২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – মহিলাদের ৪ x ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে
২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ৪×১০০মিটার ফ্রিস্টাইল রিলে বিভাগের প্রতিযোগিতা আগস্টের ৯ (যোগ্যতাপর্ব) ও ১০ (ফাইনাল) তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগ একটি ফ্রিস্টাইল প্রতিযোগিতা এবং সাঁতারুরা সাধারণতঃ ফ্রন্ট ক্রল সাঁতার কাটেন। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় চারজন সাঁতারুর প্রত্যেককে পুলটি দুইবার পার করতে হয়। প্রথম সাঁতারু দেওয়াল ধরার পরেই অন্য সাঁতারু জলে ঝাঁপাতে পারে; ফলে এই প্রতিযোগিতায় পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব অপরিসীম।
XXIX অলিম্পিয়াড খেলায় মহিলাদের ৪ x ১০০মিটার ফ্রিস্টাইল রিলে | |
---|---|
স্থান | বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার |
তারিখ | ৯ই আগস্ট (যোগ্যতানির্ণায়ক পর্ব) ১০ই আগস্ট (ফাইনাল) |
প্রতিযোগী | ১৬টি দেশের ৭১ জন প্রতিযোগী |
পদকবিজয়ী | |
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতারের বিভাগসমূহ | ||||
---|---|---|---|---|
ফ্রিস্টাইল | ||||
৫০মিটার | পুরুষ | মহিলা | ||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
৮০০মিটার | মহিলা | |||
১৫০০মিটার | পুরুষ | |||
ব্যাকস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্রেস্টস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
বাটারফ্লাই | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্যক্তিগত মেডলি | ||||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
ফ্রিস্টাইল রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪×২০০মিটার | পুরুষ | মহিলা | ||
মেডলি রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
ম্যারাথন | ||||
১০কিমি | পুরুষ | মহিলা |
ফাইনাল ছাড়া সর্বমোট দু'টি হিট অনুষ্ঠিত হয় এবং প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক আটটি দল অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর কোনো দলের অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮টি দল নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটটি দল পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনালে একটি দলে সদস্য বদল হতে পারে।
মোট ১৬টি NOC এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে। এই ১৬টি NOC-এর মধ্যে ২০০৭ বিশ্ব অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপেসেরা সময় করা ১২টি দল ছিল; সেই সঙ্গে ছিল যোগ্যতা নির্ণায়ক পর্বে সেরা সময় করা প্রথম ৪টি দল।
* যে সকল সাঁতারু শুধুমাত্র হিটে অংশগ্রহণ করেছিলেন এবং সেই সুবাদে পদক জিতেছিলেন।
রেকর্ড
সম্পাদনাএই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | নেদারল্যান্ডস (NED) ইঙ্গে ডেকার রানোমি ক্রোমোউইজোজো ফেমকে হিমস্কার্ক মার্লিন ভেলধুইস |
৩:৩৩.৬২ ৫৩.৭৭ ৫৩.৬১ ৫৩.৬২ ৫২.৬২ |
আইন্দহোভেন,নেদারল্যান্ডস | ১৮ই মার্চ ২০০৮ | [১] |
অলিম্পিক রেকর্ড | অস্ট্রেলিয়া (AUS) অ্যালিস মিলস লিবি লেন্টন পেট্রিয়া থমাস জুডি হেনরি |
৩:৩৫.৯৪ ৫৪.৭৫ ৫৩.৫৭ ৫৪.৬৭ ৫২.৯৫ |
অ্যাথেন্স,গ্রীস | ১৪ই আগস্ট ২০০৪ | - |
এই অলিম্পিকে যে সব বিশ্ব ও অলিম্পিক রেকর্ড গড়া হয়, সে গুলি নিচে দেওয়া হল।
তারিখ | বিভাগ | নাম | রাষ্ট্র | সময় | OR | WR |
---|---|---|---|---|---|---|
১০ই আগস্ট | ফাইনাল | ইঙ্গে ডেকার রানোমি ক্রোমোউইজোজো ফেমকে হিমস্কার্ক মার্লিন ভেলধুইস |
নেদারল্যান্ডস | ৩:৩৩.৭৬ | OR |
এছাড়া, এই বিভাগের ফাইনালে, জার্মানির লিড-অফ সাঁতারু ব্রিটা স্টিফেন ৫৩.৩৮ সময়ে মহিলাদের ১০০মিটার ফ্রিস্টাইলে নতুন অলিম্পিক রেকর্ড গড়েন। পরে, ব্যক্তিগত বিভাগের ফাইনালে তিনি ৫৩.১২ সেকেন্ড সময়ে সেই রেকর্ড আরও ভালো করে স্বর্ণপদক জেতেন।
ফলাফল
সম্পাদনাহিট
সম্পাদনাAS = এশীয় রেকর্ড (Asian Record) DNS = শুরু করেনি (Did Not Start)
ফাইনাল
সম্পাদনাক্রম | লেন | NOC | নাম | সময় | টিকা |
---|---|---|---|---|---|
৬ | নেদারল্যান্ডস ইঙ্গে ডেকার | রানোমি ক্রোমোউইজোজো | ফেমকে হিমস্কার্ক | মার্লিন ভেলধুইস |
৩:৩৩.৭৬' ৫৪.৩৭/৫৩.৩৯ ৫৩.৪২/৫২.৫৮ |
OR | ||
৩ | মার্কিন যুক্তরাষ্ট্র নাতালি কলিন | ল্যাসি নিমেয়ার | কারা লিন জয়েস | দারা টোরেস |
৩:৩৪.৩৩ ৫৪.০০/৫৩.৯১ ৫৩.৯৮/৫২.৪৪ |
NR | ||
৭ | অস্ট্রেলিয়া কেট ক্যাম্পবেল | অ্যালিস মিলস | মেলানি শ্ল্যাঙ্গার | লিসবেথ ট্রিকেট |
৩:৩৫.০৫ ৫৪.৪৩/৫৪.৪৩ ৫৩.৮৫/৫২.৩৪ |
CR | ||
৪ | ৪ | চীন ঝু ইংওয়েন | ট্যাং ই | ঝু ইয়ানওয়েই | প্যাং জিয়াইং |
৩:৩৫.৬৪ ৫৪.১২/৫৪.১৯ ৫৪.৬৪/৫২.৬৯ |
AR | |
৫ | ৫ | জার্মানি ব্রিটা স্টিফেন | মেইক ফ্রিট্যাগ | ড্যানিয়েলা গোটজ | অ্যাঞ্জা বশশুল্ট |
৩:৩৬.৮৫ ৫৩.৩৮(OR)/৫৪.৩০ ৫৫.৩৪/৫৩.৮৩ |
||
৬ | ২ | ফ্রান্স সেলিন কোডার্ক | আলিনা পপচাঙ্কা | ওফেলি-সিরিল এটিয়েন | মালিয়া মেটেলা |
৩:৩৭.৬৮ ৫৪.৩২/৫৪.৫৪ ৫৪.৭৯/৫৪.০৩ |
||
৭ | ৮ | গ্রেট ব্রিটেন ফ্রান্সেস্কা হ্যালস্যাল | কেটলিন ম্যাকক্লাচি | জেসিকা সিলভেস্টার | মেলানি মার্শাল |
৩:৩৮.১৮ ৫৩.৮১ (NR)/৫৪.৪৮ ৫৫.৩৪/৫৪.৫৫ |
NR | |
৮ | ১ | কানাডা জুলিয়া উইলকিনসন | এরিকা মর্নিংস্টার | জেনেভিয়েভ সমুর | অড্রে ল্যাক্রোইক্স |
৩:৩৮.৩২ ৫৪.৩৩/৫৪.৩৫ ৫৪.৬৮/৫৪.৯৬ |
যোগ্যতাপর্বের সারাংশ
সম্পাদনাস্থান | NOC | যোগ্যতা | |
---|---|---|---|
১ | মার্কিন যুক্তরাষ্ট্র | FINA বিশ্ব চ্যাম্পিয়নশিপ | |
২ | নেদারল্যান্ডস | ||
৩ | অস্ট্রেলিয়া | ||
৪ | সুইডেন | ||
৫ | জার্মানি | ||
৬ | চীন | ||
৭ | ফ্রান্স | ||
৮ | গ্রেট ব্রিটেন | ||
৯ | বেলারুশ | ||
১০ | কানাডা | ||
১১ | ইউক্রেন | ||
১২ | জাপান | ||
১৩ | ইতালি | ৩:৪১.০৬ | বাকিদের মধ্যে ৪টি সেরা দল |
১৪ | রাশিয়া | ৩:৪২.৫২ | |
১৫ | ব্রাজিল | ৩:৪৩.১৬ | |
১৬ | দক্ষিণ আফ্রিকা | ৩:৪৬.৫৫ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Netherlands sets world record in women's 400 freestyle relay"। International Herald Tribune। ২০০৮-০৩-১৮। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৬।