হাবড়া
হাবরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। বর্তমান হাবড়া একটি পুলিশ মহকুমা। যেটি হাবড়া,অশোকনগর,গোবরডাঙ্গা ও আমডাঙ্গা থানা নিয়ে গঠিত।
হাবড়া হাবরা | |
---|---|
স্থানাঙ্ক: ২২°৫০′ উত্তর ৮৮°৩৮′ পূর্ব / ২২.৮৩° উত্তর ৮৮.৬৩° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | উত্তর ২৪ পরগণা |
সরকার | |
• পৌরপ্রধান | শ্রী নারায়ণ চন্দ্র সাহা |
• এমএলএ(MLA) | জ্যোতিপ্রিয় মল্লিক |
আয়তন | |
• মহানগর | ২১.৮ বর্গকিমি (৮.৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• city | ১,৪৯,৬৭৫ |
• ক্রম | ৮ তম (পশ্চিমবঙ্গ) [১] |
• মহানগর | ৩,০৪,৫৮৪ |
ভৌগোলিক উপাত্ত
সম্পাদনাশহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২°৫০′ উত্তর ৮৮°৩৮′ পূর্ব / ২২.৮৩° উত্তর ৮৮.৬৩° পূর্ব।[২] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ১৩ মিটার (৪২ ফুট)।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে হাবড়া শহরের জনসংখ্যা হল ১২৭,৬৯৫ জন।[৩] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।
এখানে সাক্ষরতার হার ৭৯%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৩% এবং নারীদের মধ্যে এই হার ৭৪%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে হাবড়া এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১০% হল ৬ বছর বা তার কম বয়সী।
২০১০ সালের জনগননা অনুযায়ী হাবড়া শহরের জনসংখ্যা ১,৪৯,৬৭৫ জন এবং বৃহত্তর হাবড়ার জনসংখ্যা ৩,০৪,৫৮৪ জন।
পরিবহন ব্যবস্থা
সম্পাদনাশহরটির মধ্যদিয়ে চলে গেছে ৩৫ নং জাতীয় সড়ক (ভারত)। এই সড়ক দ্বারা শহরটি কলকাতা, বারাসত, চাঁদপাড়া ও বনগাঁ শহর ও বাংলাদেশ সীমান্তের সঙ্গে যুক্ত। এছাড়া শহরটি হাবরা-নৈহাটি সড়ক দ্বারা নৈহাটির সঙ্গে যুক্ত। এই শহরের বাস টার্মিনাস থেকে কলকাতা,বারাসত, নৈহাটি শহরে বাস চলাচল করে।এছাড়া শহরটি থেকে নিউটাউন, কলকাতা,বিধাননগর, দক্ষিণেশ্বর, ব্যারাকপুর,হাওড়া, দীঘা, রানাঘাট, বসিরহাট প্রভৃতি শহরের সঙ্গে বাস যোগাযোগ রয়েছে।
রেলপথ
সম্পাদনাএই শহরের প্রধান রেল স্টেশন হল হাবরা রেলওয়ে স্টেশন। এই স্টেশন দ্বারা শহরটির সঙ্গে কলকাতা, বারাসত ও বনগাঁ শহরের মধ্যে রেল যোগাযোগ সম্পন্ন হয়। এছাড়া বৃহত্তর হাবড়ার আরও তিনটি রেল স্টেশন হল অশোকনগর রোড স্টেশন , গুমা ও বিড়া রেলওয়ে স্টেশন।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাএই শহরে বহু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।এছাড়া এখানে রয়েছে একাধিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এই শহরের বানীপুর এলাকায় প্রায় 20টির ও বেশি উচ্চ বিদ্যালয়, 10 টি কলেজ, 1 টি কেন্দ্রীয় বিদ্যালয়, 1 টি কেন্দ্রীয় লাইব্রেরি, 1 টি স্পোর্টস স্কুল, 1 টি ইঞ্জিনিয়ারিং কলেজ, 1 টি আইটিআই কলেজ, একটি গভর্নমেন্ট বিএড কলেজ, একটি গভর্নমেন্ট ডিএলএড কলেজ, একটি গভর্নমেন্ট স্কুল ও আরো বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান আছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়
সম্পাদনা- হাঠথুবা আদর্শ বিদ্যাপীঠ (উ:মা:)
- হাঠথুবা কালিবালা কণ্যা বিদ্যাপীঠ (উ: মা:)
- হাবড়া মডেল হাই স্কুল(উ:মা:)
- হাবড়া হাই স্কুল(উ:মা:)
- হাবড়া কামিনীকুমার গার্লস হাই স্কুল(উ:মা:)
- হাবড়া গার্লস হাই স্কুল(উ:মা:)
- জয়গাছি শ্যামাপ্রসাদ বিদ্যায়তন(উ:মা:)
- প্রফুল্লনগর বিদ্যামন্দির(উ:মা:)
- শ্রীনগর জুনিয়র হাই স্কুল(মা:)
- পূর্বাঞ্চল হাই স্কুল(উ:মা:)
- আক্রামপুর হাই স্কুল (উ:মা:)
- কামারথুবা বিবেকানন্দ বিদ্যাপীঠ
- কামারথুবা নিবেদিতা বিদ্যাপীঠ
- Dakshin Habra High School (H.S.)
- Govt. Basic cum multipurpose school, Banipur
- Banipur Baniniketan Boys High School
- Banipur Baniniketan Girls'High school
- সপ্তগ্রাম আদর্শ বিদ্যাপীঠ
মহাবিদ্যালয়
সম্পাদনা- শ্রীচৈতন্য মহাবিদ্যালয়
- শ্রীচৈতন্য কলেজ হাবরা
- বানীপুর মহিলা মহাবিদ্যালয়
- Banipur Women's ITI
- হাবড়া বায়োকেমিক মেডিক্যাল কলেজ, প্রফুল্লনগর
- Techno India Banipur
- Banipur janata College
- Banipur govt. B.ed college
- Post Government Government Institution of Physical education, Banipur
- Banipur D.ed college
- Gandhi centenary BT college
কেন্দ্রীয় বিদ্যালয়
সম্পাদনা- Jawahar Navodaya Vidyalaya, Banipur
Sports School
সম্পাদনা- Dr. B.R. Ambedkar Sports school, Banipur
Library
সম্পাদনা- Central library, Banipur
CBSE and ICSE schools
সম্পাদনা- Stratford Day school, Habra
- St. Stephen's school, Habra
- Mothers Mission School, Habra
- Greenfield convent school, Habra
- G.D Birla School, Habra
Nursery and pre nursery school
সম্পাদনা- Little Millenium Pre school, Habra
- Sister Nivedita school, hijalpukur
- Prafullanagar Nursery and KG school
- Kidzee
শহরাঞ্চল
সম্পাদনাহাবরা শহরাঞ্চল বা বৃহত্তর হাবরা দুটি পৌরসভা একটি সেন্সাস টাউন ও কয়েটি গ্রাম নিয়ে গঠিত।পৌরসভা দুটি হল - হাবরা পৌরসভা ও অশোকনগর-কল্যাণগর পৌরসভা।সেন্সাস টাউনটি হল গুমা।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "List of Largest cities in west bengal" (ইংরেজি ভাষায়)। world list mania। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য); - ↑ "Habra"। Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৬।
- ↑ "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৬।
বহিঃসংযোগ
সম্পাদনাপশ্চিমবঙ্গের অবস্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |