২০২২–২৩ ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য নিউজিল্যান্ড সফর করে।[১][২] ২০২২ সালের জুন মাসে সিরিজের সূচি নিশ্চিত করা হয়।[৩] সিরিজটি ১–১ ব্যবধানে ড্র হয়।[৪]
২০২২–২৩ ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর | |||
---|---|---|---|
নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ||
তারিখ | ১৬ ফেব্রুয়ারি ২০২৩ – ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ||
অধিনায়ক | টিম সাউদি | বেন স্টোকস | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র | ||
সর্বাধিক রান | টম ব্লান্ডেল (২৬৭) | হ্যারি ব্রুক (২৮৯) | |
সর্বাধিক উইকেট | নিল ওয়াগনার (১১) |
জেমস অ্যান্ডারসন (১০) স্টুয়ার্ট ব্রড (১০) জ্যাক লিচ (১০) | |
সিরিজ সেরা খেলোয়াড় | হ্যারি ব্রুক (ইংল্যান্ড) |
দলীয় সদস্য
সম্পাদনানিউজিল্যান্ড[৫] | ইংল্যান্ড[৬] |
---|---|
|
সিরিজ শুরুর আগে চোটের কারণে কাইল জেমিসন নিউজিল্যান্ড দল থেকে ছিটকে যান, যে কারণে জেকব ডাফি ও স্কট কুগেলাইনকে দলে যোগ করা হয়।[৭]
প্রস্তুতিমূলক ম্যাচ
সম্পাদনাব
|
||
- টস হয়নি।
- প্রথম দিনে আলোকস্বল্পতার কারণে ১৮ ওভার খেলা সম্ভব হয়নি।
টেস্ট সিরিজ
সম্পাদনা১ম টেস্ট
সম্পাদনাব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে আলোকস্বল্পতার কারণে যথাক্রমে ১১ ওভার, ৭ ওভার ও ৭ ওভার খেলা সম্ভব হয়নি।
- ব্লেয়ার টিকনার ও স্কট কুগেলাইন (নিউজিল্যান্ড)-এর টেস্ট অভিষেক হয়।
২য় টেস্ট
সম্পাদনা২৪–২৮ ফেব্রুয়ারি ২০২৩
স্কোরকার্ড |
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- প্রথম ও দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে যথাক্রমে ২৫ ওভার ও ৩১ ওভার খেলা সম্ভব হয়নি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Men's Future Tours Program" (পিডিএফ)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২২।
- ↑ "New Zealand v England: Stuart Broad returns to squad for two-match Test series"। ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২।
- ↑ "India/England tours headline 2022-23 home summer"। নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২২।
- ↑ "Brendon McCullum: Neil Wagner is 'one of the toughest I've come across'"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "Kyle Jamieson returns for Test series against England"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩।
- ↑ "England Men's Test squad announced for the tour of New Zealand"। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০২২।
- ↑ "Boult overlooked as Jamieson's replacement; Stead defends Kuggeleijn inclusion"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৩।