হরিপ্রসাদ চৌরাসিয়া

(হরিপ্রসাদ চৌরসিয়া থেকে পুনর্নির্দেশিত)

পণ্ডিত হরিপ্রসাদ চৌরসিয়া (জন্ম: জুলাই ১, ১৯৩৮) একজন বিখ্যাত ভারতীয় বাঁশী বাদক।[]

পণ্ডিত হরিপ্রসাদ চৌরসিয়া
ওড়িশার ভুবনেশ্বরে পণ্ডিত হরিপ্রসাদ চৌরসিয়া
ওড়িশার ভুবনেশ্বরে পণ্ডিত হরিপ্রসাদ চৌরসিয়া
প্রাথমিক তথ্য
জন্ম (1938-07-01) ১ জুলাই ১৯৩৮ (বয়স ৮৬)
এলাহাবাদ, উত্তর প্রদেশ, ভারত
ধরনভারতীয় শাস্ত্রীয় সংগীত
পেশাবংশী বাদক
বাদ্যযন্ত্রবাঁশি
কার্যকাল১৯৫৭- বর্তমান
ওয়েবসাইটhariprasadchaurasia.com

হরিপ্রসাদ চৌরসিয়ার জন্ম ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এলাহাবাদে[] চার বছর বয়সে তার মা মারা যান। তার বাবা একজন কুস্তিগির ছিলেন। তার বাবা চাইতেন তিনিও কুস্তিগির হন। এ কারণে তাকে বাবার কাছ থেকে লুকিয়ে বাঁশি শিখতে হয়। তিনি ১৫ বছর বয়স থেকে তার প্রতিবেশী পণ্ডিত রাজারামের কাছ থেকে কণ্ঠশিল্পে দীক্ষা নেয়া শুরু করেন। পরে তিনি বারাণসীর পণ্ডিত ভোলানাথ প্রসন্নের কাছে বাঁশি শেখা শুরু করেন। এরও অনেক পরে তিনি আকাশবাণীতে কাজ করা শুরু করলে অন্নপূর্ণা দেবীর (আলাউদ্দিন খাঁর মেয়ে) নির্দেশনা লাভ করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Hariprasad Chaurasia performs in Hyderabad"The Times Of India। ২৬ সেপ্টেম্বর ২০০৯। ৪ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৪ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৬ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা