১৯৫৬–৫৭ লা লিগা হচ্ছে লা লিগার ২৬তম মৌসুম, যেটি ১৯৫৬ সালের ৯ই সেপ্টেম্বর তারিখে শুরু হয় এবং ১৯৫৭ সালের ২১শে এপ্রিল তারিখে সমাপ্ত হয়। এই মৌসুমে রিয়াল মাদ্রিদ ৫ম বারের মতো লা লিগার শিরোপা জয়লাভ করে।

প্রিমেরা দিভিসিওন
মৌসুম১৯৫৬–৫৭
চ্যাম্পিয়নরিয়াল মাদ্রিদ
(৫ম শিরোপা)
অবনমনদেপর্তিভো লা করুনা
কোন্দাল
ইউরোপিয়ান কাপরিয়াল মাদ্রিদ
সেভিয়া (যেহেতু রিয়াল মাদ্রিদ ইউরোপিয়ান কাপ বিজয়ী হিসেবে উত্তীর্ণ)
মোট খেলা২৪০
মোট গোলসংখ্যা৭৭৭ (ম্যাচ প্রতি ৩.২৪টি)
শীর্ষ গোলদাতাআলফ্রেদো দি স্তেফানো
(৩১ গোল)
সবচেয়ে বড় হোম জয়আতলেতিকো মাদ্রিদ ৮–১ এস্পানিওল
সর্বোচ্চ স্কোরিংবার্সেলোনা ৭–৩ আতলেতিকো মাদ্রিদ

বিন্যাস পরিবর্তন

সম্পাদনা

এই মৌসুমের জন্য, অবনমনের প্লেঅফ বাদ দেওয়া হয়েছিল এবং টেবিলের শেষ দুই দল সরাসরি সেহুন্দা দিভিসিওনে চলে যাবে।

দলের অবস্থান

সম্পাদনা

উত্তীর্ণ হওয়ার পর, এস্পানিয়ার নাম পরিবর্তন করে কোন্দাল রাখা হয়েছিল।

ক্লাব শহর স্টেডিয়াম
অ্যাথলেতিক বিলবাও বিলবাও এস্তাদিও দে সান মামেস
আতলেতিকো মাদ্রিদ মাদ্রিদ এস্তাদিও মেত্রোপলিতানো দে মাদ্রিদ
বার্সেলোনা বার্সেলোনা ক্যাম্প দে লেস কোর্তস
সেলতা ভিগো এস্তাদিও দে বালাইদোস
কোন্দাল বার্সেলোনা কাম্প দে লা কোর্তস
দেপর্তিভো লা করুনা আ করুনা এস্তাদিও রিয়াজোর
এস্পানিওল বার্সেলোনা এস্তাদিও সারিয়া
হায়েন হায়েন এস্তাদিও দে লা ভিক্তোরিয়া
লাস পালমাস লাস পালমাস এস্তাদিও ইনসুলার
ওসাসুনা পামপ্লোনা এস্তাদিও সান হুয়ান
রিয়াল মাদ্রিদ মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যু
রিয়াল সোসিয়েদাদ সান সেবাস্তিয়ান আতোতজা স্টেডিয়াম
সেভিয়া সেভিলে এস্তাদিও দে নের্ভিওন
ভালেনসিয়া ভালেনসিয়া মেস্তায়া স্টেডিয়াম
ভায়াদোলিদ ভায়াদোলিদ এস্তাদিও হোসে জোরিয়া
জারাগোজা জারাগোজা এস্তাদিও তোরেরো

লীগ টেবিল

সম্পাদনা
অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন বা অবনমন
রিয়াল মাদ্রিদ (C) ৩০ ২০ ৭৪ ৩৫ +৩৯ ৪৪ ১৯৫৭–৫৮ ইউরোপিয়ান কাপের জন্য উত্তীর্ণ
সেভিয়া ৩০ ১৭ ৬৪ ৪৯ +১৫ ৩৯ ১৯৫৭–৫৮ ইউরোপিয়ান কাপের জন্য উত্তীর্ণ[]
বার্সেলোনা ৩০ ১৬ ৭০ ৩৭ +৩৩ ৩৯
অ্যাথলেতিক বিলবাও ৩০ ১৬ ৫৯ ৪৫ +১৪ ৩৭
আতলেতিকো মাদ্রিদ ৩০ ১৫ ১১ ৬৫ ৫৪ +১১ ৩৪
ওসাসুনা ৩০ ১২ ১১ ৪০ ৩৮ +২ ৩১
এস্পানিওল ৩০ ১১ ১১ ৩৯ ৪৮ −৯ ৩০
ভায়াদোলিদ ৩০ ১১ ১৩ ৫২ ৫৮ −৬ ২৮
জারাগোজা ৩০ ১১ ১৩ ৩৭ ৫১ −১৪ ২৮
১০ লাস পালমাস ৩০ ১২ ৪১ ৫৮ −১৭ ২৭
১১ ভালেনসিয়া ৩০ ১০ ১৩ ৪৩ ৪৬ −৩ ২৭
১২ রিয়াল সোসিয়েদাদ ৩০ ১৩ ৩৯ ৪৭ −৮ ২৬
১৩ সেলতা ৩০ ১৫ ৩৯ ৪৭ −৮ ২৩
১৪ হায়েন ৩০ ১৬ ৩৭ ৫৫ −১৮ ২৩
১৫ দেপর্তিভো লা করুনা (R) ৩০ ১০ ১৮ ৪১ ৬১ −২০ ২২ ১৯৫৭–৫৮ সেহুন্দা দিভিসিওনে অবনমন
১৬ কোন্দাল (R) ৩০ ১৫ ৩৭ ৫৭ −২০ ২২
উৎস: বিডিফুটবল
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) হেড-টু-হেড গোল ফলাফল; ৩) গোল পার্থক্য; ৪) গোলের সংখ্যা।
(C) চ্যাম্পিয়ন; (R) অবনমিত।
টীকা:
  1. যেহেতু রিয়াল মাদ্রিদ ১৯৫৫–৫৬ ইউরোপিয়ান কাপের বিজয়ী দল, তাই সেভিয়া ১৯৫৭–৫৮ ইউরোপিয়ান কাপের জন্য উত্তীর্ণ হয়েছে।
স্বাগতিক \ সফরকারী ATB ATM BAR CEL CON DEP ESP JAE LPA OSA RMA RSO SEV VAL VAD ZAR
অ্যাথলেতিক বিলবাও ১–৪ ১–১ ১–০ ৩–০ ২–০ ৪–০ ৩–১ ৩–০ ১–১ ৪–২ ২–০ ৫–০ ৩–১ ৪–০ ৫–০
আতলেতিকো মাদ্রিদ ০–০ ২–১ ১–০ ৬–২ ৬–০ ৮–১ ১–১ ৩–০ ২–০ ২–৪ ৩–০ ১–২ ১–০ ১–৩ ২–১
বার্সেলোনা ২–০ ৭–৩ ৪–১ ৫–০ ৩–১ ১–১ ৪–২ ৬–১ ২–০ ১–০ ১–০ ১–১ ৩–২ ৪–০ ৪–২
সেলতা বিগো ৩–০ ১–০ ০–২ ২–২ ১–১ ০–০ ৪–০ ৩–৩ ১–০ ০–৩ ২–৩ ৩–৩ ২–১ ১–১ ৫–০
কোন্দাল ৩–৩ ১–২ ১–১ ০–৩ ২–১ ৩–০ ১–০ ২–০ ০–০ ০–১ ১–১ ৫–১ ১–১ ৪–০ ০–০
দেপর্তিভো লা করুনা ১–২ ০–৪ ১–৩ ০–৬ ৩–০ ২–১ ৩–১ ১–২ ৩–১ ১–২ ৪–০ ৩–১ ১–০ ৩–০ ৪–১
এস্পানিওল ৩–০ ০–১ ২–০ ২–০ ২–১ ২–০ ৩–০ ২–০ ১–১ ০–০ ১–০ ২–২ ৩–০ ৪–০ ২–০
হায়েন ৪–২ ২–০ ১–২ ২–০ ২–০ ২–৩ ০–০ ০–০ ২–০ ২–৪ ৩–০ ৩–১ ২–২ ২–০ ০–১
লাস পালমাস ৪–০ ১–১ ১–০ ১–০ ৩–৩ ২–০ ২–২ ২–০ ১–১ ১–৫ ১–১ ২–১ ১–০ ৩–২ ০–১
ওসাসুনা ১–২ ২–১ ২–২ ২–১ ২–১ ১–০ ৫–০ ১–১ ২–১ ২–০ ১–২ ৫–২ ২–০ ১–০ ২–০
রিয়াল মাদ্রিদ ৩–০ ০–২ ১–০ ৪–১ ৬–০ ১–০ ৭–২ ৭–১ ৩–০ ২–১ ৩–০ ১–১ ২–০ ৩–১ ৩–৩
রিয়াল সোসিয়েদাদ ৩–৪ ২–১ ২–২ ৩–০ ১–০ ২–০ ১–০ ২–০ ২–২ ০–০ ৩–০ ১–১ ১–২ ২–৩ ১–১
সেভিয়া ৪–১ ৫–১ ২–১ ২–০ ২–১ ৫–১ ৩–০ ৩–০ ৩–১ ৩–১ ২–০ ৩–২ ৩–২ ২–০ ৩–০
ভালেনসিয়া ১–২ ২–২ ৩–৩ ৩–১ ১–০ ৩–০ ৩–১ ৩–১ ২–২ ৪–১ ১–২ ৩–২ ২–০ ০–০ ১–০
ভায়াদোলিদ ২–০ ৪–৩ ২–১ ১–১ ৩–০ ৩–২ ২–২ ১–২ ৬–২ ৩–০ ৩–৩ ২–২ ১–২ ৪–০ ৪–১
জারাগোজা ১–১ ২–১ ২–০ ২–০ ২–৩ ২–২ ২–০ ২–০ ৩–২ ০–২ ১–২ ১–০ ৩–১ ০–০ ৩–১
উৎস: বিডিফুটবল
রং: নীল = স্বাগতিক দল বিজয়ী; হলুদ = ড্র; লাল = সফরকারী দল বিজয়ী।
অবস্থান খেলোয়াড় ক্লাব গোল
  আলফ্রেদো দি স্তেফানো রিয়াল মাদ্রিদ ৩১
  হোয়াকিন মুরিয়ো ভায়াদোলিদ ১৮
  মানুএল বাদেনেস ভায়াদোলিদ ১৭
4   মৌরো রদ্রিগেজ সেলতা ১৬

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা