লিগ ১
লিগ ১[ক] (এছাড়াও বিজ্ঞাপনী পৃষ্ঠপোষকজনিত কারণে লিগ ১ কনফোরামা নামে পরিচিত[১]) হচ্ছে পুরুষদের ফুটবল ক্লাবগুলোর মধ্যে আয়োজিত একটি ফরাসি পেশাদার লিগ। এই লিগটি ফরাসি ফুটবল লিগ পদ্ধতির শীর্ষস্তরের ফুটবল প্রতিযোগিতা। লিগ দে ফুটবল প্রফেশনাল দ্বারা পরিচালিত লিগ ১-এ সর্বমোট ২০টি ক্লাব প্রতিযোগিতা করে থাকে; যার মধ্য হতে পয়েন্ট টেবিলের নিচের দিকের দল লিগ ২-এ অনমনিত হয়।
সংগঠক | লিগ দে ফুটবল প্রফেশনাল (এলএফপি) |
---|---|
স্থাপিত | আনুষ্ঠানিকভাবে: ১৯৩০ লিগ ১ হিসেবে: ২০০২ |
দেশ | ফ্রান্স |
অন্য দেশের ক্লাব | মোনাকো (১টি দল) |
কনফেডারেশন | উয়েফা |
দলের সংখ্যা | ২০ |
লিগের স্তর | ১ |
অবনমিত | লিগ ২ |
ঘরোয়া কাপ | কুপ দে ফ্রান্স ট্রফি দে চ্যাম্পিয়নস |
লিগ কাপ | কুপ দে লা লিগ |
আন্তর্জাতিক কাপ | চ্যাম্পিয়নস লিগ ইউরোপা লিগ |
বর্তমান চ্যাম্পিয়ন | পারি সাঁ-জেরমাঁ (৯ম শিরোপা) |
সর্বাধিক শিরোপা | সেঁত এতিয়েন (১০টি শিরোপা) |
সর্বাধিক ম্যাচ | মিকায়েল লাঁদ্রো (৬১৮) |
শীর্ষ গোলদাতা | দেলিও অন্নিস (২৯৯) |
সম্প্রচারক | সম্প্রচারকের তালিকা |
ওয়েবসাইট |
|
২০১৯–২০ লিগ ১ |
পুরস্কার
সম্পাদনাশিরোপা
সম্পাদনাবর্তমান লিগ ১ শিরোপা, এল'এক্সেক্সোগাল, লিগ দে ফুটবল প্রফেশনাল দ্বারা বিকাশিত হয়েছিল এবং এটি ফ্রাঙ্কো-আর্জেন্টাইন শিল্পী পাবলো রেইনোসো নকশা এবং তৈরি করেছেন। এই শিরোপাটি ২০০৭–০৮ মৌসুম থেকে ফ্রান্সের চ্যাম্পিয়নকে প্রদান করা হচ্ছে। এর পূর্ববর্তী শিরোপাটি কেবলমাত্র পাঁচ বছর যাবত বিদ্যমান ছিল। নতুন ট্রফির নাম নির্ধারণের জন্য এলএফপি এবং ফরাসি টেলিভিশন চ্যানেল টিএফ১ দ্বারা আয়োজিত একটি আনুষ্ঠানিক প্রতিযোগিতা থেকে এক্সেক্সোগাল নামটি গ্রহণ করা হয়েছিল। ২০০০ সালের ২০শে মে তারিখে, ৯,০০০-এরও বেশি নামের প্রস্তাব গৃহীত হয়েছিল এবং ফরাসি ফুটবল ফেডারেশনের সদস্য ফ্রেডেরিক থিরিজ ঘোষণা করেছিলেন যে একটি অনলাইন ভোটের মাধ্যমে নতুন নাম নির্ধারণ করা হবে; অতঃপর উক্ত অনলাইন ভোটে অর্ধেক ভোট পেয়ে এক্সেক্সোগাল নামটি গ্রহণ করা হয়েছে। নতুন এই ট্রফিটি গ্রহণ করা প্রথম ক্লাবটি হচ্ছে ওলাঁপিক লিয়োনে; যারা ২০০৭–০৮ মৌসুমে লিগ ১ জয়লাভ করেছিল।
পৃষ্ঠপোষক
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনানোট
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ফরাসি)
- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- লিগ ১ – বিজয়ী, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকারীসহ সম্পূর্ণ ফলাফলের পাশাপাশি সর্বকালের পয়েন্ট টেবিল
- লিগ৩২১ ডটকম – ফরাসি ফুটবল লিগের পয়েন্ট টেবিল, রেকর্ড এবং পরিসংখ্যানের উপাত্ত