ভেজা চোখ
শিবলি সাদিক পরিচালিত ১৯৮৮ সালের বাংলাদেশী চলচ্চিত্র
ভেজা চোখ শিবলি সাদিক পরিচালিত ১৯৮৮ সালের রোমান্টিক-নাট্য চলচ্চিত্র।[১] ছবিটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজে এবং সংলাপ লিখেছেন জিয়া আনসারী। গীতবিতানের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন মোহাম্মদ ইকবাল হোসেন। এতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন,[২] চম্পা,[৩] শেখ আবুল কাশেম মিঠুন,[৪] নীপা মোনালিসা প্রমুখ।
ভেজা চোখ | |
---|---|
পরিচালক | শিবলি সাদিক |
প্রযোজক | মোহাম্মদ ইকবাল হোসেন |
রচয়িতা | জিয়া আনসারী (সংলাপ) |
চিত্রনাট্যকার | শিবলি সাদিক |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলম খান |
চিত্রগ্রাহক | মাহফুজুর রহমান খান |
সম্পাদক | মুজিবুর রহমান দুলু |
প্রযোজনা কোম্পানি | গীতবিতান |
পরিবেশক | গীতবিতান |
মুক্তি | ১৯৮৮ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
বেবি জয়া আশা চরিত্রে অভিনয় করে ১৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে বিশেষ পুরস্কার অর্জন করে।[৫]
কুশীলব
সম্পাদনা- ইলিয়াস কাঞ্চন - জীবন
- চম্পা - প্রিয়া
- শেখ আবুল কাশেম মিঠুন - জীবনের বন্ধু
- নীপা মোনালিসা
- সিরাজুল ইসলাম - জীবনের বাবা
- আদিল
- দিলদার
- বেবি জয়া - আশা
সঙ্গীত
সম্পাদনাভেজা চোখ চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, শেখ ইসতিয়াক, রুনা লায়লা, আবিদা সুলতানা। নক্ষত্র'র করা বাংলা সিনেমায় প্রেমের সেরা একুশটি গান তালিকায় এন্ড্রু কিশোরের গাওয়া এই ছবির "জীবনের গল্প আছে বাকি অল্প" গানের অবস্থান সপ্তম।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | রচয়িতা | কণ্ঠশিল্পী(রা) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "প্রিয়া আমার প্রিয়া" | গাজী মাজহারুল আনোয়ার | এন্ড্রু কিশোর ও রুনা লায়লা | : |
২. | "তুই তো কাল চলে যাবি" | গাজী মাজহারুল আনোয়ার | এন্ড্রু কিশোর ও শেখ ইসতিয়াক | : |
৩. | "জীবনের গল্প আছে বাকি অল্প" | গাজী মাজহারুল আনোয়ার | এন্ড্রু কিশোর | : |
পুরস্কার
সম্পাদনা- বিজয়ী: শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে বিশেষ পুরস্কার - বেবি জয়া
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'শিবলী সাদিক ছিলেন একনিষ্ঠ নির্মাতা'"। দৈনিক সমকাল। ৮ জানুয়ারী ২০১০। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ মঈনুদ্দিন, অভি (জুন ১২ ২০১২)। "একজন ইলিয়াস কাঞ্চন"। যায়যায়দিন। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ মিলু, কামরুজ্জামান (২ আগস্ট ২০১৬)। "এ সময়ে চম্পা"। দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "অভিনেতা মিঠুন আর নেই"। দৈনিক প্রথম আলো। মে ২৬, ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৮৭-১৯৮৯)"। বাংলা মুভি ডেটাবেজ। ১৯ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ভেজা চোখ (ইংরেজি)