২০২০–২১ ইন্ডিয়ান সুপার লিগ

২০২০–২১ ইন্ডিয়ান সুপার লিগ ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) গঠনের পরে সপ্তম মৌসুম এবং এটি ভারতীয় ফুটবল লিগ ব্যবস্থার শীর্ষ বিভাগের ২৫তম মরসুম। এই মৌসুম ২০২০ সালের ২০ নভেম্বের থেকে মার্চ ২০২১ সাল পর্যন্ত চলবে এবং ভারতে চলমান কোভিড-১৯ মহামারীর কারণে গোয়ার তিনটি মাঠে জুড়ে বন্ধ দরজার পিছনে আয়োজন করা হবে।

ইন্ডিয়ান সুপার লিগ
লিগের পোস্টার
মৌসুম২০২০–২১
তারিখ২০ নভেম্বর ২০২০ – মার্চ ২০২১
চ্যাম্পিয়নমুম্বই সিটি এফসি (প্রথম শিরোপা)
শীর্ষ স্থানেমুম্বই সিটি এফসি (প্রথম শিরোপা)
চ্যাম্পিয়ন্স লিগমুম্বই সিটি এফসি
এএফসি কাপএটিকে মোহনবাগান এফসি
মোট খেলা২৫
মোট গোলসংখ্যা৫১ (ম্যাচ প্রতি ২.০৪টি)
শীর্ষ গোলদাতাইগর অ্যাঙ্গুলো
(৬ টি গোল)
সবচেয়ে বড় হোম জয়মুম্বই সিটি ৩–০ ইস্টবেঙ্গল
(১ ডিসেম্বর ২০২০)
সর্বোচ্চ স্কোরিংগোয়া ২–২ বেঙ্গালুরু
(২২ নভেম্বর ২০২০)
কেরালা ব্লাস্টার্স ২–২ নর্থইস্ট ইউনাইটেড
(২৬ নভেম্বর ২০২০)
জামশেদপুর ২–২ কেরালা ব্লাস্টার্স
(২৯ নভেম্বর ২০২০)
গোয়া ৩-১ কেরালা ব্লাস্টার্স
(৬ ডিসেম্বর ২০২০)
দীর্ঘতম টানা জয়মুম্বই সিটি
(৪ টি খেলা)
দীর্ঘতম টানা অপরাজিতনর্থইস্ট ইউনাইটেড
(৫টি খেলা)
দীর্ঘতম টানা জয়বিহীনইস্টবেঙ্গল, ওড়িশা, কেরালা ব্লাস্টার্স
(৪টি খেলা)
দীর্ঘতম টানা পরাজয়ইস্টবেঙ্গল, ওড়িশা
(৩টি খেলা)
মোট উপস্থিতিনাই
সব পরিসংখ্যান ১২ ডিসেম্বর ২০২০ অনুযায়ী সঠিক।

এটিকে ২০২০ সালের আইএসএল ফাইনালে চেন্নাইকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। যাইহোক, ২০২০ সালের জুলাই মাসে, ক্লাবটি আই-লিগ ক্লাব মোহনবাগানের সঙ্গে একত্রিত হয়ে এটিকে মোহনবাগান ক্লাব গঠন করে। গোয়া গত মৌসুমের লিগ উইনার্স শিল্ড জয়ী দল।[]

গত মৌসুম থেকে পরিবর্তনগুলি

সম্পাদনা
  • প্রতিটি ক্লাবের ন্যূনতম পাঁচ এবং সর্বোচ্চ সাতজন বিদেশী খেলোয়াড় স্বাক্ষর করার সুযোগ আছে, কিন্তু গত মরসুমের মত অন্তত একজন বিদেশী খেলোয়াড় থাকা উচিত, যারা এএফসি অনুমোদিত দেশের বাসিন্দা।[]
  • সর্বোচ্চ স্কোয়াডের আকার বৃদ্ধি করা হয়। ক্লাবগুলিকে তাদের স্কোয়াডে ৩৫ জন পর্যন্ত খেলোয়াড় নিবন্ধন করার অনুমতি দেওয়া হয়।[]
  • অনুমোদিত খেলোয়াড় প্রতিস্থাপনের সংখ্যা ৩ জন থেকে বৃদ্ধি করে ৫ জন করা হয়।[]
  • কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০-২১ মৌসুমের সব ম্যাচ গোয়ার তিনটি মাঠে বন্ধ দরজার পিছনে দর্শক শূন্য ভাবে খেলা হয়।[] মাঠগুলো হল মারগাওয়ের ফতোরদা স্টেডিয়াম, বাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম ও ভাস্কো দা গামার তিলক ময়দান স্টেডিয়াম[] প্রতিটি দলের জন্য আয়োজক মাঠ ২০২০ সালের ১৮ আগস্ট উন্মোচিত হয়।[]
  • ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর ইস্টবেঙ্গল লিগে যোগ দেয় এবং এভাবে ক্লাবটি লিগের ১১তম দলে পরিণত হয়।[][][১০]

দলসমূহ

সম্পাদনা

স্টেডিয়াম ও অবস্থান

সম্পাদনা
দল অবস্থান ঘরের মাঠ ধারণ ক্ষমতা
এটিকে মোহনবাগান কলকাতা, পশ্চিমবঙ্গ ফতোরদা স্টেডিয়াম[] ১৮,৬০০
বেঙ্গালুরু ব্যাঙ্গালোর, কর্ণাটক
গোয়া মারগাও, গোয়া
চেন্নাইয়ান চেন্নাই, তামিলনাড়ু জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়াম[] ৩০,০০০
কেরালা ব্লাস্টার্স কোচি, কেরল
মুম্বই সিটি মুম্বই, মহারাষ্ট্র
ওড়িশা ভুবনেশ্বর, ওড়িশা
ইস্টবেঙ্গল কলকাতা, পশ্চিমবঙ্গ তিলক ময়দান স্টেডিয়াম[][১১] ৫,০০০
হায়দ্রাবাদ হায়দ্রাবাদ, তেলেঙ্গানা
জামশেদপুর জামশেদপুর, ঝাড়খণ্ড
নর্থইস্ট ইউনাইটেড গুয়াহাটি, আসাম

নিয়মিত মৌসুম

সম্পাদনা

লিগ টেবিল

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
মুম্বই সিটি (Q) ২০ ১২ ৩৫ ১৮ +১৭ ৪০ ২০২২ এএফসি চ্যাম্পিয়ন্স লিগআইএসএল প্লে-অফ র জন্য বাছাইপর্ব
এটিকে মোহন বাগান (Q) ২০ ১২ ২৮ ১৫ +১৩ ৪০ আইএসএল প্লে-অফে অগ্রসর
নর্থইস্ট ইউনাইটেড (Q) ২০ ৩১ ২৫ +৬ ৩৩
গোয়া (Q) ২০ ১০ ৩১ ২৩ +৮ ৩১
হায়দ্রাবাদ ২০ ১১ ২৭ ১৯ +৮ ২৯
জামশেদপুর ২০ ২১ ২২ −১ ২৭
বেঙ্গালুরু ২০ ২৬ ২৮ −২ ২২
চেন্নাইয়িন ২০ ১১ ১৭ ২৩ −৬ ২০
ইস্টবেঙ্গল ২০ ২২ ৩৩ −১১ ১৭
১০ কেরালা ব্লাস্টার্স ২০ ২৩ ৩৬ −১৩ ১৭
১১ ওড়িশা ২০ ১২ ২৫ ৪৪ −১৯ ১২
১ মার্চ ২০২১ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ইন্ডিয়ান সুপার লিগ
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১ পয়েন্ট; ২) হেড-টু-হেড পয়েন্ট; ৩) হেড-টু-হেড গোল পার্থক্য; ৪) হেড-টু-হেড গোল করা; ৫) গোল পার্থক্য; ৬) গোল সংখ্যা; ৭) ন্যায্য খেলা র্যাঙ্কিং; ৮) অঙ্কন
(Q) নির্দেশিত পর্বে উত্তীর্ণ।


স্বাগতিক \ সফরকারী AMB BEN CHE EAB GOA HYD JAM KER MCI NEU OFC
এটিকে মোহনবাগান ১–০ ১–০ ৩–১ ১–০ ১–১ ১–০ ৩–২ ০–১ ২–০ ১–০
বেঙ্গালুরু ০–২ ০–০ ০–১ ১–২ ০–০ ০–১ ৪–২ ১–৩ ২–২ ১–১
চেন্নাইয়িন ০–০ ০–১ ০–০ ২–২ ১–৪ ০–১ ০–০ ১–১ ৩–৩ ০–০
ইস্টবেঙ্গল ০–২ ০–২ ২–২ ১–১ ১–১ ০–০ ১–১ ০–১ ১–২ ৩–১
গোয়া ১–১ ২–২ ১–২ ১–১ ০–০ ৩–০ ৩–১ ০–১ ১–১ ৩–১
হায়দ্রাবাদ ২–২ ২–২ ২–০ ৩–২ ১–২ ১–১ ৪–০ ০–২ ০–০ ১–১
জামশেদপুর ২–১ ৩–২ ১–২ ১–২ ১–২ ০–০ ২–৩ ২–০ ১–২ ২–২
কেরালা ব্লাস্টার্স ০–১ ২–১ ১–১ ১–১ ১–১ ২–০ ০–০ ১–২ ২–২ ২–৪
মুম্বই সিটি ২–০ ২–৪ ২–১ ৩–০ ৩–৩ ১–১ ১–১ ২–০ ১–২ ২–০
নর্থইস্ট ইউনাইটেড ২–১ ১–১ ০–০ ২–০ ২–২ ২–৪ ০–১ ২–০ ১–০ ৩–১
ওড়িশা ১–৪ ১–২ ১–২ ৬–৫ ০–১ ০–১ ০–১ ২–২ ১–৬ ২–২
উৎস: ইন্ডিয়ান সুপার লিগ
রং: নীল = স্বাগতিক দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = সফরকারী দল বিজয়ী।

প্লে-অফ পর্ব

সম্পাদনা

বন্ধনী

সম্পাদনা
  সেমিফাইনাল ফাইনাল
                 
 মুম্বই সিটি (পে.) ২(৬)  
 গোয়া ২(৫)  
     মুম্বই সিটি
   এটিকে মোহনবাগান
 এটিকে মোহনবাগান
 নর্থইস্ট ইউনাইটেড  

সেমি-ফাইনাল

সম্পাদনা
দল ১ সমষ্টি দল ২ ১ম লেগ ২য় লেগ
মুম্বই সিটি ২–২
(৬–৫ পে.)
গোয়া ২–২ ০–০
এটিকে মোহনবাগান ৩–২ নর্থইস্ট ইউনাইটেড ১–১ ২–১

ফাইনাল

সম্পাদনা
মুম্বই সিটি২–১এটিকে মোহনবাগান
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ০
রেফারি: তেজস নাগাভেনকর (ভারত)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ATK best Chennaiyin in Hero ISL 2019-20 final to clinch record third title"ISL। ১৪ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২০ 
  2. Kundu, Abhishek (২৭ এপ্রিল ২০২০)। "ISL makes it mandatory for teams to have at least one AFC-affiliated foreign player"sportskeeda.com। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০ 
  3. Nisanth V Easwar। "Indian Super League's regulations for 2020-21 season"www.goal.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২২ 
  4. "ISL allows maximum five substitutes for 2020-21 season"ESPN। ১১ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২০ 
  5. "ISL to be held in three venues in Goa: Organisers"Hindustan Times। ১৬ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "Goa gets a thumbs up to stage Hero Indian Super League 2020-21"Indian Super League। ১৬ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০ 
  7. Mergulhao, Marcus। "ISL opts for league standings to decide groups and home grounds"The Times of India। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০ 
  8. "অবশেষে ঘোষণা, আইএসএলে ইস্টবেঙ্গল"। www.anandabazar.com। আনন্দবাজার পত্রিকা। ২৮ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০ 
  9. "অপেক্ষার অবসান, সরকারিভাবে আইএসএলে যোগ দিল ইস্টবেঙ্গল, ঘোষণা নীতা আম্বানির"। www.sangbadpratidin.in। সংবাদ প্রতিদিন। ২৭ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২০ 
  10. "Nita Ambani: East Bengal's inclusion throws open limitless opportunities for Indian football"indiansuperleague.com। ২৭ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২০ 
  11. Sportstar, Team। "ISL 2020-21 full fixtures: Complete ISL schedule, match timings in IST, teams and venues"Sportstar (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-৩০ 

বহিঃসংযোগ

সম্পাদনা