১৯৯৯ বঙ্গবন্ধু গোল্ডকাপ
১৯৯৯ বঙ্গবন্ধু গোল্ডকাপ বা বঙ্গবন্ধু কাপ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মরণে আয়োজিত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। এটি ১৯৯৬ সালে প্রবর্তিত প্রতিযোগিতার দ্বিতীয় আসর।[১] এই আসরে স্বাগতিক বাংলাদেশসহ চারটি মহাদেশের বয়সভিত্তিক দল, একক ক্লাব ও বিভিন্ন লিগ হতে গঠিত একাদশ সহ মোট ১২টি দল অংশ নেয়, যা অংশগ্রহণকারী দলসংখ্যার হিসেবে ২০২০ সাল পর্যন্ত সর্বোচ্চ।[২] ১৯৯৯ সালের ২৭ আগস্ট হতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই আসর চলে।[১] ফাইনালে জাপানের তৃতীয় বিভাগ লিগ একাদশ ৩-২ গোলে ঘানার অনূর্ধ্ব-২৩ অলিম্পিক দলকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | বাংলাদেশ |
শহর | ১ |
তারিখ | ২৭ আগস্ট - ৭ সেপ্টেম্বর, ১৯৯৯ |
দল | ১২ (৪টি কনফেডারেশন থেকে) |
মাঠ | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম (১টি আয়োজক শহরে) |
চূড়ান্ত অবস্থান | |
চ্যাম্পিয়ন | ৩য় বিভাগ লিগ একাদশ (১ম শিরোপা) |
রানার-আপ | ঘানা অনূর্ধ্ব-২৩ দল |
পরিসংখ্যান | |
ম্যাচ | ১৫ |
গোল সংখ্যা | ৫১ (ম্যাচ প্রতি ৩.৪টি) |
শীর্ষ গোলদাতা | লি চুন-সু (৭ গোল) |
অংশগ্রহণকারী দলসমূহ
সম্পাদনাদেশ | দল | টীকা | কনফেডারেশন | সূত্র |
---|---|---|---|---|
বাংলাদেশ | জাতীয় দল | স্বাগতিক দল | এশিয়ান ফুটবল কনফেডারেশন | [২] |
নেপাল | ||||
মালয়েশিয়া | অনূর্ধ্ব-২৩ | বয়স ভিত্তিক
(অলিম্পিক) দল | ||
কুয়েত | ||||
থাইল্যান্ড | ||||
দক্ষিণ কোরিয়া | অনূর্ধ্ব-২০ | |||
উজবেকিস্তান | লিগ একাদশ | |||
জাপান | ৩য় বিভাগ লিগ একাদশ | |||
ইন্দোনেশিয়া | সিমেন প্যাডাঙ | ক্লাব দল | ||
হাঙ্গেরি | কেরুলেতি এফসি | উয়েফা | ||
ঘানা | অনূর্ধ্ব-২৩ | বয়স ভিত্তিক
(অলিম্পিক) দল |
আফ্রিকান ফুটবল কনফেডারেশন | |
ব্রাজিল | লিগ একাদশ | কনমেবল |
প্রতিযোগিতার ধরন
সম্পাদনাগ্রুপ-পর্বে ১২টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলেছে। প্রতি গ্রুপে ৩টি দল একে-অপরের সাথে একবার মুখোমুখি হয়েছে। সকল গ্রুপে সর্বমোট তিনটি করে মোট ১২টি খেলা রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী দল তিন পয়েন্ট, ড্র হলে এক পয়েন্ট পায় এবং পরাজিত হলে কোন পয়েন্ট লাভ করেনি। ৪ গ্রুপের শীর্ষস্থানীয় দল সেমি-ফাইনালে উত্তীর্ণ হয় এবং সেমি-ফাইনালে বিজয়ী দুই দল ফাইনাল খেলে।
ভেন্যু
সম্পাদনাএই আসরের ১৫টি ম্যাচের সবগুলি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হয়।
ঢাকা | |
---|---|
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম | |
২৩°৪৩′৪০.২″ উত্তর ৯০°২৪′৪৮.৪″ পূর্ব / ২৩.৭২৭৮৩৩° উত্তর ৯০.৪১৩৪৪৪° পূর্ব | |
ধারণক্ষমতা: ৩৬,০০০ আসন | |
গ্রুপ পর্ব
সম্পাদনাগ্রুপ এ
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | কেরুলেতি এফসি | ২ | ১ | ১ | ০ | ৫ | ৪ | +১ | ৪ |
২ | বাংলাদেশ | ২ | ১ | ১ | ০ | ৩ | ২ | +১ | ৪ |
৩ | অনূর্ধ্ব-২৩ দল | ২ | ০ | ০ | ২ | ২ | ৪ | −২ | ০ |
কেরুলেতি এফসি | ৩-২ | মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দল |
---|---|---|
ইলেস জোল্ট সিটকু | নিজারুদ্দিন লিম চাউ ইউ |
বাংলাদেশ | ১-০ | মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দল |
---|---|---|
মাসুদ রানা |
বাংলাদেশ | ২-২ | কেরুলেতি এফসি |
---|---|---|
জুয়েল রানা মাসুদ রানা |
ইলেস জোল্ট সিটকু |
গ্রুপ বি
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২০ দল | ২ | ২ | ০ | ০ | ৯ | ২ | +৭ | ৬ |
২ | ব্রাজিল লিগ একাদশ | ২ | ১ | ০ | ১ | ১ | ২ | −১ | ৩ |
৩ | থাইল্যান্ড অনূর্ধ্ব-২৩ দল | ২ | ০ | ০ | ২ | ২ | ৮ | −৬ | ০ |
দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২০ দল | ৭-২ | থাইল্যান্ড অনূর্ধ্ব-২৩ দল |
---|---|---|
লি চুন সু চই টি উক চুন জি উন নিরুত সুরাসিয়াং (আত্মঘাতী গোল) |
বামরুং বুনপ্রম |
গ্রুপ সি
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ঘানা অনূর্ধ্ব-২৩ দল | ২ | ২ | ০ | ০ | ৬ | ১ | +৫ | ৬ |
২ | উজবেকিস্তান লিগ একাদশ | ২ | ১ | ০ | ১ | ১ | ৪ | −৩ | ৩ |
৩ | নেপাল | ২ | ০ | ০ | ২ | ১ | ৩ | −২ | ০ |
ঘানা অনূর্ধ্ব-২৩ দল | ২-১ | নেপাল |
---|---|---|
আল হাসান অসেই |
আর শ্রেষ্ঠ |
নেপাল | ০-১ | উজবেকিস্তান লিগ একাদশ |
---|---|---|
নেস্তারভ |
গ্রুপ ডি
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | জাপান ৩য় বিভাগ লিগ একাদশ | ২ | ২ | ০ | ০ | ৬ | ০ | +৬ | ৬ |
২ | কুয়েত অনূর্ধ্ব-২৩ দল | ২ | ১ | ০ | ১ | ২ | ১ | +১ | ৩ |
৩ | সিমেন প্যাডাঙ | ২ | ০ | ০ | ২ | ০ | ৭ | −৭ | ০ |
নকআউট পর্ব
সম্পাদনাসেমি-ফাইনাল | ফাইনাল | |||||
কেরুলেতি এফসি | ১ | |||||
ঘানা অনূর্ধ্ব-২৩ দল | ২ | |||||
জাপান ৩য় বিভাগ লিগ একাদশ | ৩ | |||||
ঘানা অনূর্ধ্ব-২৩ দল | ২ | |||||
জাপান ৩য় বিভাগ লিগ একাদশ | ৩ | |||||
দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২০ দল | ২ | |||||
সেমি ফাইনাল
সম্পাদনাকেরুলেতি এফসি | ১-২ | ঘানা অনূর্ধ্ব-২৩ দল |
---|---|---|
ইলেস জোল্ট সিটকু | প্রতিবেদন | অসেই |
জাপান ৩য় বিভাগ লিগ একাদশ | ৩-২ | দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২০ দল |
---|---|---|
ইয়োকোসে সুজুকি তাকা ওয়াতানাবে |
প্রতিবেদন | চো জি জিন লি চুন সু |
ফাইনাল
সম্পাদনাজাপান ৩য় বিভাগ লিগ একাদশ | ৩-২ | ঘানা অনূর্ধ্ব-২৩ দল |
---|---|---|
কোজি কাতাওকা তাকাহাশি |
প্রতিবেদন | রাজাক আমাদু |
শিরোপা বিজয়ী
সম্পাদনাবিজয়ী |
---|
জাপান ৩য় বিভাগ লিগ একাদশ (১ম শিরোপা) |
দলগত পরিসংখ্যান
সম্পাদনানিচের ছকে প্রতি দলের অর্জন দেখানো হলো-
অব | দল | ম্যাচ | জয় | ড্র | পরাজয় | পক্ষে গোল | বিপক্ষে গোল | গোল পার্থ্ক্য | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|---|
ফাইনাল | |||||||||
১ | জাপান ৩য় বিভাগ লীগ একাদশ | ৪ | ৪ | ০ | ০ | ১২ | ৪ | +৮ | ১২ |
২ | ঘানা অনূর্ধ্ব-২৩ দল | ৪ | ৩ | ০ | ১ | ১০ | ৫ | +৫ | ৯ |
সেমি ফাইনাল | |||||||||
৩ | দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২০ দল | ৩ | ২ | ০ | ১ | ১১ | ৫ | +৬ | ৬ |
৪ | কেরুলেতি এফসি | ৩ | ১ | ১ | ১ | ৬ | ৬ | ০ | ৪ |
গ্রুপ পর্বে বাদ পরা দল | |||||||||
৫ | বাংলাদেশ | ২ | ১ | ১ | ০ | ৩ | ২ | +১ | ৪ |
৬ | কুয়েত অনূর্ধ্ব-২৩ দল | ২ | ১ | ০ | ১ | ২ | ১ | +১ | ৩ |
৭ | ব্রাজিল লীগ একাদশ | ২ | ১ | ০ | ১ | ১ | ২ | -২ | ৩ |
৮ | উজবেকিস্তান লীগ একাদশ | ২ | ১ | ০ | ১ | ১ | ৪ | -৩ | ৩ |
৯ | মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দল | ২ | ০ | ০ | ২ | ২ | ৪ | -২ | ০ |
১০ | নেপাল | ২ | ০ | ০ | ২ | ১ | ৩ | -২ | ০ |
১১ | থাইল্যান্ড অনূর্ধ্ব-২৩ দল | ২ | ০ | ০ | ২ | ২ | ৮ | -৬ | ০ |
১২ | সিমেন প্যাডাঙ | ২ | ০ | ০ | ২ | ০ | ৭ | -৭ | ০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Bangabandhu Cup ১৯৯৯"। The Rec.Sport.Soccer Statistics Foundation.। ২০১৫-০৪-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০১-২৯।
- ↑ ক খ "বঙ্গবন্ধু গোল্ড কাপের ৫ চ্যাম্পিয়ন"। বাংলাদেশ প্রতিদিন। ২০২০-০১-১৩। ২০২০-০১-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১০।