮ পে.) |
বেঙ্গালুরু | ০–১ | ২–১ (অ.স.প.) |
হায়দ্রাবাদ | ০–০ (৩–৪ পে.) |
এটিকে মোহনবাগান | ০–০ | ০–০ (অ.স.প.) |
ফাইনাল
সম্পাদনা
দল ১ | ফলাফল | দল ২ |
---|---|---|
বেঙ্গালুরু | ২–২ (৩–৪ পে.) |
এটিকে মোহনবাগান |
এটিকে মোহনবাগান | ২–২ (অ.স.প.) | বেঙ্গালুরু |
---|---|---|
দিমিত্রি পেট্রাটোস ১৪' (পে.), ৮৫' (পে.) |
|
|
পেনাল্টি | ||
৪–৩ |
পরিসংখ্যান
সম্পাদনাশীর্ষ গোলদাতা
সম্পাদনাক্রম | খেলোয়াড় | ক্লাব | গোল |
---|---|---|---|
১ | দিমিত্রি পেট্রাটোস | এটিকে মোহনবাগান | ১২ |
দিয়েগো মাউরিসিও | ওড়িশা | ||
ক্লেইতোন সিলভা | ইস্টবেঙ্গল | ||
৪ | হোর্হে পেরেইরা দিয়াস | মুম্বই সিটি | ১১ |
ইকের গুয়ারোচেনা | গোয়া | ||
৬ | বার্থোলোমেউ ওগবেচে | হায়দ্রাবাদ | ১০ |
দিমিত্রিওস দিয়ামান্তাকোস | কেরালা ব্লাস্টার্স | ||
লালিয়ানজুয়ালা ছাংতে | মুম্বই সিটি | ||
৯ | আব্দু নাসির আল খায়াতি | চেন্নাইয়িন | ৯ |
নোয়াহ সাদাউই | গোয়া |
হ্যাট্রিক
সম্পাদনাখেলোয়াড় | দল | প্রতিপক্ষ | ফলাফল | তারিখ | সূত্র |
---|---|---|---|---|---|
দিমিত্রি পেট্রাটোস | এটিকে মোহনবাগান | কেরালা ব্লাস্টার্স | ৫–২ (সফরকারী) | ১৬ অক্টোবর ২০২২ | [২২] |
আব্দু নাসির আল খায়াতি | চেন্নাইয়িন | নর্থইস্ট ইউনাইটেড | ৭–৩ (সফরকারী) | ১০ ডিসেম্বর ২০২২ | [২৩] |
বার্থোলোমেউ ওগবেচে | হায়দ্রাবাদ | গোয়া | ৩–১ (সফরকারী) | ৫ জানুয়ারি ২০২৩ | [২৪] |
ইকের গুয়ারোচেনা | গোয়া | ইস্টবেঙ্গল | ৪–২ (স্বাগতিক) | ২৬ জানুয়ারি ২০২৩ | [২৫] |
শীর্ষ অ্যাসিস্ট
সম্পাদনাক্রম | খেলোয়াড় | ক্লাব | অ্যাসিস্ট[২৬] |
---|---|---|---|
১ | নোয়াহ সাদাউই | গোয়া | ৯ |
২ | গ্রেগ স্টুয়ার্ট | মুম্বই সিটি | ৮ |
৩ | নওরেম সিং | ইস্টবেঙ্গল | ৭ |
দিমিত্রি পেট্রাটোস | এটিকে মোহনবাগান | ||
৫ | হলিচরণ নার্জারি | হায়দ্রাবাদ | ৬ |
হোর্হে পেরেইরা দিয়াস | মুম্বই সিটি | ||
আদ্রিয়ান লুনা | কেরালা ব্লাস্টার্স | ||
লালিয়ানজুয়ালা ছাংতে | মুম্বই সিটি | ||
৯ | আব্দু নাসির আল খায়াতি | চেন্নাইয়িন | ৫ |
হ্যারি সোয়ার | জামশেদপুর | ||
আকাশ সাংওয়ান | চেন্নাইয়িন | ||
হাভিয়ের এর্নান্দেস | বেঙ্গালুরু | ||
রয় কৃষ্ণ | বেঙ্গালুরু | ||
বোরহা এরেরা | হায়দ্রাবাদ |
ক্লিন শিট
সম্পাদনাক্রম | খেলোয়াড় | ক্লাব | ক্লিন শিট[২৭] |
---|---|---|---|
১ | বিশাল কৈথ | এটিকে মোহনবাগান | ১২ |
২ | গুরমিত সিং | হায়দ্রাবাদ | ৭ |
ফুর্বা লাচেনপা | মুম্বই সিটি | ||
গুরপ্রীত সিং সান্ধু | বেঙ্গালুরু | ||
৫ | লক্ষ্মীকান্ত কট্টিমণি | হায়দ্রাবাদ | ৪ |
প্রভুসুখন সিং গিল | কেরালা ব্লাস্টার্স | ||
ধীরাজ সিং | গোয়া | ||
৮ | রেহেনেশ টিপি | জামশেদপুর | ৩ |
কমলজিত সিং | ইস্টবেঙ্গল | ||
১০ | সমিক মিত্র | চেন্নাইয়িন | ২ |
অমরিন্দর সিং | ওড়িশা |
শাস্তিমূলক
সম্পাদনাখেলোয়াড়
সম্পাদনাক্লাব
সম্পাদনাদর্শকের উপস্থিতি
সম্পাদনাঅব | দল | মোট | সর্বোচ্চ | সর্বনিম্ন | গড় | পরিবর্তন |
---|---|---|---|---|---|---|
১ | এটিকে মোহনবাগান | ৩,৩৮,৪৮৩ | ৬২,৫৪২ | ১৪,৫৩৩ | ২৮,২০৭ | n/a |
২ | কেরালা ব্লাস্টার্স | ২,৭৮,২৫৩ | ৩৪,৯৮৪ | ১৮,০১৮ | ২৭,৮২৫ | +৫৮.৯% |
৩ | জামশেদপুর | ১,৪৬,৫২৩ | ২২,৩৮৯ | ৭,৪৩০ | ১৪,৬৫২ | −১০.৮% |
৪ | ইস্টবেঙ্গল | ১,৪৪,২৩৬ | ৬০,১০২ | ১,৯৮২ | ১৪,৪২৪ | +৬৯.৮% |
৫ | বেঙ্গালুরু | ১,৫৫,৯১৪ | ২৮,০০১ | ৫,৯০১ | ১২,৯৯৩ | −১১.১% |
৬ | গোয়া | ১০২,২০০ | ১৩,১২৩ | ৭,৯৪৯ | ১০,২২০ | −২১.৪% |
৭ | চেন্নাইয়িন | ৮৭,০২১ | ১২,৭১৯ | ৫,২৪৮ | ৮,৭০২ | −৩.০% |
৮ | হায়দ্রাবাদ | ৮৪,৯০০ | ১২,৯২৬ | ২,১২৭ | ৭,৭১৮ | +৫.৭%§ |
৯ | ওড়িশা | ৬১,৮৭৫ | ৭,৭১৬ | ৪,৪১৭ | ৬,১৮৮ | −০.৭% |
১০ | মুম্বই সিটি | ৫৫,৭৮৭ | ৬,৪০৭ | ৩,১৮৭ | ৫,০৭১ | −৩.২% |
১১ | নর্থইস্ট ইউনাইটেড | ২৪,৫৭৩ | ৮,৬২৭ | ৩৬১ | ২,৪৫৭ | −৭০.২% |
লীগ সর্বমোট | ১৪,৭৯,৭৬৫ | ৬২,৫৪২ | ৩৬১ | ১২,৭৫৬ | +৩.২% |
সর্বশেষ সংস্করণ: ১৩ মার্চ ২০২৩
উৎস: ইন্ডিয়ান সুপার লিগ
নোট:
† ইস্টবেঙ্গল আই-লিগে খেলেছিল (করোনা অতিমারীর পূর্বে)
‡ এটিকে মোহনবাগানের দর্শক সংখ্যা গণনা এই মরসুম থেকে শুরু হয়
§ হায়দ্রাবাদ নিজেদের প্রথম ঘরের ম্যাচ শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্স, পুনেতে খেলেছিল
ম্যাচ অনুযায়ী দর্শক উপস্থিতি
সম্পাদনাTeam \ Home Game | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | KO | SF | Total |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Kerala Blasters | 34,978 | 34,984 | 33,121 | 29,347 | 25,184 | 31,712 | 24,117 | 18,018 | 21,049 | 25,743 | - | - | 278,253 |
এটিকে মোহনবাগান | 22,236 | 62,542 | 26,425 | 26,493 | 15,217 | 19,873 | 29,857 | 14,950 | 18,594 | 14,533 | 35,256 | 52,507 | 338,483 |
Jamshedpur | 19,213 | 22,389 | 20,189 | 18,893 | 16,417 | 13,237 | 9,224 | 9,862 | 7,430 | 9,669 | - | - | 146,523 |
East Bengal | 17,500 | 17,170 | 17,772 | 8,079 | 9,137 | 6,758 | 3,251 | 2,575 | 1,982 | 60,102 | - | - | 144,236 |
Bengaluru | 19,379 | 12,817 | 10,430 | 8,726 | 8,117 | 6,236 | 6,782 | 28,001 | 5,901 | 7,323 | 20,301 | 21,901 | 155,914 |
Goa | 13,123 | 13,259 | 10,730 | 9,456 | 11,037 | 8,327 | 8,608 | 7,949 | 10,347 | 9,364 | - | - | 102,200 |
Chennaiyin | 12,719 | 11,564 | 7,789 | 9,788 | 8,207 | 11,132 | 8,498 | 5,845 | 5,248 | 6,231 | - | - | 87,021 |
Hyderabad | 2,127 | 10,543 | 9,638 | 10,126 | 11,834 | 5,196 | 5,907 | 6,427 | 4,873 | 5,276 | - | 12,926 | 84,900 |
Odisha | 5,217 | 6,811 | 7,218 | 7,716 | 7,019 | 4,417 | 5,817 | 4,729 | 6,217 | 6,814 | - | - | 61,875 |
Mumbai City | 4,128 | 3,733 | 5,869 | 6,118 | 5,529 | 3,892 | 6,407 | 3,187 | 5,588 | 5,212 | - | 6,124 | 55,787 |
NorthEast United | 8,627 | 7,315 | 4,867 | 851 | 561 | 504 | 683 | 361 | 401 | 403 | - | - | 24,573 |
Legend: Highest Lowest
পুরস্কার
সম্পাদনামৌসুমের পুরস্কার
সম্পাদনাপুরস্কার | জয়ী | ক্লাব | |
---|---|---|---|
লিগের সেরা খেলোয়াড় | লাল্লিয়ানজুয়ালা ছাঙতে | মুম্বই সিটি | |
সোনার বুট | দিয়েগো মৌরিসিও | ওড়িশা | |
সোনার গ্লাভস | বিশাল কৈথ | এটিকে মোহনবাগান | |
সেরা উঠতি খেলোয়াড় | শিবশক্তি নারায়ণন | বেঙ্গালুরু | |
কেএফসি স্ট্রিট বলার অব লিগ | নোয়াহ সাদুই | গোয়া | |
উৎস:[৩২] |
পুরস্কার | জয়ী | |
---|---|---|
সেরা মাঠ | কেরালা ব্লাস্টার্স | |
তৃণমূল স্তর পুরস্কার | বেঙ্গালুরু গোয়া | |
উৎস:[৩২] |
মাসের সেরা খেলোয়াড়
সম্পাদনামাস | মাসের সেরা খেলোয়াড় | তথ্যসূত্র | |
---|---|---|---|
খেলোয়াড় | ক্লাব | ||
অক্টোবর | দিমিত্রি পেট্রাটোস | এটিকে মোহনবাগান | [৩৩] |
নভেম্বর | বিপিন সিং থাউনাওজাম | মুম্বই সিটি | [৩৪] |
ডিসেম্বর | ইকার গুয়ারোজেনা | গোয়া | [৩৫] |
জানুয়ারি | লাল্লিনজুয়ালা ছাঙতে | মুম্বই সিটি | [৩৬] |
ফেব্রুয়ারি | অনিরুদ্ধ থাপা | চেন্নাইয়িন | [৩৭] |
ম্যাচ সেরা
সম্পাদনাম্যাচ | ম্যাচ সেরা | ম্যাচ | ম্যাচ সেরা | ম্যাচ | ম্যাচ সেরা | |||
---|---|---|---|---|---|---|---|---|
খেলোয়াড় | ক্লাব | খেলোয়াড় | ক্লাব | খেলোয়াড় | ক্লাব | |||
১ | ইভান কালিউঝনি | কেরালা ব্লাস্টার্স | ৪০ | নওরেম সিং | ইস্টবেঙ্গল | ৭৯ | ইয়ুলিউস ডুকার (২) | চেন্নাইয়িন |
২ | আলান কোস্তা | বেঙ্গালুরু | ৪১ | হোর্হে পেরেইরা দিয়াস | মুম্বই সিটি | ৮০ | ব্র্যান্ডন ফার্নান্দেস | গোয়া |
৩ | জোয়াও ভিক্তোর | হায়দ্রাবাদ | ৪২ | সাউল ক্রেস্পো | ওড়িশা | ৮১ | ইকের গুয়ারোচেনা (৩) | গোয়া |
৪ | কুয়ামে কারিকারি | চেন্নাইয়িন | ৪৩ | চিংলেনসানা সিং | হায়দ্রাবাদ | ৮২ | লালিয়ানজুয়ালা ছাংতে (৪) | মুম্বই সিটি |
৫ | দিয়েগো মাউরিসিও | ওড়িশা | ৪৪ | আশিক কুরুনিয়াঁ | এটিকে মোহনবাগান | ৮৩ | শিবশক্তি নারায়ণ | বেঙ্গালুরু |
৬ | এদু বেদিয়া | গোয়া | ৪৫ | মার্কো লেশকোভিচ | কেরালা ব্লাস্টার্স | ৮৪ | দিমিত্রি পেট্রাটোস (৩) | এটিকে মোহনবাগান |
৭ | হলিচরণ নার্জারি | হায়দ্রাবাদ | ৪৬ | দীপক টাংরি | এটিকে মোহনবাগান | ৮৫ | দিমিত্রিওস দিয়ামান্তাকোস (২) | কেরালা ব্লাস্টার্স |
৮ | জিতেশ্বর সিং | চেন্নাইয়িন | ৪৭ | মুহাম্মদ ইয়াসির | হায়দ্রাবাদ | ৮৬ | ইসাক ভানলাল্রুয়াতফেলা | ওড়িশা |
৯ | মেহতাব সিং | মুম্বই সিটি | ৪৮ | নোয়াহ সাদাউই (২) | গোয়া | ৮৭ | ক্লেইতোন সিলভা (৩) | ইস্টবেঙ্গল |
১০ | দিমিত্রি পেট্রাটোস | এটিকে মোহনবাগান | ৪৯ | আব্দু নাসির আল খায়াতি (২) | চেন্নাইয়িন | ৮৮ | আকাশ মিশ্র | হায়দ্রাবাদ |
