হাসিনা মমতাজ (কণ্ঠশিল্পী)

বাংলাদেশি কন্ঠশিল্পী। কণ্ঠসঙ্গীতে অবদানের জন্য তিনি ২০১৯ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রদ

হাসিনা মমতাজ (১০ মার্চ ১৯৪৫-১৮ ফেব্রুয়ারি ২০২৪) ছিলেন বাংলাদেশি কণ্ঠশিল্পী। কণ্ঠসঙ্গীতে অবদানের জন্য তিনি ২০১৯ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রদত্ত শিল্পকলা পদক লাভ করেন।[][]

হাসিনা মমতাজ
জন্ম
হাসিনা হোসেন মমতাজ

(১৯৪৫-০৩-১০)১০ মার্চ ১৯৪৫
মৃত্যু১৮ ফেব্রুয়ারি ২০২৪(2024-02-18) (বয়স ৭৮)
জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, ধানমন্ডি
সমাধিআজিমপুর গোরস্থান
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামজিএইম
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়,
ইডেন মহিলা কলেজ
কর্মজীবন১৯৫০—২০২৪
দাম্পত্য সঙ্গীরফিকুল ইসলাম (বি. ১৯৬৭)
সন্তানশিবলী রুবাইয়াত-উল-ইসলাম
পিতা-মাতাবদিউল আলম (পিতা),
জুলফা খাতুন (মাতা)
পুরস্কারশিল্পকলা পদক- ২০১৯

প্রাথমিক জীবন

সম্পাদনা

হাসিনা মমতাজ ১০ মার্চ ১৯৪৫ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের চট্টগ্রাম জেলাার মীরসরাইয়ে জন্মগ্রহণ করেন।[] তার পিতার নাম বদিউল আলম ছিলেন পুলিশ অফিসার ও মাতার নাম বিবি জুলফা খাতুন চৌধুরানী ছিলেন গৃহিণী।

কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল এন্ড কলেজ থেকে তিনি মেট্রিক পাশ করেন। মাধ্যমিক পাশ করেন ইডেন মহিলা কলেজ থেকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ থেকে ১৯৬৬ সালে এমএ পাশ করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তিনি।

কর্মজীবন ও মুক্তিযুদ্ধে অবদান

সম্পাদনা

হাসিনা মমতাজ শাট এর দশক থেকে কণ্ঠশিল্পী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের সময়েও সংগীতের মাধ্যমে অনুপ্রেরণা দেন তিনি। জনপ্রিয় গান ‘তন্দ্রাহারা নয়ন আমার…’সহ আরো অনেক তাৎপর্যপূর্ণ গানের জন্য তিনি স্মরণীয়।

পুরস্কার

সম্পাদনা

পারিবারিক জীবন

সম্পাদনা

হাসিনা মমতাজ ১৯৬৭ সালে রফিকুল ইসলামকে বিয়ে করেন। রফিক ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এই দম্পতীর একমাত্র পুত্র শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান।

মৃত্যু

সম্পাদনা

হাসিনা মমতাজ ১৮ ফেব্রুয়ারি ২০২৪ সালে ধানমন্ডি’র জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে মৃত্যুবরণ করেন।[] আজিমপুর গোরস্থানে তাকে সমাহিত করা হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "দুই বছরের শিল্পকলা পদক গ্রহণ করলেন গুণীজনেরা"দৈনিক প্রথম আলো। ২৩ সেপ্টেম্বর ২০২২। ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ 
  2. "২ সংগঠন ও ১৮ ব্যক্তি পাচ্ছেন শিল্পকলা পদক"দ্য ডেইলি স্টার বাংলা। ২০ সেপ্টেম্বর ২০২২। ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ 
  3. "কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ (১৯৪৫-২০২৪) | বেলা অবেলা সারাবেলা | Full Episode | Desh TV Entertainment" 
  4. "বিএসইসির চেয়ারম্যানের মা আর নেই"অর্থসংবাদ। ১৮ ফেব্রুয়ারি ২০২৪। ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৪ 
  5. "বিএসইসি চেয়ারম্যানের মা হাসিনা মমতাজের দাফন"রাইজিংবিডি.কম। ১৯ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৪