ইংল্যান্ড জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দল
ইংল্যান্ড জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দল, থ্রি লায়ন্স নামেও পরিচিত, অনূর্ধ্ব-১৭ পর্যায়ে ফুটবলে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করে। ইংল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা দ্য ফুটবল অ্যাসোসিয়েশন এই দলের নিয়ন্ত্রণ করে। এই দলের প্রধান কোচ স্টিভ কুপার। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ একবারের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ বিজয়ী এবং দুইবারের উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ বিজয়ী।
ডাকনাম | থ্রি লায়ন্স | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | দ্য ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | উয়েফা (ইউরোপ) | ||
প্রধান কোচ | স্টিভ কুপার | ||
ফিফা কোড | ENG | ||
| |||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
ইংল্যান্ড ১ – ১ তুরস্ক (লিভোর্নো, ইতালি; ২০ আগস্ট ১৯৯১) | |||
বৃহত্তম জয় | |||
ইংল্যান্ড ৮ – ০ জিব্রাল্টার (ইয়েরেভান, আর্মেনিয়া; ২৬ অক্টোবর ২০১৩) | |||
বৃহত্তম পরাজয় | |||
জার্মানি ৪ – ০ ইংল্যান্ড (জেনা, জার্মানি; ৯ মে ২০০৯) স্পেন ৪ – ০ ইংল্যান্ড (তিবিলিসি, জর্জিয়া; ৩১ মার্চ ২০১২) | |||
উয়েফা চ্যাম্পিয়নশিপ | |||
অংশগ্রহণ | ১৪ (১৯৮৪-এ প্রথম) | ||
সেরা সাফল্য | বিজয়ী: ২০১০ ও ২০১৪ | ||
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ৪ (২০০৭-এ প্রথম) | ||
সেরা সাফল্য | বিজয়ী: ২০১৭ |
পদক রেকর্ড | ||
---|---|---|
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ | ||
২০১৭ ভারত | দল |
প্রতিযোগিতামূলক রেকর্ড
সম্পাদনাসোনালি রঙ ইংল্যান্ডের জয় নির্দেশ করে
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
সম্পাদনাবছর | রাউন্ড | মোট খেলা | জয় | ড্র | হার | পক্ষে গোল | বিপক্ষে গোল |
---|---|---|---|---|---|---|---|
১৯৮৫ | প্রবেশ করে নি | ||||||
১৯৮৭ | |||||||
১৯৮৯ | |||||||
১৯৯১ | যোগ্যতা অর্জন করে নি | ||||||
১৯৯৩ | |||||||
১৯৯৫ | |||||||
১৯৯৭ | |||||||
১৯৯৯ | |||||||
২০০১ | |||||||
২০০৩ | |||||||
২০০৫ | |||||||
২০০৭ | কোয়ার্টার ফাইনাল | 5 | 3 | 1 | 1 | 12 | 7 |
২০০৯ | যোগ্যতা অর্জন করে নি | ||||||
২০১১ | কোয়ার্টার ফাইনাল | 5 | 2 | 2 | 1 | 8 | 9 |
২০১৩ | যোগ্যতা অর্জন করে নি | ||||||
২০১৫ | গ্রুপ পর্ব | 3 | 0 | 2 | 1 | 1 | 2 |
২০১৭ | চ্যাম্পিয়ন | 7 | 6 | 1 | 0 | 23 | 6 |
২০১৯ | নির্ধারিত হয় নি | ||||||
সর্বমোট | 4/17 | 20 | 11 | 6 | 3 | 44 | 24 |
উয়েফা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
সম্পাদনাবছর | রাউন্ড | মোট খেলা | জয় | ড্র | হার | পক্ষে গোল | বিপক্ষে গোল |
---|---|---|---|---|---|---|---|
২০০২ | তৃতীয় স্থান | 6 | 4 | 1 | 1 | 10 | 6 |
২০০৩ | চতুর্থ স্থান | 5 | 1 | 3 | 1 | 6 | 6 |
২০০৪ | চতুর্থ স্থান | 5 | 3 | 1 | 1 | 11 | 7 |
২০০৫ | গ্রুপ পর্ব | 3 | 1 | 0 | 2 | 6 | 3 |
২০০৬ | এলিট রাউন্ড | - | - | - | - | - | - |
২০০৭ | রানার আপ | 5 | 3 | 1 | 1 | 8 | 4 |
২০০৮ | এলিট রাউন্ড | - | - | - | - | - | - |
২০০৯ | গ্রুপ পর্ব | 3 | 0 | 1 | 2 | 1 | 6 |
২০১০ | চ্যাম্পিয়ন | 5 | 5 | 0 | 0 | 10 | 4 |
২০১১ | সেমি ফাইনাল | 4 | 1 | 1 | 2 | 5 | 5 |
২০১২ | এলিট রাউন্ড | - | - | - | - | - | - |
২০১৩ | এলিট রাউন্ড | - | - | - | - | - | - |
২০১৪ | চ্যাম্পিয়ন | 5 | 4 | 0 | 1 | 10 | 4 |
২০১৫ | কোয়ার্টার ফাইনাল | 4 | 2 | 1 | 1 | 3 | 2 |
২০১৬ | কোয়ার্টার ফাইনাল | 4 | 2 | 0 | 2 | 6 | 4 |
২০১৭ | রানার আপ | 6 | 5 | 0 | 1 | 15 | 4 |
২০১৮ | সেমি ফাইনাল | 5 | 3 | 0 | 2 | 6 | 3 |
২০১৯ | - | - | - | - | - | - | - |
সর্বমোট | 13/17 | 60 | 34 | 9 | 17 | 97 | 58 |
দলীয় সম্মাননা
সম্পাদনা- ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
- বিজয়ী (১): ২০১৭[১][২]
- উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ
- বিজয়ী (২): ২০১০, ২০১৪
- আলগার্ভ টুর্নামেন্ট
- বিজয়ী (৩): ২০০৭-০৮, ২০০৯-১০, ২০১১-১২
- নর্দিক টুর্নামেন্ট
- বিজয়ী (২): ২০০৯-২০১০, ২০১০-১১
- এফএ আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট
- বিজয়ী (২): ২০১০-১১, ২০১১-১২
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "এবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপও ইংল্যান্ডের | খেলাধুলা | The Daily Ittefaq"। দৈনিক ইত্তেফাক। ২৯ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৮।
- ↑ "অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইংল্যান্ড"। দৈনিক সংগ্রাম। ৩০ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]