১১ | চারালাম্বোস কিরিয়াকু | ইস্টবেঙ্গল | ৫০ | দিমিত্রিওস দিয়ামান্তাকোস | কেরালা ব্লাস্টার্স | ৮৯ | রাফায়েল ক্রিভেয়ারো | জামশেদপুর |
১২ | নোয়াহ সাদাউই | গোয়া | ৫১ | নরেন্দ্র গাহলোত | ওড়িশা | ৯০ | হাভিয়ের এর্নান্দেস (২) | বেঙ্গালুরু |
১৩ | মেহতাব সিং (২) | মুম্বই সিটি | ৫২ | গ্রেগ স্টুয়ার্ট (৩) | মুম্বই সিটি | ৯১ | সাউল ক্রেস্পো (২) | ওড়িশা |
১৪ | বার্থোলোমেউ ওগবেচে | হায়দ্রাবাদ | ৫৩ | ডেনিশ ফারুক ভাট | বেঙ্গালুরু | ৯২ | আদ্রিয়ান লুনা (৩) | কেরালা ব্লাস্টার্স |
১৫ | পেদ্রো মার্তিন | ওড়িশা | ৫৪ | আনোয়ার আলি (২) | গোয়া | ৯৩ | ক্লেইতোন সিলভা (৪) | ইস্টবেঙ্গল |
১৬ | নন্দকুমার সিকার | ওড়িশা | ৫৫ | আদ্রিয়ান লুনা | কেরালা ব্লাস্টার্স | ৯৪ | জে এমানুয়েল-টমাস | জামশেদপুর |
১৭ | মেহতাব সিং (৩) | মুম্বই সিটি | ৫৬ | ইকের গুয়ারোচেনা (২) | গোয়া | ৯৫ | ইসাক ভানলাল্রুয়াতফেলা | ওড়িশা |
১৮ | হাভিয়ের সিভেরিও | হায়দ্রাবাদ | ৫৭ | বার্থোলোমেউ ওগবেচে (২) | হায়দ্রাবাদ | ৯৬ | গ্রেগ স্টুয়ার্ট (৪) | মুম্বই সিটি |
১৯ | উগো বোমো | এটিকে মোহনবাগান | ৫৮ | লালিয়ানজুয়ালা ছাংতে | মুম্বই সিটি | ৯৭ | রোহিত কুমার | বেঙ্গালুরু |
২০ | পিটার হার্টলি | জামশেদপুর | ৫৯ | উইলমার জর্দান | নর্থইস্ট ইউনাইটেড | ৯৮ | অনিরুদ্ধ থাপা (২) | চেন্নাইয়িন |
২১ | ইকের গুয়ারোচেনা | গোয়া | ৬০ | সোরাইসাম সন্দ্বীপ সিং | কেরালা ব্লাস্টার্স | ৯৯ | বার্থোলোমেউ ওগবেচে (৪) | হায়দ্রাবাদ |
২২ | অনিরুদ্ধ থাপা | চেন্নাইয়িন | ৬১ | দিমিত্রি পেট্রাটোস (২) | এটিকে মোহনবাগান | ১০০ | হাভিয়ের এর্নান্দেস (৩) | বেঙ্গালুরু |
২৩ | নিখিল পূজারি | হায়দ্রাবাদ | ৬২ | হাভিয়ের সিভেরিও (২) | হায়দ্রাবাদ | ১০১ | কুয়ামে কারিকারি (২) | চেন্নাইয়িন |
২৪ | রাহুল কেপি | কেরালা ব্লাস্টার্স | ৬৩ | ক্লেইতোন সিলভা (২) | ইস্টবেঙ্গল | ১০২ | সাউল ক্রেস্পো (৩) | ওড়িশা |
২৫ | আহমেদ জাহুহ | মুম্বই সিটি | ৬৪ | লালিয়ানজুয়ালা ছাংতে (২) | মুম্বই সিটি | ১০৩ | হ্যারি সোয়ার | জামশেদপুর |
২৬ | ওদেই ওনাইন্দিয়া | হায়দ্রাবাদ | ৬৫ | আদ্রিয়ান লুনা (২) | কেরালা ব্লাস্টার্স | ১০৪ | কার্ল ম্যাকহিউ | এটিকে মোহনবাগান |
২৭ | শুভাশিস বসু | এটিকে মোহনবাগান | ৬৬ | বার্থোলোমেউ ওগবেচে (৩) | হায়দ্রাবাদ | ১০৫ | নওরেম সিং (২) | ইস্টবেঙ্গল |
২৮ | ক্লেইতোন সিলভা | ইস্টবেঙ্গল | ৬৭ | সুরেশ ওয়াংজাম | বেঙ্গালুরু | ১০৬ | রিতভিক দাস (২) | জামশেদপুর |
২৯ | গ্রেগ স্টুয়ার্ট | মুম্বই সিটি | ৬৮ | আকাশ সাংওয়ান | চেন্নাইয়িন | ১০৭ | শিবশক্তি নারায়ণ (২) | বেঙ্গালুরু |
৩০ | ইভান কালিউঝনি (২) | কেরালা ব্লাস্টার্স | ৬৯ | দিয়েগো মাউরিসিও (২) | ওড়িশা | ১০৮ | অনিরুদ্ধ থাপা (৩) | চেন্নাইয়িন |
৩১ | লালেংমাউইয়া রালতে | মুম্বই সিটি | ৭০ | হোর্হে পেরেইরা দিয়াস (২) | মুম্বই সিটি | ১০৯ | স্লাভকো দামিয়ানোভিচ | এটিকে মোহনবাগান |
৩২ | পেদ্রো মার্তিন (২) | ওড়িশা | ৭১ | ইয়ুলিউস ডুকার | চেন্নাইয়িন | ১১০ | জোয়েল চিয়ানেসে | হায়দ্রাবাদ |
৩৩ | আব্দু নাসির আল খায়াতি | চেন্নাইয়িন | ৭২ | রিতভিক দাস | জামশেদপুর | ১১১ (নকআউট-১) | সুনীল ছেত্রী | বেঙ্গালুরু |
৩৪ | ইভান কালিউঝনি (৩) | কেরালা ব্লাস্টার্স | ৭৩ | রয় কৃষ্ণ | বেঙ্গালুরু | ১১২ (নকআউট-২) | দিমিত্রি পেট্রাটোস (৪) | এটিকে মোহনবাগান |
৩৫ | আনোয়ার আলি | গোয়া | ৭৪ | লালিয়ানজুয়ালা ছাংতে (৩) | মুম্বই সিটি | ১১৩ (সেমি-১) | প্রবীর দাস | বেঙ্গালুরু |
৩৬ | নন্দকুমার সিকার (২) | ওড়িশা | ৭৫ | উইলমার জর্দান (২) | নর্থইস্ট ইউনাইটেড | ১১৪ (সেমি-২) | স্লাভকো দামিয়ানোভিচ (২) | এটিকে মোহনবাগান |
৩৭ | গ্রেগ স্টুয়ার্ট (২) | মুম্বই সিটি | ৭৬ | সন্দেশ ঝিঙ্গান | বেঙ্গালুরু | ১১৫ (সেমি-১) | গুরপ্রীত সিং সান্ধু | বেঙ্গালুরু |
৩৮ | হাভিয়ের এর্নান্দেস | বেঙ্গালুরু | ৭৭ | হোর্হে পেরেইরা দিয়াস (৩) | মুম্বই সিটি | ১১৬ (সেমি-২) | বিশাল কৈথ | এটিকে মোহনবাগান |
৩৯ | শুভাশিস বসু (২) | এটিকে মোহনবাগান | ৭৮ | নিম দর্জি তামাং | হায়দ্রাবাদ | ১১৭ (ফাইনাল) | দিমিত্রি পেট্রাটোস (৫) | এটিকে মোহনবাগান |
উৎস:[৩৮] |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ISL to introduce six-team playoffs from next season"। The Times of India। ১ মে ২০২২। ২ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২২।
- ↑ @atkmohunbaganfc (১২ নভেম্বর ২০২০)। "We're delighted to announce Nivia Sports as our Kit Partner for the 2020-21 season!!" (টুইট)। ১২ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০ – টুইটার-এর মাধ্যমে।
- ↑ "ISL 2020-21: Mohun Bagan ropes in Nivia sports as kit sponsor for ISL 2020"। insidesport.co (ইংরেজি ভাষায়)। ২০২০-১১-১৩। ৩০ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৩।
- ↑ "Parimatch BET Announced as Lead Sponsor of ISL's ATK Mohun Bagan FC"। Sangri Today। ১৯ জুলাই ২০২২। ১৯ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২২।
- ↑ "Bengaluru FC and PUMA extend partnership"। Bengaluru FC Media। ১৭ সেপ্টেম্বর ২০২০। ১৭ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "The 2020-21 season marks the return of JSW Group as the principal sponsor"। Bengaluru FC (Twitter)। ১৯ সেপ্টেম্বর ২০২০। ১৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Chennaiyin FC announce Nivia as official kit partner"। Chennaiyin FC। ৯ আগস্ট ২০২১। ৯ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২১।
- ↑ "CHENNAIYIN F.C."। apollotyres.com। ১৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Welcoming 1xBET Online Gambling company to the Red and Gold family"। twitter.com। ২৯ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "FC Goa announces T10 Sports as new Kit Partner"। FC Goa। ৯ আগস্ট ২০২২। ৯ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২২।
- ↑ "Hyderabad FC signs kit deal with hummel"। Hyderabad FC Media। ১ জুলাই ২০২১। ১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২১।
- ↑ "Hyderabad FC announce Stake News as Principal Sponsor for 2022-23 season"। hyderabadfc.co.in (ইংরেজি ভাষায়)। ২০২২-০৮-২০। ২ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২১।
- ↑ "Home"। Jamshedpur Football Club (ইংরেজি ভাষায়)। ২২ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-২৫।
- ↑ "About US: Jamshedpur FC"। fcjamshedpur.com। ২৯ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "KBFC signs 3year kitting and merchandise partnership with SIX5SIX"। keralablastersfc। ১ জুলাই ২০২১। ১ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২১।
- ↑ "BYJU'S join hands with KBFC as title sponsor"। keralablastersfc.in। ৭ নভেম্বর ২০২০। ১৫ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২০।
- ↑ "PUMA and Mumbai City sign long-term strategic partnership"। Mumbai City FC Media। ২০ অক্টোবর ২০২০। ২৩ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০।
- ↑ "Mumbai City FC Announce Stake News As A Principal Partner"। Mumbai City FC (ইংরেজি ভাষায়)। ২০২২-০৮-১৬। ১৮ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-১৮।
- ↑ "NorthEast United signs 2year kitting and merchandise partnership with SIX5SIX"। neutdfc। ২০ সেপ্টেম্বর ২০২১। ১৪ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "A partnership made in the home of clouds 🤩 Delighted to welcome 𝗠𝗲𝗴𝗵𝗮𝗹𝗮𝘆𝗮 𝗧𝗼𝘂𝗿𝗶𝘀𝗺 to the Highlanders family as our 𝗣𝗿𝗶𝗻𝗰𝗶𝗽𝗮𝗹 𝗦𝗽𝗼𝗻𝘀𝗼𝗿 for the upcoming season 🤝"। @NEUtdFC। ২ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২।
- ↑ "Odisha FC - Partners"। odishafc.com। ২৩ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১।
- ↑ "Kerala Blasters vs. ATK Mohun Bagan - 16 October 2022 - Soccerway"। int.soccerway.com। ১৬ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "NorthEast United vs. Chennaiyin - 10 December 2022 - Soccerway"। int.soccerway.com। ১০ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Goa vs. Hyderabad - 5 January 2023 - Soccerway"। int.soccerway.com। ৫ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Goa vs. East Bengal - 26 January 2023 - Soccerway"। int.soccerway.com। Archived from the original on ২৬ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৩।
