স্তাদ দে রেঁস (ফরাসি উচ্চারণ: ​[stɑd ʁɛ̃s]; সাধারণত স্তাদ রেঁস বা শুধুমাত্র রেঁস নামে পরিচিত) হচ্ছে গ্রঁদ-এস্তের রেঁস ভিত্তিক একটি ফরাসি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ফ্রান্সের শীর্ষ স্তরের ফুটবল লীগ লীগ ১-এ খেলে। এই ক্লাবটি ১৯১০ সালে সোসিয়েতে স্পোর্তিভ দু পার্ক পোমেরি নামে প্রতিষ্ঠিত হয়েছে। স্তাদ দে রেঁস তাদের সকল হোম ম্যাচ রেঁসের স্তাদ অগস্ত-দলুয়ানে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২১,০২৯। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দাভিদ গিওঁ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন জন-পিয়ের কাইলত। মরক্কী রক্ষণভাগের খেলোয়াড় ইউনিস আব্দেলহামিদ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

স্তাদ দে রেঁস
পূর্ণ নামস্তাদ দে রেঁস
ডাকনামলে রজ এ ব্লঁস (লাল এবং সাদা)
প্রতিষ্ঠিত১৯৩১; ৯৪ বছর আগে (1931)
মাঠস্তাদ অগস্ত-দলুয়ান
ধারণক্ষমতা২১,০২৯[]
সভাপতিফ্রান্স জন-পিয়ের কাইলত
প্রধান কোচফ্রান্স দাভিদ গিওঁ
লিগলীগ ১
২০১৯–২০৬ষ্ঠ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

রেঁস ফরাসি ফুটবল ইতিহাসের অন্যতম সফল ক্লাব, যারা ৬টি লীগ ১ শিরোপা, ২টি কুপ দে ফ্রান্স শিরোপা এবং ৫টি ট্রফি দে চ্যাম্পিয়নস শিরোপা জয়লাভ করেছে। এই ক্লাবটি ইউরোপীয় স্তরেরও দুর্দান্ত সাফল্য অর্জন করেছে; যার মধ্যে ১৯৫৭ এবং সালে ইউরোপীয় কাপের রানার-আপ হয়েছিল।[] এছাড়াও রেঁস ১৯৫৩ লাতিন কাপ এবং ১৯৭৭ সালে কোপা দেলে আলপি শিরোপা জয়লাভ করেছে। ১৯৮০-এর দশক থেকে, রেঁস তাদের সাফল্যের সর্বোচ্চ স্থান ফিরে পেতে লড়াই করেছিল। এই ক্লাবটি ১৯৭৮–৭৯ মৌসুমে শীর্ষ স্তর থেকে অবনমন হওয়ার পর, ত্রিশ বছরেরও বেশি সময় ধরে লীগ ২ এবং চাম্পিওনাত ন্যাশনালে প্রতিযোগিতা করেছিল। অতঃপর, রেঁস ২০১২ সালে লীগ ১-এ উন্নীত হওয়ার পর পুনরায় ২০১৬ সালে অবনমন হয়েছিল।

১১ নভেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।
স্তাদ দে রেঁসের অর্জন
ধরন প্রতিযোগিতা শিরোপা মৌসুম
ঘরোয়া লীগ ১ ১৯৪৮–৪৯, ১৯৫২–৫৩, ১৯৫৪–৫৫, ১৯৫৭–৫৮, ১৯৫৯–৬০, ১৯৬১–৬২
ট্রফি দে চ্যাম্পিয়নস ১৯৪৯, ১৯৫৫, ১৯৫৮, ১৯৬০, ১৯৬৬
লীগ ২ ১৯৬৫–৬৬, ২০১৭–১৮
সিএফএ ২ ১৯৯৮, ২০১৫–১৬
কুপ দে ফ্রান্স ১৯৪৯–৫০, ১৯৫৭–৫৮
চাম্পিওনাত ন্যাশনাল ২০০৩–০৪
ডিভিশন দ'অনেয়র নর-এস্ত ১৯৯৪
কুপ দে লা লীগ ১৯৯০–৯১
চাম্পিওনাত দে ফ্রান্স অ্যামেচার ১৯৩৫
আন্তর্জাতিক লাতিন কাপ ১৯৫৩[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. http://stade-de-reims.com/stade-auguste-delaune-0/
  2. "European Cup final results since 1956"। Reuters। ২৩ মে ২০১৭। ৩ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০১৯ 
  3. "El gran minero: Entrevista con Raymond Kopa" [The great miner: Interview with Raymond Kopa] (Spanish ভাষায়)। UEFA। ৫ ফেব্রুয়ারি ২০১১। ১৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২০En 1953, derrotamos al AC Milan por 3-0 en la final de la Copa Latina (antecesora de la Copa de Europa) 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:লীগ ১ দলের তালিকা টেমপ্লেট:চাম্পিওনাত ন্যাশনাল ২ গ্রুপ এ