২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক
২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ১০০মিটার ব্রেস্টস্ট্রোক বিভাগের প্রতিযোগিতা আগস্টের ৯ ও ১১ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগে ব্রেস্টস্ট্রোক পদ্ধতিতে সাঁতার কাটা হয়। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি দুইবার পার করতে হয়।
XXIX অলিম্পিয়াড খেলায় পুরুষদের ১০০মিটার ব্রেস্টস্ট্রোক | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্থান | বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার | ||||||||||||
তারিখ | ৯ই আগস্ট (হিট) ১১ই আগস্ট (ফাইনাল) | ||||||||||||
প্রতিযোগী | ৫৩টি দেশের ৬৫ জন প্রতিযোগী | ||||||||||||
পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতারের বিভাগসমূহ | ||||
---|---|---|---|---|
ফ্রিস্টাইল | ||||
৫০মিটার | পুরুষ | মহিলা | ||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
৮০০মিটার | মহিলা | |||
১৫০০মিটার | পুরুষ | |||
ব্যাকস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্রেস্টস্ট্রোক | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
বাটারফ্লাই | ||||
১০০মিটার | পুরুষ | মহিলা | ||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
ব্যক্তিগত মেডলি | ||||
২০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪০০মিটার | পুরুষ | মহিলা | ||
ফ্রিস্টাইল রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
৪×২০০মিটার | পুরুষ | মহিলা | ||
মেডলি রিলে | ||||
৪×১০০মিটার | পুরুষ | মহিলা | ||
ম্যারাথন | ||||
১০কিমি | পুরুষ | মহিলা |
সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট নয়টি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে সেরা সময় করা প্রথম ষোলজন সাঁতারুকে সেমিফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর দুটি সেমিফাইনাল হিটে সেই ষোলজন প্রতিযোগীকে ৮ জন করে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেমিফাইনালদ্বয়ের সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্ব্বিতা করে।
২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ১:০১.৫৭সেকেন্ড(A মান) এবং ১:০৩.৭২সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।
বিতর্কিত ঘটনা
সম্পাদনা১০০মিটার ব্রেস্টস্ট্রোকের চতুর্থ হিটে ইরানের মহম্মদ আলিরেজাই ও ইজরায়েলের টম বিয়েরির প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। কিন্তু আলিরেজাই, সম্ভবতঃ ইরানি প্রতিনিধিদলের কর্তৃপক্ষের নির্দেশে, নিজের নাম প্রত্যাহার করে নেন। ইজরায়েল অলিম্পিক কমিটির সাধারণ সম্পাদক, এফ্রেম জিঙ্গার এই ঘটনার সমালোচনা করে বলেন, "ইরানিদের কাছে রাজনীতি খেলাধূলার থেকে বড়; অলিম্পিক মনোবৃত্তি আর এদের মনোবৃত্তির এতোটাই ফারাক, যতটা পূর্ব আর পশ্চিমের মধ্যে"। IOC-এর যোগাযোগ আধিকারিক গিসেল ডেভিসের বক্তব্য অনুযায়ী আলিরেজাই অসুস্থতার জন্য সরে দাঁড়ান আর এই মর্মে তিনি তাঁর ফেডারেশনকে লিখিতভাবে জানিয়েছেন। [১] [২] অ্যাথেন্সে অনুষ্ঠিত ২০০৪ অলিম্পিকেও অনুরূপ একটি ঘটনা ঘটে। সেবার দু'বারের বিশ্ব জুডো চ্যাম্পিয়ন ইরানের আরাশ মিরেসমাইলি ইজরায়েলের এহুদ ভাক্সের সাথে লড়াই প্রত্যাখ্যান করেন ৬৬কেজি বিভাগের প্রারম্ভিক রাউন্ডে। পরে তিনি স্বীকার করেন প্যালেস্টাইনিয়ানদের সমস্যার প্রতি তাঁর সমর্থন জানাতেই তিনি এরকম করেন।
রেকর্ড
সম্পাদনাএই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
বিশ্ব রেকর্ড | ব্র্যান্ডন হানসেন (USA) | ৫৯.১৩ | আরভাইন, যুক্তরাষ্ট্র | ১লা আগস্ট ২০০৬ | [৩] |
অলিম্পিক রেকর্ড | ব্র্যান্ডন হানসেন (USA) | ১:০০.০১ | অ্যাথেন্স, গ্রীস | ১৪ই আগস্ট ২০০৪ | - |
এই অলিম্পিকে যে সব রেকর্ড গড়া হয় সেগুলি নিচে দেওয়া হল।
তারিখ | বিভাগ | নাম | রাষ্ট্র | সময় | OR | WR |
---|---|---|---|---|---|---|
৯ই আগস্ট | হিট৭ | আলেক্সান্ডার ডেল ওয়েন | নরওয়ে | ৫৯.৪১ | OR | |
১০ই আগস্ট | সেমিফাইনাল ২ | আলেক্সান্ডার ডেল ওয়েন | নরওয়ে | ৫৯.১৬ | OR | |
১১ই আগস্ট | ফাইনাল | কুসুকে কিতাজিমা | জাপান | ৫৮.৯১ | OR | WR |
অনুসূচী
সম্পাদনাসমস্ত সময় চীন প্রমাণ সময় (ইউটিসি+৮) অনুসারে।
তারিখ | সময় | রাউন্ড |
---|---|---|
শনিবার, ৯ই আগস্ট, ২০০৮ | ২০:২০-২০:৫০ | হিট |
রবিবার, ১০ই আগস্ট, ২০০৮ | ১১:০০-১১:১০ | সেমিফাইনাল |
সোমবার, ১১ই আগস্ট, ২০০৮ | ১০:৩০ | ফাইনাল |
হিট
সম্পাদনাসেমিফাইনাল
সম্পাদনাক্রম | হিট | লেন | নাম | দেশ | সময় | টিকা |
---|---|---|---|---|---|---|
1 | সেমিফাইনাল ২ | ৪ | আলেক্সান্ডার ডেল ওয়েন | নরওয়ে | ৫৯.১৬ | Q, OR |
২ | সেমিফাইনাল ১ | ৪ | কুসুকে কিতাজিমা | জাপান | ৫৯.৫৫ | Q |
৩ | সেমিফাইনাল ১ | ৫ | ব্রেন্টন রিকার্ড | অস্ট্রেলিয়া | ৫৯.৬৫ | Q, OC |
৪ | সেমিফাইনাল ২ | ৫ | হুগুয়েজ ডুবস্ক | ফ্রান্স | ৫৯.৮৩ | Q |
৫ | সেমিফাইনাল ২ | ৭ | ব্র্যান্ডন হানসেন | মার্কিন যুক্তরাষ্ট্র | ৫৯.৯৪ | Q |
৬ | সেমিফাইনাল ২ | ৬ | রোমান স্লোডনভ | রাশিয়া | ১:০০.১০ | Q |
৭ | সেমিফাইনাল ১ | ৮ | মার্ক গ্যাংলফ | মার্কিন যুক্তরাষ্ট্র | ১:০০.৪৪ | Q |
৮ | সেমিফাইনাল ১ | ৬ | ইগর বোরিসিক | ইউক্রেন | ১:০০.৫৫ | Q |
৯ | সেমিফাইনাল ১ | ৭ | ওলেগ লিসোগোর | ইউক্রেন | ১:০০.৫৬ | |
১০ | সেমিফাইনাল ২ | ৩ | ক্যামেরন ভ্যান ডার বার্গ | দক্ষিণ আফ্রিকা | ১:০০.৫৭ | |
১১ | সেমিফাইনাল ১ | ১ | মিহাইল আলেক্সান্দ্রভ | বুলগেরিয়া | ১:০০.৬১ | |
১২ | সেমিফাইনাল ১ | ৩ | গিড্রিয়াস টাইটেনিস | লিথুয়ানিয়া | ১:০০.৬৬ | |
১৩ | সেমিফাইনাল ২ | ১ | য়ুটা সুয়েনাগা | জাপান | ১:০০.৬৭ | |
১৪ | সেমিফাইনাল ১ | ২ | ক্রিশ্চিয়ান স্প্রেঙ্গার | অস্ট্রেলিয়া | ১:০০.৭৬ | |
১৫ | সেমিফাইনাল ২ | ৮ | ক্রিস্টোফার কুক | গ্রেট ব্রিটেন | ১:০০.৮১ | |
১৬ | সেমিফাইনাল ২ | ২ | দামির ডুগঞ্জিচ | স্লোভেনিয়া | ১:০০.৯২ |
ফাইনাল
সম্পাদনাক্রম | লেন | নাম | দেশ | সময় | টিকা |
---|---|---|---|---|---|
৫ | কুসুকে কিতাজিমা | জাপান | ৫৮.৯১ | ডব্লিউআর [৪] | |
৪ | আলেক্সান্ডার ডেল ওয়েন | নরওয়ে | ৫৯.২০ | ||
৬ | হুগুয়েজ ডুবস্ক | ফ্রান্স | ৫৯.৩৭ | ||
৪ | ২ | ব্র্যান্ডন হানসেন | মার্কিন যুক্তরাষ্ট্র | ৫৯.৫৭ | |
৫ | ৩ | ব্রেন্টন রিকার্ড | অস্ট্রেলিয়া | ৫৯.৭৪ | |
৬ | ৭ | রোমান স্লোডনভ | রাশিয়া | ৫৯.৮৭ | |
৭ | ৮ | ইগর বোরিসিক | ইউক্রেন | ১:০০.২০ | |
৮ | ১ | মার্ক গ্যাংলফ | মার্কিন যুক্তরাষ্ট্র | ১:০০.২৪ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ [১][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ [২][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Harris, Beth (২০০৬-০৮-০১)। "Hansen upstages Phelps with world record"। The Washington Post। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০৬।
- ↑ "Results Men's 100m Breaststroke Final"। Beijing 2008। ২০০৮-০৮-১১। ২০০৮-০৮-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১১।