হন্ডুরাস জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

হন্ডুরাস জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (ইংরেজি: Honduras national under-23 football team; যা হন্ডুরাস অলিম্পিক ফুটবল দল অথবা হন্ডুরাস অনূর্ধ্ব-২৩ নামেও পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে হন্ডুরাসের প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২৩ দল, যার সকল কার্যক্রম হন্ডুরাসের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হন্ডুরাস ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[] ১৯৯১ সালের ১৬ই মার্চ তারিখে, হন্ডুরাস অনূর্ধ্ব-২৩ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; গুয়াতেমালায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে হন্ডুরাস এবং গুয়াতেমালা অনূর্ধ্ব-২৩ দলের মধ্যকার ম্যাচটি ২–২ গোলে ড্র হয়েছে।

হন্ডুরাস অনূর্ধ্ব-২৩
দলের লোগো
ডাকনামলস কাত্রাচোস
লা বিকলর
লা হ
অ্যাসোসিয়েশনহন্ডুরাস ফুটবল ফেডারেশন
কনফেডারেশনকনকাকাফ (উত্তর আমেরিকা)
প্রধান কোচমিগেল ফালেরো
অধিনায়কদেনিল মালদোনাদো
মাঠবিভিন্ন
ফিফা কোডHON
ওয়েবসাইটfenafuth.org.hn
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
তৃতীয় জার্সি
প্রথম আন্তর্জাতিক খেলা
 গুয়াতেমালা ২–২ হন্ডুরাস 
(গুয়াতেমালা; ১৬ মার্চ ১৯৯১)
বৃহত্তম জয়
 হন্ডুরাস ৫–০ নিকারাগুয়া 
(সান পেদ্রো সুলা, হন্ডুরাস; ২৫ সেপ্টেম্বর ২০১১)
বৃহত্তম পরাজয়
 ব্রাজিল ৬–০ হন্ডুরাস 
(রিউ দি জানেইরু, ব্রাজিল; ১৭ আগস্ট ২০১৬)
গ্রীষ্মকালীন অলিম্পিক
অংশগ্রহণ৫ (২০০০-এ প্রথম)
সেরা সাফল্যচতুর্থ স্থান (২০১৬)
প্যান আমেরিকান গেমস
অংশগ্রহণ৫ (১৯৯১-এ প্রথম)
সেরা সাফল্যরানার-আপ (১৯৯৯, ২০১৯)

লস কাত্রাচোস নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মিগেল ফালেরো এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন এভারটনের রক্ষণভাগের খেলোয়াড় দেনিল মালদোনাদো। হন্ডুরাস অনূর্ধ্ব-২৩ এপর্যন্ত ৫ বার গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে চতুর্থ স্থান অর্জন করা।[]

রামোন নুনিয়েস, দাভিদ ভেলাস্কেস, হোসে মেন্দোসা, আলবের্ত এলিস এবং চোকো লোজানোর মতো খেলোয়াড়গণ হন্ডুরাসের অনূর্ধ্ব-২৩ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

প্রতিযোগিতামূলক তথ্য

সম্পাদনা

গ্রীষ্মকালীন অলিম্পিক

সম্পাদনা
গ্রীষ্মকালীন অলিম্পিক
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
  ১৯০০ অংশগ্রহণ করেনি
  ১৯০৪
  ১৯০৮
  ১৯১২
  ১৯২০
  ১৯২৪
  ১৯২৮
  ১৯৩৬
  ১৯৪৮
  ১৯৫২
  ১৯৫৬
  ১৯৬০
  ১৯৬৪
  ১৯৬৮
  ১৯৭২
  ১৯৭৬
  ১৯৮০
  ১৯৮৪
  ১৯৮৮
  ১৯৯২ উত্তীর্ণ হয়নি
  ১৯৯৬ অংশগ্রহণ করেনি
  ২০০০ গ্রুপ পর্ব ১০ম
  ২০০৪ উত্তীর্ণ হয়নি
  ২০০৮ গ্রুপ পর্ব ১৬তম
  ২০১২ কোয়ার্টার-ফাইনাল ৭ম
  ২০১৬ ৩য় স্থান নির্ধারণী ৪র্থ ১৪
  ২০২০ অনির্ধারিত
মোট চতুর্থ স্থান ৫/২৬ ১৬ ১৯ ৩১

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Honduras U23 - Club profile"Transfermarkt (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-১৯ 
  2. "Match Report: HON vs NGA" (পিডিএফ)। Rio 2016 Official Website। ২১ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা