হরিরামপুর বিধানসভা কেন্দ্র
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র
হরিরামপুর (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার একটি বিধানসভা কেন্দ্র। ২০১১ সালে হরিরামপুর বিধানসভা কেন্দ্রটি অস্তিত্ব লাভ করেছিল।
হরিরামপুর | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কেন্দ্রের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°২২′২৭″ উত্তর ৮৮°১৬′০৪″ পূর্ব / ২৫.৩৭৪১৭° উত্তর ৮৮.২৬৭৭৮° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | দক্ষিণ দিনাজপুর |
কেন্দ্র নং. | ৪২ |
আসন | খোলা |
লোকসভা কেন্দ্র | ৬. বালুরঘাট |
নির্বাচনী বছর | ১৬২,১৮০ (২০১১) |
এলাকা
সম্পাদনাভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৪২ নং হরিরামপুর বিধানসভা কেন্দ্রটি হরিরামপুর সমষ্টি উন্নয়ন ব্লক এবং বাঁশিহারি সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[১]
হরিরামপুর বিধানসভা কেন্দ্রটি ৬ নং বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[১]
বিধানসভার বিধায়ক
সম্পাদনানির্বাচনের বছর |
কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
২০১১ | হরিরামপুর | বিপ্লব মিত্র | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[২] |
নির্বাচনী ফলাফল
সম্পাদনা২০১১
সম্পাদনা২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর নারায়ণ বিশ্বাসকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | বিপ্লব মিত্র | ৬৫,০৯৯ | ৪৭.৪৪ | ||
সিপিআই(এম) | নারায়ণ বিশ্বাস | ৫৮,০৩২ | ৪২.২৯ | ||
বিজেপি | ফণী ভূষণ মাহাতো | ৭,০৩৯ | ৫.১৩ | ||
বিএসপি | কমল হেমরাম | ১,৮৭৭ | |||
নির্দল | সাহাজাহান বাদশাহ | ১,৬৬০ | |||
নির্দল | ব্রাতাসুভ্রা সাহা | ১,৩৬৪ | |||
নির্দল | সন্তোষ সরকার | ১,০৭৮ | |||
নির্দল | সানু সোরেন | ১,০৭০ | |||
ভোটার উপস্থিতি | ১,৩৭,২১৯ | ৮৪.৬১ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৪।
- ↑ "West Bengal Assembly Election 2011"। Harirampur (ইংরেজি ভাষায়)। Empowering India। ১১ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১১।