এভার্টন ফুটবল ক্লাব

(এভারটন ফুটবল ক্লাব থেকে পুনর্নির্দেশিত)

এভার্টন ফুটবল ক্লাব (ইংরেজি: Everton F.C.; সাধারণত এভার্টন এফসি এবং সংক্ষেপে এভার্টন নামে পরিচিত) হচ্ছে লিভারপুল ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লিগ প্রিমিয়ার লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ৩৯,৫৭২ ধারণক্ষমতাবিশিষ্ট গুডিসন পার্কে দ্য ব্লুজ নামে পরিচিত ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইংরেজ সাবেক ফুটবল খেলোয়াড় শন ডাইশ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ফরহাদ মোশিরি[] বর্তমানে প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডীয় রক্ষণভাগের খেলোয়াড় শেমাস কোলম্যান এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[][]

এভার্টন
পূর্ণ নামএভার্টন ফুটবল ক্লাব
ডাকনামদ্য ব্লুজ
দ্য টফিস
প্রতিষ্ঠিত১৮৭৮; ১৪৫ বছর আগে (1878)
মাঠগুডিসন পার্ক
ধারণক্ষমতা৩৯,৫৭২[]
সভাপতিইরান ফরহাদ মোশিরি
ম্যানেজারইংল্যান্ড শন ডাইশ
লিগপ্রিমিয়ার লিগ
২০২২–২৩১৭তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, এভার্টন এপর্যন্ত ২৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে নয়টি প্রিমিয়ার লিগ, পাঁচটি এফএ কাপ এবং নয়টি এফএ চ্যারিটি শিল্ড শিরোপা রয়েছে। {{subst:#if:১|অন্যদিকে, আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যা হচ্ছে ১৯৮৪–৮৫ ইউরোপিয়ান কাপ উইনার্স কাপনেভিল সাউথল, ডেভ ওয়াটসন, লিয়ন উসমান, গ্রেম শার্প এবং রয় ভারননের মতো খেলোয়াড়গণ এভার্টনের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা