২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভুটান
(২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভুটান থেকে পুনর্নির্দেশিত)
ভুটান টোকিওতে ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। মূলত ২৪ জুলাই থেকে ৯ আগস্ট ২০২০ এর মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, কোভিড-১৯ মহামারীর কারণে গেমসটি ২৩ জুলাই থেকে ৮ আগস্ট ২০২১ পর্যন্ত স্থগিত করা হয়েছিল।[১] এটি গ্রীষ্মকালীন অলিম্পিকে দেশের ধারাবাহিক দশম অংশগ্রহণ। কার্মার তীরন্দাজি ইভেন্টে পরাজয়ের পর, ২৮ জুলাই ২০২১ তারিখে ভুটানের অভিযান শেষ হয়।[২]
২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভুটান | |
---|---|
আইওসি কোড | BHU |
এনওসি | ভূটান অলিম্পিক কমিটি |
ওয়েবসাইট | bhutanolympiccommittee |
টোকিও, জাপান ২৩ জুলাই ২০২১ – ৮ আগস্ট ২০২১ | |
প্রতিযোগী | ৪টি ক্রীড়ায় ৪ জন |
পতাকা বাহক (উদ্বোধনী) | কার্মা সাঙ্গে তেনজিন |
পতাকা বাহক (সমাপনী) | সাঙ্গে তেনজিন |
পদক |
|
গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ (সারাংশ) | |
প্রতিযোগীদের
সম্পাদনাগেমসের প্রতিযোগীদের সংখ্যার তালিকা নিচে দেওয়া হল।
খেলাধুলা | পুরুষ | নারী | মোট |
---|---|---|---|
তীরন্দাজ | ০ | ১ | ১ |
জুডো | ১ | ০ | ১ |
শুটিং | ০ | ১ | ১ |
সাঁতার | ১ | ০ | ১ |
মোট | ২ | ২ | ৪ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Joint Statement from the International Olympic Committee and the Tokyo 2020 Organising Committee"। Olympics। ২৪ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২০।
- ↑ Namgay, Thinley (২৯ জুলাই ২০২১)। "Bhutanese Olympians miss medals at 2020 Tokyo Olympics"। Kuensel। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২১।