২০১৮ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ

২০১৮ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ হল একটি সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যেটি ২০১৮ সালের ১৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়।[] এটি টুর্নামেন্টের দ্বাদশতম সংস্করণ এবং ২০০২২০১০ সালের পরে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত তৃতীয় আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপনিউজিল্যান্ড একমাত্র দেশ যে তৃতীয়বারের মত এ প্রতিযোগিতা আয়োজন করে।[]

২০১৮ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ
তারিখ১৩ জানুয়ারি৩ ফেব্রুয়ারি
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরন৫০ ওভার (যুব ওডিআই)
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন এবং নক-আউট
আয়োজক নিউজিল্যান্ড
বিজয়ী ভারত (৪র্থ শিরোপা)
রানার-আপ অস্ট্রেলিয়া
অংশগ্রহণকারী দলসংখ্যা১৬
খেলার সংখ্যা৪৮
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ভারত শুভমান গিল
সর্বাধিক রান সংগ্রহকারীক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এলিক আথানাজে (৪১৮)
সর্বাধিক উইকেটধারীভারত অনুকূল রায় (১৪)
আফগানিস্তান কাইস আহমেদ (১৪)
কানাডা ফয়সল জামখন্ডি (১৪)
আনুষ্ঠানিক ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

যোগ্যতা

সম্পাদনা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসির) পূর্ণ সদস্যপদে থাকা ১০টি দেশ স্বয়ংক্রিয়ভাবে টুর্নামেন্টে খেলার জন্য যোগ্যতা অর্জন করতে পারবে। নামিবিয়া ২০১৬ বিশ্বকাপে ৭ম স্থান অর্জন এবং শীর্ষ সহযোগী দল হিসেবে খেলার যোগ্যতা অর্জন করবে।[] অন্যান্য অতিরিক্ত দলগুলি তাদের বিভিন্ন আঞ্চলিক প্রতিযোগিতায় খেলার মাধ্যমে যোগ্যতা অর্জন করতে হবে।

দলসমূহ যোগ্যতার ধরন
  অস্ট্রেলিয়া আইসিসির পূর্ণাঙ্গ সদস্য
  বাংলাদেশ আইসিসির পূর্ণাঙ্গ সদস্য
  ইংল্যান্ড আইসিসির পূর্ণাঙ্গ সদস্য
  ভারত আইসিসির পূর্ণাঙ্গ সদস্য
  নিউজিল্যান্ড আইসিসির পূর্ণাঙ্গ সদস্য
  পাকিস্তান আইসিসির পূর্ণাঙ্গ সদস্য
  দক্ষিণ আফ্রিকা আইসিসির পূর্ণাঙ্গ সদস্য
  শ্রীলঙ্কা আইসিসির পূর্ণাঙ্গ সদস্য
  ওয়েস্ট ইন্ডিজ আইসিসির পূর্ণাঙ্গ সদস্য
  জিম্বাবুয়ে আইসিসির পূর্ণাঙ্গ সদস্য
  নামিবিয়া ২০১৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে শীর্ষ সহযোগী দল হিসেবে
  আফগানিস্তান এসিসি অনূর্ধ্ব-১৯ প্রিমিয়ার লিগ থেকে
  কেনিয়া আইসিসি আফ্রিকা অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন বিভাগ এক থেকে
  কানাডা আইসিসি আমেরিকার অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশীপ থেকে
  পাপুয়া নিউগিনি ইএপি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ট্রফি থেকে
  আয়ারল্যান্ড আইসিসি ইউরোপ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশীপ থেকে

আয়োজক মাঠগুলো

সম্পাদনা

আম্পায়ার

সম্পাদনা

৩ জান ২০১৮ সালে আইসিসি প্রতিযোগিতা পরিচালনার জন্য ১৭ জন আম্পায়ার নিয়োগ দেয়, এছাড়াও জেফ ক্রো, দেব গোবিন্দজি, ডেভিড জুকস এবং গ্রেইম লেব্রয় চার জন ম্যাচ রেফারি হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। []

গ্রুপ পর্ব

সম্পাদনা

প্লেট লিগ

সম্পাদনা

সুপার লিগ

সম্পাদনা
  ৫ম স্থান প্লে-অফ সুপার লিগ প্লে-অফ সেমি-ফাইনাল সুপার লিগ কোয়ার্টার-ফাইনাল সুপার লিগ সেমি-ফাইনাল ফাইনাল
                                               
     বি২    অস্ট্রেলিয়া  ১২৭ (৩৩.৩)  
     সি১    ইংল্যান্ড  ৯৬ (২৩.৪)  
   সি১    ইংল্যান্ড  ২১৬ (৪৭.২)        বি২    অস্ট্রেলিয়া  ১৮২/৪ (৩৭.৩)  
   সি২    বাংলাদেশ  ২২০/৫ (৪৭.৩)        ডি২    আফগানিস্তান  ১৮১ (৪৮)  
   এ১    নিউজিল্যান্ড  ১০৭ (২৮.১)
     ডি২    আফগানিস্তান  ৩০৯/৬ (৫০)  
   এ২    দক্ষিণ আফ্রিকা  ১৮০/২ (৩৮.৩)        বি২    অস্ট্রেলিয়া  ২১৬ (৪৭.২)
   সি২    বাংলাদেশ  ১৭৮ (৪১.৪)        বি১    ভারত  ২২০/২ (৩৮.৫)
     এ২    দক্ষিণ আফ্রিকা  ১৮৯/৯ (৫০)  
       ডি১    পাকিস্তান  ১৯০/৭ (৪৭.৫)  
 এ১    নিউজিল্যান্ড  ২১১ (৪৩.৫)        ডি১    পাকিস্তান  ৬৯ (২৯.৩)
  ৭ম স্থান প্লে-অফ      এ২    দক্ষিণ আফ্রিকা  ২৮৪/৬ (৫০)        বি১    ভারত  ১৭৬/০ (৩৫.২)     ৩য় স্থান প্লে-অফ
   সি১    ইংল্যান্ড  ২৬১/৭ (৫০)    বি১    ভারত  ২৬৫ (৪৯.২)    ডি১    পাকিস্তান  
   এ১    নিউজিল্যান্ড  ২২৯ (৪৭.১)      সি২    বাংলাদেশ  ১৩৪ (৪২.১)      ডি২    আফগানিস্তান  

স্থান নির্ধারক ম্যাচ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Tauranga, Whangarei to host U-19 World Cup games"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৭ 
  2. (10 January 2016). "BACK TO THE FUTURE - History of ICC U19 Cricket World Cup" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ মার্চ ২০১৬ তারিখে – International Cricket Council. Retrieved 14 February 2016.
  3. Andrew Nixon (11 February 2016). "Namibia beat Nepal – secure 2018 qualification" – CricketEurope. Retrieved 14 February 2016.
  4. "Match officials appointed for U19 Cricket World Cup"International Cricket Council। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৮