সেহুন্দা দিভিসিওন

স্পেনের ফুটবল লীগ পদ্ধতির ২ স্তর

সেহুন্দা দিভিসিওন কে লা লীগা ২ ও বলা হয়।এটি স্পেনের ফুটবল লীগ পদ্ধতির ২ স্তর।এই স্তর থেকে প্রথম দিকের ৩টি দল লা লীগায় যায় (১ টি যায় প্লে অফ খেলে) এবং ওই স্তর থেকে নিচের ৩ টি দল এই স্তরে নেমে যায়।

সেহুন্দা দিভিসিওন
স্থাপিত১৯২৯; ৯৬ বছর আগে (1929)
দেশস্পেন (২১)
অন্য দেশের ক্লাবঅ্যান্ডোরা (১)
কনফেডারেশনউয়েফা
দলের সংখ্যা২২
লিগের স্তর
উন্নীতলা লিগা
অবনমিতপ্রিমেরা ফেডারেশন
ঘরোয়া কাপকোপা দেল রেই
আন্তর্জাতিক কাপউয়েফা ইউরোপা লীগ
( কোপা দেল রে জয়ের দ্বারা)
বর্তমান চ্যাম্পিয়নআলমেরিয়া (১ম শিরোপা)
সর্বাধিক শিরোপারিয়াল মুর্সিয়া (৮ টি শিরোপা)
সম্প্রচারকমুভিস্টার+
ওয়েবসাইটlaliga.com
২০২২–২৩ সেহুন্দা দিভিসিওন

ইতিহাস

সম্পাদনা

১৯২৯ সালে সর্বপ্রথম লীগটি চালু করা হয়।

বিন্যাস

সম্পাদনা

বর্তমান নিয়ম অনুসারে ২২ টি দল একে অপরের সাথে হোম-এওয়ে ভিত্তিতে খেলে।তা থেকে ৩ টি দল লা লিগায় খেলার সুযোগ পায়।প্রথম দুটি দল সরাসরি সুযোগ পেলেও ৩ নাম্বার জায়গাটির জন্য ৩-৬ স্থানে থাকা দলগুলো নিজেদের মধ্যে প্লে-অফ ভিত্তিতে মোকাবেলা করে।নিচের দিকের ৪ টি দল প্রিমেরা ফেডারেশনে নেমে যায়।[]

বিজয়ী দল ও উন্নতি

সম্পাদনা
ক্লাব বিজয়ী উন্নতি বিজয়ী সাল
মুর্সিয়া
১১
১৯৩৯-৪০, ১৯৫৪-৫৫, ১৯৬২-৬৩, ১৯৭২-৭৩, ১৯৭৯-৮০, ১৯৮২-৮৩, ১৯৮৫-৮৬, ২০০২-০৩
বেতিস
১২
১৯৩১-৩২, ১৯৪১–৪২, ১৯৫৭-৫৮, ১৯৭০-৭১, ১৯৭৩-৭৪, ২০১০-১১, ২০১৪-১৫
দেপর্তিভো লা করুনা
১১
১৯৬১-৬২, ১৯৬৩-৬৪, ১৯৬৫-৬৬, ১৯৬৭-৬৮, ২০১১-১২
গিজন
১৯৪৩-৪৪, ১৯৫০-৫১, ১৯৫৬-৫৭, ১৯৬৯-৭০, ১৯৭৬-৭৭
ওভিয়েদো
১৯৩২-৩৩, ১৯৫১-৫২, ১৯৫৭-৫৮, ১৯৭১-৭২, ১৯৭৪-৭৫
মালায়া*
১৩
১৯৫১-৫২, ১৯৬৬-৬৭]], ১৯৮৭-৮৮, ১৯৯৮-৯৯
ওসাসুনা
১৯৫২-৫৩, ১৯৫৫-৫৬, ১৯৬০-৬১, ২০১৮–১৯
আলাভেস
১৯২৯-৩০, ১৯৫৩-৫৪, ১৯৯৭-৯৮, ২০১৫-১৬
সেভিয়া
১৯২৯, ১৯৩৩-৩৪, ১৯৬৮-৬৯, ২০০০-০১
লাস পালমাস
১৯৫৩-৫৪, ১৯৬৩-৬৪, ১৯৮৪-৮৫, ১৯৯৯-২০০০
সেলতা ভিগো
১১
১৯৩৫-৩৬, ১৯৮১-৮২, ১৯৯১-৯২
হারকিউলেস
১৯৩৪-৩৫, ১৯৬৫-৬৬, ১৯৯৫-৯৬
ভায়াদোলিদ
১৯৪৭-৪৮, ১৯৫৮-৫৯, ২০০৬-০৭
রিয়াল সোসিয়েদাদ
১৯৪৮-৪৯, ১৯৬৬-৬৭, ২০০৯-১০
গ্রানাদা
১৯৪০-৪১, ১৯৫৬-৫৭, ১৯৬৭-৬৮
আলকোয়ানো
১৯৪৪-৪৫, ১৯৪৬-৪৭, ১৯৪৯-৫০
রাসিং দে সান্তান্দের
১৯৪৯-৫০, ১৯৫৯-৬০
মায়োর্কা
১৯৫৯-৬০, ১৯৬৪-৬৫
এলচে
১৯৫৮-৫৯, ২০১২-১৩
লেভান্তে
২০০৩-০৪, ২০১৬-১৭
কাস্তেয়োন
১৯৮০-৮১, ১৯৮৮-৮৯
সাবাদেয়
১৯৪২-৪৩, ১৯৪৫-৪৬
এস্পানিওল
১৯৯৩-৯৪, ২০২০–২১
মেরিদা
১৯৯৪-৯৫, ১৯৯৬-৯৭
ভালেনসিয়া
১৯৩০-৩১, ১৯৮৬-৮৭
পোন্তেভেদ্রা
১৯৬২-৬৩, ১৯৬৪-৬৫
জায়েন
১৯৫২-৫৩, ১৯৫৫-৫৬
সারাগোসা
১৯৭৭-৭৮
রায়ো ভায়েকানো
২০১৭–১৮
কাদিস
২০০৪-০৫
তেনেরিফে
১৯৬০-৬১
আলমেরিয়া
২০২১–২২
নুমান্সিয়া
২০০৭-০৮
রেক্র্যাতিভো
২০০৫-০৬
কোর্দোবা
১৯৬১-৬২
আতলেতিকো মাদ্রিদ
২০০১-০২
লেইদা
১৯৯২-৯৩
আলবাকেতে
১৯৯০-৯১
বুরহোস
১৯৭৫-৭৬]]
এইবার
২০১৩-১৪
জেরেয
২০০৮-০৯
রিয়াল বুরহোস
১৯৮৯-৯০
কালচারাল লেওনেসা
১৯৫৪-৫৫
আতলেতিকো তেতুয়ান
১৯৫০-৫১
কাস্তিয়া
১৯৮৩-৮৪

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৭ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৭