১৭৩/১৭৪ লোকাল
১৭৩/১৭৪ লোকাল বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি লোকাল ট্রেন, যা চাঁদপুর জেলার চাঁদপুর রেলওয়ে স্টেশন ও কুমিল্লা জেলার লাকসাম জংশন রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করতো। বর্তমানে এই ট্রেন বন্ধ রয়েছে।
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | লোকাল |
অবস্থা | বন্ধ |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল |
যাত্রাপথ | |
শুরু | লাকসাম জংশন রেলওয়ে স্টেশন |
বিরতি | ১. চিতোষী রোড রেলওয়ে স্টেশন ২. শাহরাস্তি রেলওয়ে স্টেশন |
শেষ | চাঁদপুর রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ৬৯ কিলোমিটার |
যাত্রার গড় সময় | ২ ঘণ্টা ২০ মিনিট (১৭৩) ২ ঘণ্টা ৩৫ মিনিট (১৭৪) |
পরিষেবার হার | দৈনিক |
রেল নং | ১৭৩/১৭৪ |
ব্যবহৃত লাইন | লাকসাম-চাঁদপুর রেলপথ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
খাদ্য সুবিধা | নেই |
কারিগরি | |
ট্র্যাক গেজ | মিটার গেজ |
ট্র্যাকের মালিক | বাংলাদেশ রেলওয়ে |
রক্ষণাবেক্ষণ | লাকসাম জংশন রেলওয়ে স্টেশন |
সময়সূচি
সম্পাদনাবাংলাদেশ রেলওয়ের ৫০তম সময়সূচি অনুযায়ী (যা ৭ই জানুয়ারী, ২০১৬ থেকে ২৮শে ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত কার্যকর ছিলো) ১৭৩/১৭৪ লোকাল ট্রেনটি নিম্নোক্ত সমসূচি অনুযায়ী চলতো:
ট্রেন নং | উৎস | প্রস্থানের সময় | গন্তব্য | পৌঁছানোর সময় |
---|---|---|---|---|
১৭৩ | চাঁদপুর | ০৮:৪০ পি.এম. | লাকসাম জংশন | ১১:২০ পি.এম |
১৭৪ | লাকসাম জংশন | ০৫:৫০ পি.এম | চাঁদপুর | ০৮:১৫ পি.এম |
ঘটনা ও দুর্ঘটনা
সম্পাদনা- ১৪/০১/২০১৪: চাঁদপুর রেলওয়ে স্টেশনের সামনে রাতে প্রায় পৌনে বারোটার সময় ১৭৩ নং লোকাল ট্রেনের দুটি কোচ লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ BanglaNews24.com। "চাঁদপুরে লোকাল ট্রেনের ২টি বগি লাইনচ্যুত"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১০।