- ↑ "Hero ISL Player Stats - No.of Assists in season"। Indian Super League। ৯ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২২।
- ↑ "Hero ISL Player Stats - No.of Clean Sheets in season"। Indian Super League। ৯ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২২।
- ↑ "Hero ISL Player Stats - No.of Yellow Cards in season"। Indian Super League। ৯ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২২।
- ↑ "Hero ISL Player Stats - No.of Red Cards in season"। Indian Super League। ৯ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২২।
- ↑ "Hero ISL club Stats - No.of Yellow Cards in season"। Indian Super League। ৯ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ অক্টোবর ২০২২।
- ↑ "Hero ISL club Stats - No.of Red Cards in season"। Indian Super League। ১৪ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২২।
- ↑ ক খ ISL Media Team (১৯ মার্চ ২০২৩)। "Hero ISL 2022-23: A list of all individual and team awards at the end of the season"। indiansuperleague.com। Indian Super League। ১৯ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ISL Media Team (৬ নভেম্বর ২০২২)। "ATK Mohun Bagan's Petratos wins Hero of the Month award for October 2022"। indiansuperleague.com। Indian Super League। ৪ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ISL Media Team (১৭ ডিসেম্বর ২০২২)। "Mumbai City FC's Bipin Singh wins Hero of the Month award for November 2022"। indiansuperleague.com। Indian Super League। ১৮ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ISL Media Team (১৫ জানুয়ারি ২০২৩)। "FC Goa's Iker Guarrotxena wins Hero of the Month award for December 2022"। indiansuperleague.com। Indian Super League। ১৫ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ISL Media Team (১১ ফেব্রুয়ারি ২০২৩)। "Mumbai City FC's Lallianzuala Chhangte wins Hero of the Month for January 2023"। indiansuperleague.com। Indian Super League। ১১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Anirudh Thapa - February 2023's Hero of the Month - Hero ISL 2022-23"। indiansuperleague.com। Indian Super League। ১৬ মার্চ ২০২৩। ১৮ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২৩।
- ↑ "Hero ISL Player - Match Awards"। Indian Super League। ১১ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২২।