সেহুন্দা দিভিসিওন
স্পেনের ফুটবল লীগ পদ্ধতির ২ স্তর
সেহুন্দা দিভিসিওন কে লা লীগা ২ ও বলা হয়।এটি স্পেনের ফুটবল লীগ পদ্ধতির ২ স্তর।এই স্তর থেকে প্রথম দিকের ৩টি দল লা লীগায় যায় (১ টি যায় প্লে অফ খেলে) এবং ওই স্তর থেকে নিচের ৩ টি দল এই স্তরে নেমে যায়।
স্থাপিত | ১৯২৯ |
---|---|
দেশ | স্পেন (২১) |
অন্য দেশের ক্লাব | অ্যান্ডোরা (১) |
কনফেডারেশন | উয়েফা |
দলের সংখ্যা | ২২ |
লিগের স্তর | ২ |
উন্নীত | লা লিগা |
অবনমিত | প্রিমেরা ফেডারেশন |
ঘরোয়া কাপ | কোপা দেল রেই |
আন্তর্জাতিক কাপ | উয়েফা ইউরোপা লীগ ( কোপা দেল রে জয়ের দ্বারা) |
বর্তমান চ্যাম্পিয়ন | আলমেরিয়া (১ম শিরোপা) |
সর্বাধিক শিরোপা | রিয়াল মুর্সিয়া (৮ টি শিরোপা) |
সম্প্রচারক | মুভিস্টার+ |
ওয়েবসাইট | laliga.com |
২০২২–২৩ সেহুন্দা দিভিসিওন |
ইতিহাস
সম্পাদনা১৯২৯ সালে সর্বপ্রথম লীগটি চালু করা হয়।
বিন্যাস
সম্পাদনাবর্তমান নিয়ম অনুসারে ২২ টি দল একে অপরের সাথে হোম-এওয়ে ভিত্তিতে খেলে।তা থেকে ৩ টি দল লা লিগায় খেলার সুযোগ পায়।প্রথম দুটি দল সরাসরি সুযোগ পেলেও ৩ নাম্বার জায়গাটির জন্য ৩-৬ স্থানে থাকা দলগুলো নিজেদের মধ্যে প্লে-অফ ভিত্তিতে মোকাবেলা করে।নিচের দিকের ৪ টি দল প্রিমেরা ফেডারেশনে নেমে যায়।[১]
বিজয়ী দল ও উন্নতি
সম্পাদনাক্লাব | বিজয়ী | উন্নতি | বিজয়ী সাল |
---|---|---|---|
মুর্সিয়া | ১৯৩৯-৪০, ১৯৫৪-৫৫, ১৯৬২-৬৩, ১৯৭২-৭৩, ১৯৭৯-৮০, ১৯৮২-৮৩, ১৯৮৫-৮৬, ২০০২-০৩ | ||
বেতিস | ১৯৩১-৩২, ১৯৪১–৪২, ১৯৫৭-৫৮, ১৯৭০-৭১, ১৯৭৩-৭৪, ২০১০-১১, ২০১৪-১৫ | ||
দেপর্তিভো লা করুনা | ১৯৬১-৬২, ১৯৬৩-৬৪, ১৯৬৫-৬৬, ১৯৬৭-৬৮, ২০১১-১২ | ||
গিজন | ১৯৪৩-৪৪, ১৯৫০-৫১, ১৯৫৬-৫৭, ১৯৬৯-৭০, ১৯৭৬-৭৭ | ||
ওভিয়েদো | ১৯৩২-৩৩, ১৯৫১-৫২, ১৯৫৭-৫৮, ১৯৭১-৭২, ১৯৭৪-৭৫ | ||
মালায়া* | ১৯৫১-৫২, ১৯৬৬-৬৭]], ১৯৮৭-৮৮, ১৯৯৮-৯৯ | ||
ওসাসুনা | ১৯৫২-৫৩, ১৯৫৫-৫৬, ১৯৬০-৬১, ২০১৮–১৯ | ||
আলাভেস | ১৯২৯-৩০, ১৯৫৩-৫৪, ১৯৯৭-৯৮, ২০১৫-১৬ | ||
সেভিয়া | ১৯২৯, ১৯৩৩-৩৪, ১৯৬৮-৬৯, ২০০০-০১ | ||
লাস পালমাস | ১৯৫৩-৫৪, ১৯৬৩-৬৪, ১৯৮৪-৮৫, ১৯৯৯-২০০০ | ||
সেলতা ভিগো | ১৯৩৫-৩৬, ১৯৮১-৮২, ১৯৯১-৯২ | ||
হারকিউলেস | ১৯৩৪-৩৫, ১৯৬৫-৬৬, ১৯৯৫-৯৬ | ||
ভায়াদোলিদ | ১৯৪৭-৪৮, ১৯৫৮-৫৯, ২০০৬-০৭ | ||
রিয়াল সোসিয়েদাদ | ১৯৪৮-৪৯, ১৯৬৬-৬৭, ২০০৯-১০ | ||
গ্রানাদা | ১৯৪০-৪১, ১৯৫৬-৫৭, ১৯৬৭-৬৮ | ||
আলকোয়ানো | ১৯৪৪-৪৫, ১৯৪৬-৪৭, ১৯৪৯-৫০ | ||
রাসিং দে সান্তান্দের | ১৯৪৯-৫০, ১৯৫৯-৬০ | ||
মায়োর্কা | ১৯৫৯-৬০, ১৯৬৪-৬৫ | ||
এলচে | ১৯৫৮-৫৯, ২০১২-১৩ | ||
লেভান্তে | ২০০৩-০৪, ২০১৬-১৭ | ||
কাস্তেয়োন | ১৯৮০-৮১, ১৯৮৮-৮৯ | ||
সাবাদেয় | ১৯৪২-৪৩, ১৯৪৫-৪৬ | ||
এস্পানিওল | ১৯৯৩-৯৪, ২০২০–২১ | ||
মেরিদা | ১৯৯৪-৯৫, ১৯৯৬-৯৭ | ||
ভালেনসিয়া | ১৯৩০-৩১, ১৯৮৬-৮৭ | ||
পোন্তেভেদ্রা | ১৯৬২-৬৩, ১৯৬৪-৬৫ | ||
জায়েন | ১৯৫২-৫৩, ১৯৫৫-৫৬ | ||
সারাগোসা | ১৯৭৭-৭৮ | ||
রায়ো ভায়েকানো | ২০১৭–১৮ | ||
কাদিস | ২০০৪-০৫ | ||
তেনেরিফে | ১৯৬০-৬১ | ||
আলমেরিয়া | ২০২১–২২ | ||
নুমান্সিয়া | ২০০৭-০৮ | ||
রেক্র্যাতিভো | ২০০৫-০৬ | ||
কোর্দোবা | ১৯৬১-৬২ | ||
আতলেতিকো মাদ্রিদ | ২০০১-০২ | ||
লেইদা | ১৯৯২-৯৩ | ||
আলবাকেতে | ১৯৯০-৯১ | ||
বুরহোস | ১৯৭৫-৭৬]] | ||
এইবার | ২০১৩-১৪ | ||
জেরেয | ২০০৮-০৯ | ||
রিয়াল বুরহোস | ১৯৮৯-৯০ | ||
কালচারাল লেওনেসা | ১৯৫৪-৫৫ | ||
আতলেতিকো তেতুয়ান | ১৯৫০-৫১ | ||
কাস্তিয়া | ১৯৮৩-৮৪ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৭।