স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের তালিকা (১৯৭৭–৭৯)
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের জাতীয় এবং “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”।[১] দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৭ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।[২] এই তালিকাটি ১৯৭৭ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের সম্পর্কিত সার-সংক্ষেপণ।
স্বাধীনতা পুরস্কার | |
---|---|
প্রথম পুরস্কৃত | ১৯৭৭ |
সর্বশেষ পুরস্কৃত | ২০২৫ |
১৯৭৭
সম্পাদনা১৯৭৭ সালে ১০ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৫ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[৩]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
মাওলানা আবদুল হামিদ খান ভাসানী | সমাজসেবা | মরণোত্তর বিজয়ী | |
কাজী নজরুল ইসলাম | সাহিত্য | বাংলাদেশের জাতীয় কবি মরণোত্তর বিজয়ী | |
শিল্পাচার্য জয়নুল আবেদীন | সংস্কৃতি (চারুকলা) |
মরণোত্তর বিজয়ী | |
ড. মোকাররম হোসেন খোন্দকার | বিজ্ঞান ও প্রযুক্তি | মরণোত্তর বিজয়ী | |
মাহাবুব আলম চাষী | পল্লী উন্নয়ন | ||
ব্রিগেডিয়ার মাহমুদুর রহমান চৌধুরী | চিকিৎসাবিদ্যা | ||
ডা. মোঃ জাফরুল্লাহ চৌধুরী | জনসংখ্যা নিয়ন্ত্রণ | ||
রুনা লায়লা | সংস্কৃতি (সঙ্গীত) |
||
হাবিলদার মোস্তাক আহমদ | ক্রীড়া | ||
এনায়েত করিম | জনসেবা | মরণোত্তর বিজয়ী |
১৯৭৮
সম্পাদনা১৯৭৮ সালে ৮ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ৪ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[৪]
প্রতিকৃতি | প্রাপক | ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|
মরহুম কবি জসিম উদ্দিন | সাহিত্য | মরণোত্তর বিজয়ী | |
মরহুম ড. মজাহারুল হক | শিক্ষা | মরণোত্তর বিজয়ী | |
প্রয়াত রনদা প্রসাদ সাহা | সমাজকল্যাণ | মরণোত্তর বিজয়ী | |
মরহুম ডা. মোহাম্মদ ইব্রাহিম | সমাজকল্যাণ | মরণোত্তর বিজয়ী | |
ড. শাহ মোহাম্মদ হাছানুজ্জামান | বিজ্ঞান ও প্রযুক্তি | ||
আবদুল আহাদ | সংস্কৃতি (সঙ্গীত) |
||
মাহফুজুল হক (সমাজকর্মী) | পল্লী উন্নয়ন | ||
আলমগীর এম. এ. কবীর | জনসংখ্যা নিয়ন্ত্রণ |
১৯৭৯
সম্পাদনা১৯৭৯ সালে ৯ জন ব্যক্তিত্বকে জাতীয় জীবনে তাদের অসাধারণ অবদানের জন্য “স্বাধীনতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়; যাদের মধ্যে ১ জনকে “মরণোত্তর” সম্মাননা প্রদান করা হয়।[৫]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ সানজিদা খান (২০১২)। "জাতীয় পুরস্কার"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "স্বাধীনতা পদকের অর্থমূল্য বাড়ছে"। কালেরকন্ঠ অনলাইন। ২ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭।
- ↑ "পুরস্কার প্রাপ্তির সাল: ১৯৭৭"। cabinet.gov.bd। মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩।
- ↑ "পুরস্কার প্রাপ্তির সাল: ১৯৭৮"। cabinet.gov.bd। মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩।
- ↑ "পুরস্কার প্রাপ্তির সাল: ১৯৭৯"। cabinet.gov.bd। মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩।