হাম সাথ-সাথ হ্যাঁয়

হিন্দি ভাষার চলচ্চিত্র
(হাম সাথ সাথ হ্যায় থেকে পুনর্নির্দেশিত)

হাম সাথ-সাথ হ্যাঁয় (হিন্দি: हम साथ-साथ हैं, অনুবাদ'আমরা একত্রে আছি') হল সুরজ বড়জাত্যা রচিত ও পরিচালিত ১৯৯৯ সালের ভারতীয় হিন্দি ভাষার নাট্যধর্মী চলচ্চিত্র। এটি প্রযোজনা ও পরিবেশনা করেছে রাজশ্রী প্রোডাকশন্স। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান খান, সাইফ আলি খান, মোহনিশ বেহল, তাবু, সোনালী বেন্দ্রেকারিশমা কাপুর, এছাড়া পার্শ্ব ভূমিকায় অভিনয় করেছেন অলোক নাথ, রিমা লাগু, নীলম কোঠারি, মহেশ ঠাকুর।[]

হাম সাথ সাথ হ্যাঁয়
হাম সাথ সাথ হ্যাঁয় চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসুরজ বড়জাত্যা
প্রযোজক
  • অজিত কুমার বড়জাত্যা
  • কমল কুমার বড়জাত্যা
  • রাজকুমার বড়জাত্যা
রচয়িতাসুরজ বড়জাত্যা
শ্রেষ্ঠাংশে
সুরকাররামলক্ষ্মণ
চিত্রগ্রাহকরাজন কিনাগী
সম্পাদকমুখতার আহমেদ
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকরাজশ্রী প্রোডাকশন্স
মুক্তি
  • ৫ নভেম্বর ১৯৯৯ (1999-11-05)
স্থিতিকাল১৭০ মিনিট[]
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়১৭০ মিলিয়ন[]
আয়১.০৩ বিলিয়ন[]

সালমান খান তার কাজের জন্য ২০০০ সালে প্রদত্ত জি সিনে পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে মনোনয়ন লাভ করেন, অন্যদিকে মোহনিশ বেহল ৪৫তম ফিল্মফেয়ার পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন লাভ করেন। চলচ্চিত্রটি তেলুগু ভাষায়ও ডাবিং করা হয় এবং প্রেমানুরাগম নামে মুক্তি দেওয়া হয়।[]

কুশীলব

সম্পাদনা
  • সালমান খান - প্রেম চতুর্বেদী
  • সাইফ আলি খান - বিনোদ চতুর্বেদী
  • মোহনিশ বেহল - বিবেক চতুর্বেদী
  • তাবু - সাধনা শর্মা/সাধনা বিবেক চতুর্বেদী
  • সোনালী বেন্দ্রে - প্রীতি শুকলা/প্রীতি প্রেম চতুর্বেদী
  • কারিশমা কাপুর - স্বপ্না বাজপেয়ী/স্বপ্না বিনোদ চতুর্বেদী
  • অলোক নাথ - রামকিষাণ চতুর্বেদী
  • রিমা লাগু - মমতা অবস্তী/মমতা রামকিষণ চতুর্বেদী
  • নীলম কোঠারি - সঙ্গীতা চতুর্বেদী/সঙ্গীতা আনন্দ পাণ্ডে
  • মহেশ ঠাকুর - আনন্দ পাণ্ডে
  • অজিত বচনী - বাকিল অবস্তী
  • হিমানী শিবপুরী - নীনাক্ষী বাকিল অবস্তী
  • সতীষ শাহ - প্রিতম শুকলা
  • সদাশিব আমরাপুরকার - ধরমরাজ বাজপেয়ী
  • শাম্মী - দুর্গা বাজপেয়ী
  • রাজিব বর্মা - আদর্শ শর্মা
  • শক্তি কাপুর - আনোয়ার শেখ
  • দীনেশ হিঙ্গু - রঘুবীর
  • দিলীপ ধবন - অনুরাগ পাণ্ডে
  • শীলা শর্মা - জ্যোতি অনুরাগ পাণ্ডে
  • কুনিকা - শান্তি
  • জয়শ্রী - কৃষ্ণা
  • কল্পনা আইয়ার - নীষনা
  • হুমা খান - রেহানা খান/রেহানা আনোয়ার শেখ
  • যতীন কানাকিয়া - ডাক্তার রাজিব সেন
  • অচ্যুত পোতদার - খান সাহেব
  • জাকি মুকাদ্দাম - রাজেশ "রাজু" পাণ্ডে
  • হার্দিক তান্না - ববলেশ "বাবলু" পাণ্ডে
  • জোয়া আফরোজ - রাধিকা পাণ্ডে

সঙ্গীত

সম্পাদনা

হাম সাথ-সাথ হ্যাঁয় চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন রামলক্ষ্মণ। ছবিটিতে সাতটি গান রয়েছে।

গানের তালিকা

সম্পাদনা
হাম সাথ-সাথ হ্যাঁয়
কর্তৃক অ্যালবাম
মুক্তির তারিখ১৯৯৯
ঘরানাচলচ্চিত্রের সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য৪২:৪৮
ভাষাহিন্দি
সঙ্গীত প্রকাশনীসা রে গা মা
প্রযোজকরামলক্ষ্মণ
পেশাদারী মূল্যায়ন
পর্যালোচনা স্কোর
উৎসমূল্যায়ন
রেডিফ      []
প্ল্যানেট বলিউড           []
নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."হাম সাথ সাথ হ্যাঁয়"কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু, অলকা ইয়াগনিক, হরিহরণ, অনুরাধা পাড়োয়াল, উদিত নারায়ণ৩:৫৭
২."ইয়ে তো সাচ হ্যায় কী ভগবান হ্যায়"হরিহরণ, প্রতিমা রাও, গণশ্যাম বস্বানী, সন্তোষ তিওয়ারী, রবীন্দর রাওয়াল৬:৩৩
৩."ছোটে ছোটে বাইয়ো কে"কবিতা কৃষ্ণমূর্তি, উদিত নারায়ণ, কুমার শানু৪:১৫
৪."সুনোজি দুলজান"কবিতা কৃষ্ণমূর্তি, উদিত নারায়ণ, সোনু নিগম, রূপ কুমার রাঠোড়, প্রতিমা রাও১২:১১
৫."এ বি সি ডি"উদিত নারায়ণ, হরিহরণ, হেমা সারদেসাই, শঙ্কর মহাদেবন৪:৩২
৬."মহারে হিওদা"কবিতা কৃষ্ণমূর্তি, হরিহরণ, কুমার শানু, অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ, অনুরাধা পাড়োয়াল৬:২২
৭."মাইয়া যশোদা"কবিতা কৃষ্ণমূর্তি, অলকা ইয়াগনিক, অনুরাধা পাড়োয়াল৬:১৯
মোট দৈর্ঘ্য:৪২:৪৮

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল সূত্র.
ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা মোহনিশ বেহল মনোনীত []
জি সিনে পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা সালমান খান মনোনীত []
আইফা পুরস্কার শ্রেষ্ঠ রূপসজ্জা রাজু চৌহান, মিকি কনট্রাকটর, গফুর, অশোক গবস, রামকৃষ্ণ গোডসে, জয়ন্ত, নাসির খান, উমেশ কুমার, রাজু নাগ, লখন সিং বিজয়ী []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Hum Saath Saath Hain (1999)"ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯ 
  2. "Hum Saath Saath Hain - Movie - Box Office India"বক্স অফিস ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯ 
  3. "Then and now – Hum Saath-Saath Hain"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯ 
  4. "Premaanuraagam"ইউটিউবরাজশ্রী তেলুগু। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯ 
  5. সুকন্যা বর্মা (৭ আগস্ট ২০০৬)। "Munnabhai's music rocks"। রেডিফ। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯ 
  6. "Lage Raho Munnabhai Music Review"। প্ল্যানেট বলিউড। ২৫ জুলাই ২০০৬। ২৯ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯ 
  7. "Filmfare Best Film Awards 1953-2000"দ্য টাইমস অফ ইন্ডিয়া। ১১ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯ 
  8. "2000 Archives"জি সিনে পুরস্কার (ইংরেজি ভাষায়)। ২৬ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯ 
  9. "IIFA Through the Years – IIFA 2000 : London, United Kingdom"আইফা। ১৪ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা