সোভিয়েত ইউনিয়ন জাতীয় ফুটবল দল
সোভিয়েত ইউনিয়ন জাতীয় ফুটবল দল (রুশ: сбо́рная Сове́тского Сою́за по футбо́лу), ছিল সোভিয়েত ইউনিয়নের জাতীয় ফুটবল দল। সোভিয়েত ইউনিয়নের বিভাজনের পর দলটি বন্ধ হয়ে যায়।
ডাকনাম | রেড আর্মি | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | সোভিয়েত ইউনিয়ন ফুটবল ফেডারেশন | ||
সর্বাধিক ম্যাচ | অলেগ ব্লকহিন (১১২) | ||
শীর্ষ গোলদাতা | অলেগ ব্লকহিন (৪২) | ||
মাঠ | বিভিন্ন | ||
ফিফা কোড | URS | ||
| |||
এলো র্যাঙ্কিং | |||
সর্বোচ্চ | ১ (১৯৬৩, ১৯৬৬, ১৯৮৩–৮৪, ১৯৮৫–৮৬, ১৯৮৭–৮৮) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
সোভিয়েত ইউনিয়ন ৩–০ তুরস্ক (মস্কো, সোভিয়েত ইউনিয়ন; ১৬ নভেম্বর ১৯২৪) সর্বশেষ আন্তর্জাতিক সাইপ্রাস ০–৩ সোভিয়েত ইউনিয়ন (লার্নাকা, কাইপ্রাস; ১৩ নভেম্বর ১৯৯১) | |||
বৃহত্তম জয় | |||
সোভিয়েত ইউনিয়ন ১১–১ ভারত (মস্কো, সোভিয়েত ইউনিয়ন; ১৬ সেপ্টেম্বর ১৯৫৫) ফিনল্যান্ড ০–১০ সোভিয়েত ইউনিয়ন (হেলসিনকি, ফিনল্যান্ড; ১৫ আগস্ট ১৯৫৭) | |||
বৃহত্তম পরাজয় | |||
ইংল্যান্ড ৫–০ সোভিয়েত ইউনিয়ন (লন্ডন, ইংল্যান্ড; ২২ অক্টোবর ১৯৫৮) | |||
বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ৭ (১৯৫৮-এ প্রথম) | ||
সেরা সাফল্য | চতুর্থ স্থান, ১৯৬৬ | ||
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ | |||
অংশগ্রহণ | ৫ (১৯৬০-এ প্রথম) | ||
সেরা সাফল্য | বিজয়ী, ১৯৬০ |
অলিম্পিক পদক রেকর্ড | ||
---|---|---|
পুরুষদের ফুটবল | ||
১৯৫৬ মেলবোর্ন | দল | |
১৯৭২ মিউনিখ | দল | |
১৯৭৬ মনট্রেয়াল | দল | |
১৯৮০ মস্কো | দল | |
১৯৮৮ সিউল | দল |
সোভিয়েত ইউনিয়ন দুইবার বিশ্বকাপে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়, ১৯৭৪ এবং ১৯৭৮ সালে। তারা সাতটি বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যার মধ্যে ১৯৬৬ সালে তারা চতুর্থ হয়। সোভিয়েত ইউনিয়ন পাঁচবার উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে উদ্বোধনী প্রতিযোগিতায় তারা বিজয়ী হয়, তিনবার দ্বিতীয় হয় (১৯৬৮, ১৯৭২, ১৯৮৮) এবং একবার চতুর্থ হয় (১৯৬৮)। এছাড়া ১৯৫৬ এবং ১৯৮৮ সালে তারা অলিম্পিক স্বর্ণপদক, ১৯৭৭ সালে উদ্বোধনী ফিফা যুব চ্যাম্পিয়নশিপ এবং ১৯৮৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে।
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- RSSSF archive of results 1923-1991/92
- RSSSF archive of most capped players and highest goalscorers
- Football in Soviet Union
- Russia Team Profile including old Soviet Union World Cup qualifications
- Russia (Soviet Union) National Football Team ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ আগস্ট ২০২০ তারিখে
- Team history ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে
- Media Biblioteca of USSR National Football Team
- Media Biblioteca of USSR National Football Team in VK
পূর্বসূরী উদ্বোধনী চ্যাম্পিয়নস |
ইউরোপীয় চ্যাম্পিয়ন ১৯৬০ (প্রথম টাইটেল) |
উত্তরসূরী ১৯৬৪ স্পেন |