হ্যারি উইঙ্কস
হ্যারি বিলি উইঙ্কস (ইংরেজি: Harry Winks; জন্ম: ২ ফেব্রুয়ারি ১৯৯৬; হ্যারি উইঙ্কস নামে সুপরিচিত) হলেন একজন ইংরেজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার এবং ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | হ্যারি বিলি উইঙ্কস[১] | ||
জন্ম | [২] | ২ ফেব্রুয়ারি ১৯৯৬||
জন্ম স্থান | হেমল হেম্পস্টিড, ইংল্যান্ড | ||
উচ্চতা | ৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মি)[৩] | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | টটেনহ্যাম হটস্পার | ||
জার্সি নম্বর | ৮ | ||
যুব পর্যায় | |||
২০০২–২০১৪ | টটেনহ্যাম হটস্পার | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৪– | টটেনহ্যাম হটস্পার | ৮৮ | (২) |
জাতীয় দল‡ | |||
২০১২–২০১৩ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ | ৬ | (০) |
২০১৪ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ | ২ | (১) |
২০১৪–২০১৫ | ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ৬ | (০) |
২০১৫–২০১৬ | ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ | ৮ | (০) |
২০১৬–২০১৭ | ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ | ২ | (০) |
২০১৭– | ইংল্যান্ড | ৬ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:১৬, ৪ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:১৬, ৪ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০০২–০৩ মৌসুমে, ইংরেজ ফুটবল ক্লাব টটেনহ্যাম হটস্পার অনূর্ধ্ব-২৩ এবং একাডেমির হয়ে খেলার মাধ্যমে উইঙ্কস ফুটবল জগতে প্রবেশ করেন এবং এই ক্লাবের হয়ে খেলার মাধ্যমেই ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৪–১৫ মৌসুমে, তিনি অনূর্ধ্ব-২৩ এবং একাডেমি হতে উত্তীর্ণ হয়ে টটেনহ্যাম হটস্পারের মূল দলে যোগদান করেছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Winks: Player"। BDFutbol। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০।
- ↑ "Harry Winks: Overview"। ESPN। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০।
- ↑ "Harry Winks: Overview"। Premier League। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে হ্যারি উইঙ্কস সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- টটেনহ্যাম হটস্পারের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে হ্যারি উইঙ্কস (ইংরেজি)
- ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে হ্যারি উইঙ্কস (ইংরেজি)
- সকারওয়েতে হ্যারি উইঙ্কস (ইংরেজি)
- সকারবেসে হ্যারি উইঙ্কস (ইংরেজি)