হাম সাথ-সাথ হ্যাঁয় (হিন্দি: हम साथ-साथ हैं, অনুবাদ 'আমরা একত্রে আছি') হল সুরজ বড়জাত্যা রচিত ও পরিচালিত ১৯৯৯ সালের ভারতীয় হিন্দি ভাষার নাট্যধর্মী চলচ্চিত্র। এটি প্রযোজনা ও পরিবেশনা করেছে রাজশ্রী প্রোডাকশন্স। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান খান, সাইফ আলি খান, মোহনিশ বেহল, তাবু, সোনালী বেন্দ্রে ও কারিশমা কাপুর, এছাড়া পার্শ্ব ভূমিকায় অভিনয় করেছেন অলোক নাথ, রিমা লাগু, নীলম কোঠারি, মহেশ ঠাকুর।[৩]
হাম সাথ সাথ হ্যাঁয় |
---|
হাম সাথ সাথ হ্যাঁয় চলচ্চিত্রের পোস্টার |
পরিচালক | সুরজ বড়জাত্যা |
---|
প্রযোজক | - অজিত কুমার বড়জাত্যা
- কমল কুমার বড়জাত্যা
- রাজকুমার বড়জাত্যা
|
---|
রচয়িতা | সুরজ বড়জাত্যা |
---|
শ্রেষ্ঠাংশে | |
---|
সুরকার | রামলক্ষ্মণ |
---|
চিত্রগ্রাহক | রাজন কিনাগী |
---|
সম্পাদক | মুখতার আহমেদ |
---|
প্রযোজনা কোম্পানি | |
---|
পরিবেশক | রাজশ্রী প্রোডাকশন্স |
---|
মুক্তি |
- ৫ নভেম্বর ১৯৯৯ (1999-11-05)
-
-
-
|
---|
স্থিতিকাল | ১৭০ মিনিট[১] |
---|
দেশ | ভারত |
---|
ভাষা | হিন্দি |
---|
নির্মাণব্যয় | ₹১৭০ মিলিয়ন[২] |
---|
আয় | ₹১.০৩ বিলিয়ন[২] |
---|
সালমান খান তার কাজের জন্য ২০০০ সালে প্রদত্ত জি সিনে পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে মনোনয়ন লাভ করেন, অন্যদিকে মোহনিশ বেহল ৪৫তম ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন লাভ করেন। চলচ্চিত্রটি তেলুগু ভাষায়ও ডাবিং করা হয় এবং প্রেমানুরাগম নামে মুক্তি দেওয়া হয়।[৪]
- সালমান খান - প্রেম চতুর্বেদী
- সাইফ আলি খান - বিনোদ চতুর্বেদী
- মোহনিশ বেহল - বিবেক চতুর্বেদী
- তাবু - সাধনা শর্মা/সাধনা বিবেক চতুর্বেদী
- সোনালী বেন্দ্রে - প্রীতি শুকলা/প্রীতি প্রেম চতুর্বেদী
- কারিশমা কাপুর - স্বপ্না বাজপেয়ী/স্বপ্না বিনোদ চতুর্বেদী
- অলোক নাথ - রামকিষাণ চতুর্বেদী
- রিমা লাগু - মমতা অবস্তী/মমতা রামকিষণ চতুর্বেদী
- নীলম কোঠারি - সঙ্গীতা চতুর্বেদী/সঙ্গীতা আনন্দ পাণ্ডে
- মহেশ ঠাকুর - আনন্দ পাণ্ডে
- অজিত বচনী - বাকিল অবস্তী
- হিমানী শিবপুরী - নীনাক্ষী বাকিল অবস্তী
- সতীষ শাহ - প্রিতম শুকলা
- সদাশিব আমরাপুরকার - ধরমরাজ বাজপেয়ী
- শাম্মী - দুর্গা বাজপেয়ী
- রাজিব বর্মা - আদর্শ শর্মা
- শক্তি কাপুর - আনোয়ার শেখ
- দীনেশ হিঙ্গু - রঘুবীর
- দিলীপ ধবন - অনুরাগ পাণ্ডে
- শীলা শর্মা - জ্যোতি অনুরাগ পাণ্ডে
- কুনিকা - শান্তি
- জয়শ্রী - কৃষ্ণা
- কল্পনা আইয়ার - নীষনা
- হুমা খান - রেহানা খান/রেহানা আনোয়ার শেখ
- যতীন কানাকিয়া - ডাক্তার রাজিব সেন
- অচ্যুত পোতদার - খান সাহেব
- জাকি মুকাদ্দাম - রাজেশ "রাজু" পাণ্ডে
- হার্দিক তান্না - ববলেশ "বাবলু" পাণ্ডে
- জোয়া আফরোজ - রাধিকা পাণ্ডে
হাম সাথ-সাথ হ্যাঁয় চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন রামলক্ষ্মণ। ছবিটিতে সাতটি গান রয়েছে।
পেশাদারী মূল্যায়ন |
---|
পর্যালোচনা স্কোর |
---|
উৎস | মূল্যায়ন |
---|
রেডিফ | [৫] |
প্ল্যানেট বলিউড | [৬] |
|
১. | "হাম সাথ সাথ হ্যাঁয়" | কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু, অলকা ইয়াগনিক, হরিহরণ, অনুরাধা পাড়োয়াল, উদিত নারায়ণ | ৩:৫৭ |
২. | "ইয়ে তো সাচ হ্যায় কী ভগবান হ্যায়" | হরিহরণ, প্রতিমা রাও, গণশ্যাম বস্বানী, সন্তোষ তিওয়ারী, রবীন্দর রাওয়াল | ৬:৩৩ |
৩. | "ছোটে ছোটে বাইয়ো কে" | কবিতা কৃষ্ণমূর্তি, উদিত নারায়ণ, কুমার শানু | ৪:১৫ |
৪. | "সুনোজি দুলজান" | কবিতা কৃষ্ণমূর্তি, উদিত নারায়ণ, সোনু নিগম, রূপ কুমার রাঠোড়, প্রতিমা রাও | ১২:১১ |
৫. | "এ বি সি ডি" | উদিত নারায়ণ, হরিহরণ, হেমা সারদেসাই, শঙ্কর মহাদেবন | ৪:৩২ |
৬. | "মহারে হিওদা" | কবিতা কৃষ্ণমূর্তি, হরিহরণ, কুমার শানু, অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ, অনুরাধা পাড়োয়াল | ৬:২২ |
৭. | "মাইয়া যশোদা" | কবিতা কৃষ্ণমূর্তি, অলকা ইয়াগনিক, অনুরাধা পাড়োয়াল | ৬:১৯ |
মোট দৈর্ঘ্য: | ৪২:৪৮ |