২০২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনাল

২০২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনাল খেলাটি দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসদিল্লি ক্যাপিটালসের মধ্যে ১০ নভেম্বর ২০২০ তারিখে অনুষ্ঠিত দিন রাতের একটি টুয়েন্টি২০ ক্রিকেট ম্যাচ। যেখানে নির্ধারিত হয় প্রতি বছর ভারতে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২০ মৌসুমের বিজয়ী।[] মুম্বই ইন্ডিয়ানস হচ্ছে বিগত মৌসুমের চ্যাম্পিয়ান দল।[] এবারের আসরেও তারা তাদের শিরোপা ধরে রাখে। এটা ছিল মুম্বইয়ের ৬ষ্ঠ আইপিএল ফাইনাল এবং দিল্লি ক্যাপিটালসের ১ম।[]

২০২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনাল
প্রতিযোগিতা২০২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
দিল্লি ক্যাপিটালস মুম্বই ইন্ডিয়ান্স
১৫৬/৭ ১৫৭/৫
(২০ ওভার) (১৮.৪ ওভার)
মুম্বই ইন্ডিয়ানস ৫ উইকেটে জয়ী
তারিখ১০ নভেম্বর ২০২০
মাঠদুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
ম্যাচসেরানিউজিল্যান্ডট্রেন্ট বোল্ট
আম্পায়ারনিতিন মেনন (ভারত)
ক্রিস গফানি (নিউজিল্যান্ড)

পটভূমি

সম্পাদনা

প্রতিযোগিতটি ২৯ মার্চ, ২০২০ এ অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত হয়েছিল, কিন্তু বিশ্বজুড়ে বয়ে যাওয়া করোনা ভাইরাস মহামারীর কারণে খেলাটিকে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখতে ৩ মে ২০২০ পর্যন্ত লকডাউন ঘোষণা করলে, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড খেলাটিকে অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত ঘোষণা করে। ২ আগস্ট ২০২০ এ ঘোষণা করা হয় যে, খেলাটি ১৯ সেপ্টেম্বর ও ১০ নভেম্বর সময়সীমার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।[][][] ১০ আগস্ট ২০২০, ভারত সরকার খেলাটি সংযুক্ত আরব আমিরাতে সম্পন্ন করতে অনুমতি প্রদান করে।[] খেলাটির সম্পূর্ণ সূচি নিশ্চিত করা হয় ৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে।[] ২৪ জুলাই ২০২০ তারিখে নিশ্চিত হয় যে, খেলাটি ১৯ সেপ্টেম্বর ২০২০ থেকে শুরু হচ্ছে।[] ২৫ অক্টোবর ২০২০ তারিখে বিসিসিআই ঘোষণা করে যে, ফাইনাল খেলাটি দুবাইতে অনুষ্ঠিত হবে।[১০]

ফাইনালের পথ

সম্পাদনা
মুম্বই ইন্ডিয়ান্স রাউন্ড দিল্লি ক্যাপিটালস
বিপক্ষ ফলাফল গ্রুপ পর্ব বিপক্ষ ফলাফল
চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে পরাজিত ম্যাচ ১ কিংস এলেভেন পাঞ্জাব সুপার ওভারে জয়ী
কলকাতা নাইট রাইডার্স ৪৯ রানে জয়ী ম্যাচ ২ চেন্নাই সুপার কিংস ৪৪ রানে জয়ী
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সুপার ওভারে পরাজিত ম্যাচ ৩ সানরাইজার্স হায়দ্রাবাদ ১৫ রানে পরাজিত
কিংস এলেভেন পাঞ্জাব ৪৮ রানে জয়ী ম্যাচ ৪ কলকাতা নাইট রাইডার্স ১৮ রানে জয়ী
সানরাইজার্স হায়দ্রাবাদ ৩৪ রানে জয়ী ম্যাচ ৫ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৫৯ রানে জয়ী
রাজস্থান রয়্যালস ৫৭ রানে জয়ী ম্যাচ ৬ রাজস্থান রয়্যালস ৪৭ রানে জয়ী
দিল্লি ক্যাপিটালস ৫ উইকেটে জয়ী ম্যাচ ৭ মুম্বই ইন্ডিয়ান্স ৫ উইকেটে পরাজিত
কলকাতা নাইট রাইডার্স ৮ উইকেটে জয়ী ম্যাচ ৮ রাজস্থান রয়্যালস ১৩ রানে জয়ী
কিংস এলেভেন পাঞ্জাব সুপার ওভারে পরাজিত ম্যাচ ৯ চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে জয়ী
চেন্নাই সুপার কিংস ১০ উইকেটে জয়ী ম্যাচ ১০ কিংস এলেভেন পাঞ্জাব ৫ উইকেটে পরাজিত
রাজস্থান রয়্যালস ৮ উইকেটে পরাজিত ম্যাচ ১১ কলকাতা নাইট রাইডার্স ৫৯ রানে পরাজিত
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৫ উইকেটে জয়ী ম্যাচ ১২ সানরাইজার্স হায়দ্রাবাদ ৮৮ রানে পরাজিত
দিল্লি ক্যাপিটালস ৯ উইকেটে জয়ী ম্যাচ ১৩ মুম্বই ইন্ডিয়ান্স ৯ উইকেটে পরাজিত
সানরাইজার্স হায়দ্রাবাদ ১০ উইকেটে পরাজিত ম্যাচ ১৪ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৬ উইকেটে জয়ী
গ্রুপ পর্বে ১ম স্থান
অব. দল খেলা জয় হার ফহ পয়েন্ট এনআরআর যোগ্যতা
মুম্বই ইন্ডিয়ান্স ১৪ ১৮ ১.১০৭ বাছাই পর্ব ১ এ অগ্রসর
গ্রুপে অবস্থান গ্রুপ পর্বে ২য় স্থান
অব. দল খেলা জয় হার ফহ পয়েন্ট এনআরআর যোগ্যতা
দিল্লি ক্যাপিটালস ১৪ ১৬ -০.১০৯ বাছাই পর্ব ১ এ অগ্রসর
বিপক্ষ ফলাফল প্লে-অফ বিপক্ষ ফলাফল
বাছাইপর্ব ১ বাছাইপর্ব ১
দিল্লি ক্যাপিটালস ৫৭ রানে জয়ী বাছাইপর্ব মুম্বই ইন্ডিয়ান্স ৫৭ রানে পরাজিত
বাছাইপর্ব ২
সানরাইজার্স হায়দ্রাবাদ ১৭ রানে জয়ী
২০২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনাল

বাছাইপর্ব ১

সম্পাদনা

প্লে-অফের প্রথম বাছাই খেলাটি অনুষ্ঠিত হয় গ্রুপ পর্যায়ে ১ম ও ২য় স্থান অর্জনকারী দল যথাক্রমে মুম্বই ইন্ডিয়ানসদিল্লি ক্যাপিটালস এর মধ্যে। উক্ত খেলার ফলাফলে বিজয়ী দলটি সরাসরি ফাইনাল খেলবে এবং পরাজিত দলটি, এলিমিনেটর পর্বের বিজয়ী দলের সাথে দ্বিতীয় বাছাইপর্বের মুখোমুখি হবে। বাছাইপর্ব-১ খেলায় টসে জিতে ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার টসে জিতে রোহিত শর্মাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।[১১] মাঠে নেমে রোহিত শর্মার দল রবিচন্দ্রন অশ্বিনের বোলিং আক্রমণে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান করতে সক্ষম হয়। ২০১ রানের জবাবে ব্যাট করতে মাঠে নেমে ইনিংসের প্রথম ৭ বলে দলীয় শূন্য রানে ৩ উইকেট হারিয়ে ভীষন চাপে পড়ে যায়[১২] এবং ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে দলের সংগ্রহ দাড়ায় ১৪৩। ফলে মুম্বই ইন্ডিয়ানস ৫ম বারের মতো আইপিএল শিরোপা অর্জনের পথে আরো একধাপ এগিয়ে যায়। [১৩]


৫ নভেম্বর ২০২০
১৯:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
মুম্বই ইন্ডিয়ান্স
২০০/৫ (২০ ওভার)
দিল্লি ক্যাপিটালস
১৪৩/৮ (২০ ওভার)
মুম্বই ইন্ডিয়ানস ৫৭ রানে জয়ী।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: নিতিন মেনন (ভারত) ও ক্রিস গফানি (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: জসপ্রীত বুমরাহ (মুম্বই ইন্ডিয়ানস)
  • দিল্লি ক্যাপিটালস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

এলিমিনেটর

সম্পাদনা

এলিমিনেটর খেলায় সানরাইজার্স টসে জিতে ব্যাঙ্গালোরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাট করতে নেমে বিরাট কোহলির দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করতে সক্ষম হয়।[১৪] প্রথম ইনিংসে জেসন হোল্ডার-এর বোলিংয়ে বিরাট কোহলি, পাদিক্কাল ও শিবম দুবের উইকেট তুলে নিয়ে ব্যাঙ্গালোরকে বড় স্কোরের পথে বাধা তৈরি করেন এবং দ্বিতীয় ইনিংসে অপর টেস্ট অধিনায়ক কেন উইলিয়ামসনের সাথে মিলে সানরাইজার্সকে পৌছে দেয় ভার্চুয়াল সেমি-ফাইনাল নামে পরিচিত দ্বিতীয় বাছাইপর্বে[১৫]

৬ নভেম্বর ২০২০
১৯:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
সানরাইজার্স হায়দ্রাবাদ ৬ উইকেটে জয়ী
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
আম্পায়ার: সুন্দরাম রবি(ভারত) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেন উইলিয়ামসন (সানরাইজার্স হায়দ্রাবাদ)

বাছাইপর্ব ২

সম্পাদনা
৮ নভেম্বর ২০২০
১৯:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
দিল্লি ক্যাপিটালস
১৮৯/৩ (২০ ওভার)
শিখর ধাওয়ান ৭৮ (৫০)
রশীদ খান ১/২৬ (৪ ওভার)
দিল্লি ক্যাপিটালস ১৭ রানে জয়ী।
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
আম্পায়ার: সুন্দরাম রবি (ভারত) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মার্কাস স্টইনিস (দিল্লি ক্যাপিটালস)
  • দিল্লি ক্যাপিটালস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

স্কোয়াড

সম্পাদনা
  • ফাইনাল একাদশে স্থান পাওয়া খেলোয়াড়দের গাঢ় করে দেখানো হয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্স ক্রম দিল্লি ক্যাপিটালস
খেলোয়াড় জাতীয়তা ভূমিকা খেলোয়াড় জাতীয়তা ভূমিকা
রোহিত শর্মা ()   টপঅর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার ()   টপঅর্ডার ব্যাটসম্যান
আনমুলপ্রীত সিং   ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন   বোলিং অল-রাউন্ডার
ট্রেন্ট বোল্ট   বোলার আভিষ খান   বোলার
জসপ্রীত বুমরাহ   বোলার অ্যালেক্স কেরি   উইকেট-রক্ষক-ব্যাটসম্যান
রাহুল চাহার   বোলার তুষার দেশপান্ডে   বোলার
নাথান কোল্টার-নাইল   বোলার শিখর ধাওয়ান   উদ্বোধনী ব্যাটসম্যান
কুইন্টন ডি কক   উইকেট-রক্ষক-ব্যাটসম্যান প্রবীন দুবে   বোলার
দিগ্বিজয় দেশমুখ   বোলার শিমরন হেটমায়ার   টপ অর্ডার ব্যাটসম্যান
ইশান কিষাণ   উইকেট-রক্ষক-ব্যাটসম্যান সন্দ্বীপ লামিচানে   বোলার
ধবল কুলকার্নি   বোলার ১০ এনরিখ নর্জে   বোলার
ক্রিস লিন   ব্যাটসম্যান ১১ ঋষব পন্ত   উইকেট-রক্ষক-ব্যাটসম্যান
মিচেল ম্যাকক্লেনাগান   বোলার ১২ অক্ষর প্যাটেল   বোলিং অল-রাউন্ডার
মোহসিন খান   বোলার ১৩ হার্শাল প্যাটেল   বোলার
হার্দিক পাণ্ড্য   অল-রাউন্ডার ১৪ কিমো পল   অল-রাউন্ডার
ক্রুনাল পাণ্ড্য   অল-রাউন্ডার ১৫ কাগিসো রাবাদা   বোলার
জেমস প্যাটিনসন   বোলার ১৬ অজিঙ্কা রাহানে   টপ অর্ডার ব্যাটসম্যান
কাইরন পোলার্ড   অল-রাউন্ডার ১৭ ড্যানিয়েল সামস   অল-রাউন্ডার
প্রিন্স বলবন্ত রায়   অল-রাউন্ডার ১৮ মোহিত শর্মা   বোলার
অনুকূল রায়   অল-রাউন্ডার ১৯ পৃথ্বি শ   উদ্বোধনী ব্যাটসম্যান
শেরফেন রাদারফোর্ড   মিডল-অর্ডার ব্যাটসম্যান ২০ মার্কাস স্টইনিস   মিডল-অর্ডার ব্যাটসম্যান
আদিত্য তারে   উইকেট-রক্ষক ২১ ললিত যাদব   অল-রাউন্ডার
সৌরভ তিওয়ারি   টপ অর্ডার ব্যাটসম্যান ২২ - - -
জয়ন্ত যাদব   বোলার ২৩ - - -
সূর্যকুমার যাদব   ব্যাটসম্যান ২৪ - - -
সূত্রঃ ক্রিকইনফো

স্কোরকার্ড

সম্পাদনা
১ম ইনিংস ব্যাটিং
দিল্লি ক্যাপিটালস
খেলোয়াড় অবস্থা রান বল স্ট্রাইক রেট
মার্কাস স্টইনিস ক. কুইন্টন, ব. বোল্ট ০.০০
শিখর ধাওয়ান স্টা. ব. জয়ন্ত ১৫ ১৩ ১১৫.৩৮
অজিঙ্কা রাহানে ক. কুইন্টন, ব. বোল্ট ৫০.০০
শ্রেয়াস আইয়ার অপরাজিত ৬৫ ৫০ ১৩০.০০
ঋষব পন্ত ক. হার্দিক পাণ্ড্য, ব. নাথান কোল্টার-নাইল ৫৬ ৩৮ ১৪৭.৩৬
শিমরন হেটমায়ার ক. নাথান কোল্টার-নাইল, ব. ট্রেন্ট বোল্ট ১০০.০০
অক্ষর প্যাটেল ক.(সাব)অনুকূল রায়, ব. নাথান কোল্টার-নাইল ১০০.০০
কাগিসো রাবাদা রান আউট (সূর্যকুমার যাদব/নাথান কোল্টার-নাইল) ০.০০

ব্যাট করেনি :প্রবীন দুবে, রবিচন্দ্রন অশ্বিন, এনরিখ নর্জে

১ম ইনিংস বোলিং
মুম্বই ইন্ডিয়ান্স
বোলার ওভার মেডেন রান উইকেট ইকোনমি
ট্রেন্ট বোল্ট ৩০ ৭.৫০
জসপ্রীত বুমরাহ ২৮ ৭.০০
জয়ন্ত যাদব ২৫ ৬.২৫
নাথান কোল্টার-নাইল ২৯ ৭.২৫
ক্রুনাল পাণ্ড্য ৩০ ১০.০০
কাইরন পোলার্ড ১৩ ১৩.০০

উইকেট পতন: ১-০ (মার্কাস স্টইনিস, ০.১ ওভার), ২-১৬ (অজিঙ্কা রাহানে, ২.৪ ওভার), ৩-২২ (শিখর ধাওয়ান, ৩.৩ ওভার), ৪-১১৮ (ঋষভ পন্ত, ১৪.৬ ওভার), ৫-১৩৭ (শিমরন হেটমায়ার, ১৭.২ ওভার), ৬-১৪৯ (অক্ষর প্যাটেল, ১৯.২ ওভার), ৭-১৫৬ (কাগিসো রাবাদা, ১৯.৬ ওভার)

২য় ইনিংস ব্যাটিং
মুম্বই ইন্ডিয়ান্স
খেলোয়াড় অবস্থা রান বল স্ট্রাইক রেট
রোহিত শর্মা ক. (সাব) ললিত যাদব, ব. এনরিখ নর্জে ৬৮ ৫১ ১৩৩.৩৩
কুইন্টন ডি কক ক. ঋষব পন্ত, ব. মার্কাস স্টইনিস ২০ ১২ ১৬৬.৬৬
সূর্যকুমার যাদব রান আউট, (প্রবীন দুবে / ঋষব পন্ত) ১৯ ২০ ৯৫.০০
ইশান কিষাণ অপরাজিত ৩৩ ১৯ ১৭৩.৬৮
কাইরন পোলার্ড ব. কাগিসো রাবাদা ২২৫.০০
হার্দিক পাণ্ড্য ক.অজিঙ্কা রাহানে, ব. এনরিখ নর্জে ৬০.০০
ক্রুনাল পাণ্ড্য অপরাজিত ১০০.০০

ব্যাট করেনি: জয়ন্ত যাদব, নাথান কোল্টার-নাইল, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ

২য় ইনিংস বোলিং
দিল্লি ক্যাপিটালস
বোলার ওভার মেডেন রান উইকেট ইকোনমি
রবিচন্দ্রন অশ্বিন ২৮ ৭.০০
কাগিসো রাবাদা ৩২ ১০.৬৬
এনরিখ নর্জে ২.৪ ২৫ ৯.৩৭
মার্কাস স্টইনিস ২৩ ১১.৫০
অক্ষর প্যাটেল ১৬ ৪.০০
প্রবীন দুবে ২৯ ৯.৬৬

উইকেট পতন: ১-৪৫ (কুইন্টন ডি কক, ৪.১ ওভার), ২-৯০ (সূর্যকুমার যাদব, ১০.৫ ওভার), ৩-১৩৭ (রোহিত শর্মা, ১৬.২ ওভার), ৪-১৪৭ (কাইরন পোলার্ড, ১৭.১ ওভার), ৫-১৫৬ (হার্দিক পাণ্ড্য, ১৮.৩ ওভার)

সার-সংক্ষেপ

সম্পাদনা

খেলার সারাংশ

সম্পাদনা
১০ নভেম্বর ২০২০
১৯:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
দিল্লি ক্যাপিটালস
১৫৬/৭ (২০ ওভার)
মুম্বই ইন্ডিয়ান্স
১৫৭/৫ (১৮.৪ ওভার)
রোহিত শর্মা ৬৮ (৫১)
এনরিখ নর্জে ২/২৫ (২.৪ ওভার)
  • দিল্লি ক্যাপিটালস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • রোহিত শর্মা আইপিএলে ৩৯তম অর্ধ-শতক রানের মাইলফলক স্পর্শ করেন এবং মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ৪,০০০ রান সংগ্রহের রেকর্ড তৈরি করেন।[১৭]
  • মুম্বই ইন্ডিয়ান পঞ্চমবারের মতো আইপিএলের শিরোপা গ্রহণ করে।[১৮]

ইনিংস সংক্ষেপ

সম্পাদনা
দিল্লি ক্যাপিটাল ইনিংস

দিল্লি ক্যাপিটালসের ইনিংস শুরু হয় উইকেট পতনের মধ্য দিয়ে। নিউজিল্যান্ডের বাম-হাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টের প্রথম বলটি খেলতে গিয়ে অস্ট্রেলিয়ান অল-রাউন্ডার মার্কাস স্টইনিস ধরা পরে যান উইকেটের পেছনে থাকা ইংলিশ উইকেট-রক্ষক-ব্যাটসম্যান কুইনটন ডি ককের হাতে। বোল্ট তার দ্বিতীয় ওভারেও একই পদ্ধতিতে তুলেন ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্কা রাহানেকে। দলীয় ১৬ রান ও ব্যক্তিগত ২ রানের সংগ্রহ নিয়ে মাঠ ছাড়েন রাহানে। তৃতীয় ওভারে জয়ন্ত যাদব এর প্রথম ওভারের তৃতীয় বলে খেলতে গিয়ে আউট হয়ে যান শিখর ধাওয়ান। এরপর শ্রেয়াস আইয়ারঋষব পন্ত মিলে দলকে নিয়ে যায় ১৪তম ওভারে দলীয় স্কোর ১০৮। শেষ পর্যন্ত শ্রেয়াস আইয়ার অপরাজিত থেকে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

মুম্বইয়ের ইনিংস

১৫৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অধিনায়ক রোহিত শর্মাকুইন্টন ডি কক চমৎকার শুরু করে। রবিচন্দ্রন অশ্বিনের ১ম ও ইনিংসের ১ম ওভারে মুম্বইয়ের সংগ্রহ হয় ৮ রান, পরবর্তী ওভারে বল করতে আসে কাগিসো রাবাদা, ১৮ রান দিয়ে ওভার শেষ করলে মুম্বইয়ের সংগ্রহ দাড়ায় কোন উইকেট না হারিয়ে দুই ওভারে ২৬ রান। রোহিত শর্মার অসাধারণ ব্যাটিংয়ে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ৪,০০০ রানের মাইল ফলক স্পর্শ করে, ২য় ভারতীয় খেলোয়াড় হিসাবে ২০০তম আইপিএলের ম্যাচ খেলেন এবং ৩৯তম আইপিএল অর্ধ-শতক রান সংগ্রহ করেন।[১৯] স্টইনিস এর বলে কুইন্টন আউট এবং নিজের ভুলের কারণে সূর্যকুমার যাদব আউট হয়ে গেলেও প্রত্যাশিত রান রেটকে সবসময় চলমান রানরেটের নিচেই রাখেন শর্মা।[]

পুরস্কার বিতরণ

সম্পাদনা
আইপিএল ২০২০ পুরস্কারসমূহ
খেলোয়াড় দল পুরস্কার
লোকেশ রাহুল কিংস এলেভেন পাঞ্জাব ওরেঞ্জ ক্যাপ
কাগিসো রাবাদা দিল্লি ক্যাপিটালস বেগুনি ক্যাপ
জোফ্রা আর্চার রাজস্থান রয়্যালস সবচেয়ে মূল্যবান খেলোয়াড়

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "IPL 2020 to start on September 19, final on November 8 or 10"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০ 
  2. "IPL 2019: How much prize money will winners, runners up take home?"Indian Express। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৯ 
  3. "Trent Boult and Rohit Sharma help dominant Mumbai Indians coast to fifth IPL title"www.espncricinfo.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২০ 
  4. "IPL 2020 TO BE PLAYED FROM 19TH SEPTEMBER TO 10TH NOVEMBER 2020"Indian Premier League,BCCI। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০ 
  5. "Dates confirmed for 2020 Indian Premier League"International Cricket Council। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২০ 
  6. "Indian government gives IPL 2020 the green signal"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০ 
  7. "IPL 2020: BCCI gets government go-ahead to conduct tournament in UAE"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২০ 
  8. "IPL 2020: Mumbai Indians to begin against Chennai Super Kings"BBC Sport। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০ 
  9. "IPL 2020 set to begin on September 19"Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২০ 
  10. "Dubai to host IPL 2020 final"Cricbuzz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-২৬ 
  11. "Trent Boult, Jasprit Bumrah, Ishan Kishan and Hardik Pandya lead rampant Mumbai Indians into final"www.espncricinfo.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২০ 
  12. "IPL 2020: Ruthless Mumbai Indians Crush Delhi Capitals to Book Berth in Yet Another Final"News18 (ইংরেজি ভাষায়)। ৫ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২০ 
  13. "In a league of their own: Mumbai Indians annihilate DC to book quick berth in the final"The Indian Express (ইংরেজি ভাষায়)। ৬ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২০ 
  14. "IPL 2020 Live Score, SRH vs RCB Eliminator, Today's Match at Abu Dhabi: SRH Restrict RCB to 131/7"News18 (ইংরেজি ভাষায়)। ৬ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২০ 
  15. "Dream11 IPL 2020, Eliminator: SRH vs RCB – Match Report"www.iplt20.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২০ 
  16. "Williamson, Holder see through wobbly Sunrisers chase to knock out Royal Challengers"www.espncricinfo.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২০ 
  17. "MI vs DC., Indian Premier League Final: Rohit Sharma Completes 4,000 Runs For Mumbai Indians | Cricket News"NDTVSports.com। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২০ 
  18. "Trent Boult and Rohit Sharma help dominant Mumbai Indians coast to fifth IPL title"www.espncricinfo.com। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২০ 
  19. "MI vs DC., Indian Premier League Final: Rohit Sharma Completes 4,000 Runs For Mumbai Indians | Cricket News"NDTVSports.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা