১৯৬০ ইউরোপিয়ান নেশন্স কাপ

(১৯৬০ ইউরোপীয় নেশন্স কাপ থেকে পুনর্নির্দেশিত)

১৯৬০ ইউরোপিয়ান নেশন্স কাপ বর্তমান উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার সর্বপ্রথম আসর। ফ্রান্স এই আসরের আয়োজক দেশ ছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল সোভিয়েত ইউনিয়ন।[]

১৯৬০ ইউরোপিয়ান নেশন্স কাপ
Coupe d'Europe des nations de football
France 1960
(ফরাসি ভাষায়)
বিবরণ
স্বাগতিক দেশফ্রান্স
তারিখ৬–১০ জুলাই
দল
মাঠ২ (২টি আয়োজক শহরে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন সোভিয়েত ইউনিয়ন (১ম শিরোপা)
রানার-আপ যুগোস্লাভিয়া
তৃতীয় স্থান চেকোস্লোভাকিয়া
চতুর্থ স্থান ফ্রান্স
পরিসংখ্যান
ম্যাচ
গোল সংখ্যা১৭ (ম্যাচ প্রতি ৪.২৫টি)
দর্শক সংখ্যা৭৮,৯৫৮ (ম্যাচ প্রতি ১৯,৭৪০ জন)
শীর্ষ গোলদাতাফ্রান্স ফ্রাসোঁয়া হঁতে
সোভিয়েত ইউনিয়ন ভালেন্তিন ইভানোভ
সোভিয়েত ইউনিয়ন ভিক্টর পোনেদেলনিক
যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র মিলান গালিচ
যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র দ্রাজান জার্কোভিচ
(২ টি করে গোল)

টুর্নামেন্টটি ছিল একটি নকআউট প্রতিযোগিতা, যাতে মাত্র ১৭টি দল প্রবেশ করেছিল। পশ্চিম জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড সহ কিছু উল্লেখযোগ্য দেশের অনুপস্থিতি ছিল, যারা প্রত্যেকেই ১৯৫৭ সালে টুর্নামেন্ট তৈরির বিরুদ্ধে ভোট দিয়েছিল।[] অংশগ্রহণকারীরা সেমিফাইনালের আগে পর্যন্ত হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে; চূড়ান্ত চারটি দল তারপর চূড়ান্ত টুর্নামেন্টে চলে যাবে, যাদের দলগুলি পরিচিত হওয়ার পরে আয়োজক নির্বাচন করা হয়েছিল।

প্যারিস মার্সেই
পার্ক দে প্রাঁস ভেলোদ্রোম স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৪০,০০০ ধারণক্ষমতা: ৪০,০০০
   

সারাংশ

সম্পাদনা

বন্ধনী

সম্পাদনা
  প্রাক বাছাইপর্ব
   প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড
   চেকোস্লোভাকিয়া

 
শেষ ১৬ পর্বকোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
              
 
 
 
 
  চেকোস্লোভাকিয়া
 
 
 
  ডেনমার্ক
 
  চেকোস্লোভাকিয়া
 
 
 
  রোমানিয়া
 
  রোমানিয়া
 
 
 
  তুরস্ক
 
  চেকোস্লোভাকিয়া
 
 
 
  সোভিয়েত ইউনিয়ন
 
  হাঙ্গেরি
 
 
 
  সোভিয়েত ইউনিয়ন
 
  সোভিয়েত ইউনিয়নও.ও.
 
 
 
  স্পেন
 
  স্পেন
 
 
 
  পোল্যান্ড
 
  সোভিয়েত ইউনিয়ন (অ.স.প.)
 
 
 
  যুগোস্লাভিয়া
 
  যুগোস্লাভিয়া
 
 
 
  বুলগেরিয়া
 
  যুগোস্লাভিয়া
 
 
 
  পর্তুগাল
 
  পর্তুগাল
 
 
 
  পূর্ব জার্মানি
 
  যুগোস্লাভিয়া
 
 
 
  ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী
 
  অস্ট্রিয়া
 
  
 
  নরওয়ে
 
  অস্ট্রিয়া   চেকোস্লোভাকিয়া
 
 
 
  ফ্রান্স   ফ্রান্স
 
  ফ্রান্স
 
 
  গ্রিস
 

বাছাইপর্ব

সম্পাদনা

চূড়ান্ত পর্ব

সম্পাদনা

সেমি-ফাইনাল

সম্পাদনা
ফ্রান্স  ৪–৫  যুগোস্লাভিয়া
প্রতিবেদন

চেকোস্লোভাকিয়া  ০–৩  সোভিয়েত ইউনিয়ন
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ২৫,১৮৪
রেফারি:   সিজার জনি

তৃতীয় স্থান নির্ধারক

সম্পাদনা
চেকোস্লোভাকিয়া  ২–০  ফ্রান্স
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৯,৪৩৮
রেফারি:   সিজার জনি

ফাইনাল

সম্পাদনা
 
 
 
 
 
 
 
সোভিয়েত ইউনিয়ন
 
 
 
 
 
 
 
 
যুগোস্লাভিয়া

পুরস্কার

সম্পাদনা
টুর্নামেন্টের সেরা একাদশ[]
গোলরক্ষক রক্ষণভাগ মাঝমাঠ ফরওয়ার্ড
  লেভ ইয়াশিন   লাদিস্লাভ নোভাক
  ভ্লাদিমির ডুর্কোভিচ
  জোসেফ মাসোপুষ্ত
  ভালেন্তিন ইভানোভ
  ইগোর নেত্তো
  স্লাভা মেত্রেভেলি
  ভিক্টর পোনেদেলনিক
  মিলান গালিচ
  বোরা কস্টিচ
  দ্রাগোস্লাভ সেকুলারাচ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Rostance, Tom (২১ মে ২০১২)। "BBC Sport - Euro 1960: Lev Yashin leads Soviets to glory in France"। BBC Sport। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২১ 
  2. Murray, Scott (২ সেপ্টেম্বর ২০১১)। "The Joy of Six: European Championship qualifiers"The Guardian। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২৩At a Uefa congress in 1957, a motion to set up a European championship was finally put to the floor. Predictably, the British associations acted like a petulant child, just as it had done three decades earlier with the World Cup. Fearing such a tournament would interfere with the Home Internationals, it abstained, though this time it was by no means the only offender: seven other countries voted against, including West Germany, Italy and Holland. 
  3. "1960 team of the tournament"UEFA.com। Union of European Football Associations। ১ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা