স্যন্দন পত্রিকা
স্যন্দন পত্রিকা ভারতের ত্রিপুরা থেকে প্রকাশিত একটি ভারতীয় বাংলা ভাষার দৈনিক পত্রিকা। সুবল কুমার দে কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে তিনিই এটি পরিচালনা করছেন।
![]() | |
![]() | |
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
মালিক | স্যন্দন গ্রুপ অব পাবলিকেশন্স |
প্রকাশক | সুবল দে |
বার্তা সম্পাদক | অনিমেষ দত্ত, তুষার রাখিত |
চিত্র সম্পাদক | অরিন্দম দে |
প্রতিষ্ঠাকাল | ১৫ আগস্ট ১৯৮০ |
রাজনৈতিক মতাদর্শ | স্বতন্ত্র [১] |
ভাষা | বাংলা |
সদর দপ্তর | স্যন্দন ভবন, ৯১, শকুন্তলা রোড, আগরতলা - ৭৯৯০০২ |
প্রচলন | ৬৯,৩৪০ অনুলিপি |
ওয়েবসাইট | http://www.syandanapatrika.com |
ইতিহাস
সম্পাদনাস্যন্দন পত্রিকা ১৯৮০ সালের ১৯ আগস্ট একটি সাপ্তাহিক সংবাদপত্র হিসাবে যাত্রা শুরু করেছিল। এটি ১৯৭৮ সালে এটি দৈনিক পত্রিকায় পরিণত হয়েছিল।
প্রতিষ্ঠান
সম্পাদনারাজ্যে এর ৬০ জন সাংবাদিক এবং ১৫ জনের বেশি ফটো সাংবাদিক রয়েছে। স্যন্দন পত্রিকার ফটো সম্পাদক এবং পরিচালক হলেন সুবল কুমার দে-র পুত্র অরিন্দম দে। সদর দফতর ভারতের ত্রিপুরার আগরতলায়, আগরতলা বিমানবন্দর থেকে ১২ কিমি দক্ষিণে। কলকাতা, নয়াদিল্লি, বেঙ্গালুরু, আহমেদাবাদ, গুয়াহাটি, মুম্বই, চেন্নাই, কানপুর, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, পুনে এবং কানপুরেও এর অফিস রয়েছে এর অফিস রয়েছে।
নীতি
সম্পাদনাসংবাদপত্রটির সম্পাদকীয় রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে উদার। কাগজটি প্রায়শই অনুসন্ধানী প্রতিবেদন করে। এর একটি প্রচারণা ২০০৫ সালের তথ্য অধিকার আইন পাস করতে অবদান রেখেছিল।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "World Newspapers and Magazines"। Worldpress.org। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০০৬।