১৯৮৮ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
১৯৮৮ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা। এ বছর ৬৫টি চলচ্চিত্র মুক্তি পায়।[১]
মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহ
সম্পাদনামুক্তির তারিখ |
চলচ্চিত্র | পরিচালক | অভিনয়ে | ধরন | টীকা | তথ্য সূত্র | |
---|---|---|---|---|---|---|---|
দুই জীবন | আবদুল্লাহ আল মামুন | বুলবুল আহমেদ, কবরী সারোয়ার, নিপা মোনালিসা, আফজাল হোসেন, দিতি | সামাজিক, রোমান্স | শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [২] | ||
যোগাযোগ | মইনুল হোসেন | রাজ্জাক, শবনম, চম্পা, জাফর ইকবাল | সামাজিক | ৩টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
ভেজা চোখ | শিবলি সাদিক | ইলিয়াস কাঞ্চন, চম্পা, মিঠুন | সামাজিক, রোমান্স | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
পথে হল দেখা | হাফিজ উদ্দিন | আলমগীর, ববিতা, আনোয়ারা | রোমান্স | ||||
বিরাজ বৌ | ফারুক, ববিতা, সুবর্ণা শিরিন | সামাজিক | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিরাজ বৌ উপন্যাস অবলম্বনে নির্মিত ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে |
[৩] | |||
তোলপাড় | কবীর আনোয়ার | সামাজিক, অ্যাকশন | |||||
হীরামতি | আমজাদ হোসেন | সোহেল চৌধুরী, দিতি, রাজিব | রোমান্স | পাঞ্জাবের বিখ্যাত লোককাহিনি হীররান্ঝা অবলম্বনে নির্মিত ২টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে |
[৪] | ||
স্ত্রী | ইকরাম বিজু | সামাজিক | |||||
আগমন | সুভাষ দত্ত | ববিতা, রাজ্জাক, গোলাম মুস্তাফা | সামাজিক | ২টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
জীবনধারা | মতিন রহমান | রোজিনা, ওয়াসিম | সামাজিক | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [৫] | ||
যন্ত্রণা | কাজী হায়াৎ | মান্না, অঞ্জু ও রাজিব | সামাজিক |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "History of Bangladeshi Film [বাংলা চলচ্চিত্রের ইতিহাস]"। চলচ্চিত্র.কম। ৫ অক্টোবর ২০০৭। ১৪ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬।
- ↑ সারাহ বেগম কবরী (১৬ জুলাই ২০১০)। "তার স্মিত হাসি"। দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬।
- ↑ রাশেদ শাওন (অক্টোবর ২৪, ২০১২)। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬।
- ↑ শান্তা মারিয়া (১৯ ডিসেম্বর ২০১২)। "সোহেল চৌধুরী: অকালে নিভে যাওয়া তারা"। বিডিনিউজ। ২১ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬।
- ↑ অভি মঈনুদ্দীন (৫ মার্চ ২০১৫)। "রোজিনা একাল আর সেকাল"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৬।