সৌদি আরবের শহর ও নগরের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
(সৌদি আরবের শহরের তালিকা থেকে পুনর্নির্দেশিত)

সৌদি আরবের শহরের তালিকা নিচে দেওয়া হল:

মানচিত্রেে সৌদি আরবের প্রধান শহরগুলি দেখাচ্ছে।
শহর জনসংখ্যা মন্তব্য
অভা ১০৯৩৭০৫ (২০২১) রাজধানী এবং বৃহত্তম শহর আসির
আদ-দিলাম ৪০,৯৩৮8
আল-আবওয়া
আল আরতাউইয়্যাহ
আল বুকাইরিয়াহ ২৫১৫৩
বি
বদর ৬১৫৭৭
বালজুরাশি ৬৫২২৩
বিশা ২০৫৩৪৬ (২০১০)
বারেক ৭৫৩৫১ (২০১৫)
বুরাইদাহ ৬৬৯০০০ (২০২০) রাজধানী এবং আল কাসিম প্রদেশ এর বৃহত্তম শহর
আল বাহাহ ৩৬৬০০০(২০১৮) আল বাহাহ প্রদেশ এর রাজধানী
বুক এ
ডি
দাম্মাম ১২৫২৫২৩ (২০২০) প্রধান সমুদ্রবন্দর আরব উপসাগর, পূর্ব প্রদেশ এর রাজধানী
দাহরান ২৪০৭৪২ (২০২১)
ধর্ম
দহবান ৯৬০০০
দিরিয়াহ প্রথম সৌদি রাষ্ট্র এর রাজধানী
দুবা
দুমাত আল-জান্দাল
দাওয়াদমি
এফ
ফরাসান
জি
গাটগাট
গেরহা
গাওইয়াহ জিজান প্রদেশের গ্রাম
আল-গুইয়্যাহ
এইচ
হাউতাত সুদাইর সুদাইর এর রাজধানী
হাবালা
হাজরাহ
হকল
আল-হারীক ১১০০০
হারমাহ
হাইল ৯৩৬৪৬৫ (২০২১) হাইল প্রদেশ এর রাজধানী
হোতাত বনি তামিম ৩৬,০০০
হোফুফ ৮৫৮৩৯৫ (২০২১) পূর্ব প্রদেশে অবস্থিত
হুরায়মিলা
হাফর আল-বাতিন ৩৫৯০০০ (২০২১) সৌদি আরবের উত্তর-পূর্বের বৃহত্তম শহর
জে
জাবাল উম্মুল রুউস
জালাজিল
জেদ্দা ৪৬৯৭০০০(২০২১) দ্বিতীয় বৃহত্তম শহর, প্রধান সমুদ্রবন্দর লোহিত সাগর
জিজান ৩১৯১১৯ (২০২১) জিজান প্রদেশ এর রাজধানী
জিজান ইকোনমিক সিটি
জুবাইল ৬৮৪৫৩১ (২০২১) মধ্যপ্রাচ্যের বৃহত্তম এবং বিশ্বের 4র্থ বৃহত্তম পেট্রোকেমিক্যাল কোম্পানির বাড়ি।
আল জাফর ১২০০০ (১৯৯৭)
কে
খাফজি ১৩৩৮৫৭ (২০২১) সৌদি আরব এবং কুয়েত সীমান্তে অবস্থিত একটি শহর।
খায়বার
কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি * *একবার সম্পন্ন হলে ২ মিলিয়নেরও বেশি বাসিন্দার বাস করার প্রত্যাশিত৷
খামিস মুশাইত ৬৬৭০০০ (২০১৮) এটি আসির অঞ্চলের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি।
আল-সাইহ
নলেজ ইকোনমিক সিটি, মদিনা
খবর ৪৫৫৫৪১ (২০০৫)
আল-খুত
এল
লায়লা ৭৬০০০ (২০১৮)
লিহিয়ান
আল লিথ
এম
আল মাজমাহ ৪৫০০০+
মাস্তুরাহ
আল মিখওয়াহ
আল-মুবাররাজ ৮৩৭০০০ (২০২০)
আল মাওয়াইন
মদিনা ১৪৮৮৭৮২ (২০২০) ইসলামের দ্বিতীয় পবিত্রতম শহর, আল মদীনা প্রদেশ এর রাজধানী
মক্কা ২০৪২০০০(২০২০)

ইসলামের পবিত্রতম শহর, মক্কা প্রদেশ এর রাজধানী

মুজাহমিয়া ১০০০০০ রিয়াদ থেকে ২০ মাইল পশ্চিমে, তার অভিনব বড় খামার এবং রিসর্টের জন্য পরিচিত।
এন
নাজরান ৫০৫৬৫২ (২০১৭) নাজরান প্রদেশ এর রাজধানী
আল-নামাস ৪৭৭৮৩ (২০০৫) প্রধানত শেহরি (বনি শেহর) এবং আমরি (বনি আমর) উপজাতি রয়েছে
উমলুজ
আল-ওমরান ৪৯০০০ (১৯৯৭) আল-হুতা, আল-রুমাইলাহ, উত্তর ও দক্ষিণ আল-ওমরান, ঘোমসি এবং এর অন্তর্গত অন্যান্য গ্রাম সহ
আল-ওয়ুন ৩৩০০০ (১৯৯৭)
কিউ
কাদেইমাহ
কাতিফ ৪৭৪৭৫৭৩ (২০০৫) পূর্বাঞ্চলীয় প্রদেশ
কাইসুমাহ ২০৮৮৭ (২০০৫)
আল কুনফুদাহ ৩০০৫১৬ (২০১৩)
কুরায়ত ৩০৮১৫১ (২০২১) আল জাওফ প্রদেশ এ অবস্থিত একটি শহর
আর
রাবিঘ
রাফহা উত্তর সীমান্ত প্রদেশ
আর রাস ১১৬১৬৪ (২০০৫) আয়তনের দিক থেকে আল-কাসিম প্রদেশের বৃহত্তম শহর এবং জনসংখ্যার দিক থেকে তৃতীয় বৃহত্তম শহর
রাস তনুরা ১৫৩৯৩৩ (২০১৮) পূর্বাঞ্চলীয় প্রদেশ
রানিয়াহ ১২০০০০ (২০২০) প্রধানত সুবে' উপজাতি (সুবাই) ধারণ করে
রিয়াদ ৭৬৭৬৬৫৪ (২০১৮) রাজধানী শহর, বৃহত্তম শহর, বৃহত্তম জনসংখ্যা, আল রিয়াদ প্রদেশ এর রাজধানী, দ্বিতীয় সৌদি রাষ্ট্র এর রাজধানী
রিয়াদ আল-খাবরা ৬৯৬৯০ বাণিজ্য ও পণ্য বিনিময়ের জন্য বিখ্যাত ঐতিহাসিক শহর
রুমাইলাহ ১০০০০ (২০০৬) ছোট গ্রাম আল-হাসা
এস
সবত আল আলায়
শরাত আবিদাহ
সাইহাত ৭০০০০ (২০০৫)
সাফওয়া শহর
সাকাকাহ ৭৭৯৪৮০ (২০২১) রাজধানী এবং আল জাওফ প্রদেশ এর বৃহত্তম শহর
শারুরাহ ১৫০০০০ (২০২০)
শাকরা
শায়বাহ
আস সুলায়িল
টি
তায়েফ ৬৯৫০০০ (২০২১)
তাবুক ৬৬৭০০০(২০২১) তাবুক প্রদেশ এর রাজধানী
তনোমঃ ৪০০০০
তারউট ৭৭৭৫৭ (২০১০)
তাইমা
থাদিক
থুওয়াল
থুক্বা
তুরাইফ
তবরজাল
ইউ
উধাইলিয়াহ
আল-উলা
উম আল-সাহেক
উনাইজাহ ২৫৮৭৫৭ (২০২১) আল-কাসিম প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর (২০০৫ সালের আদমশুমারি অনুসারে)
উকাইর
'উয়ায়না
উয়ুন আলজিওয়া ২৬৫৪৪
ডব্লিউ
ওয়াদি আল-দাওয়াসির ১০৬১৫২ (২০১০) নজদ এর শহর
আল ওয়াজ ৫০০০০ (২০১৩) তাবুক প্রদেশ-এর উপকূলীয় শহর
ওয়াই
ইয়ানবু ২৯৮০০০ (২০১৬) লাল সাগর বন্দর আল মদীনা প্রদেশ
জেড
আয জাইমাহ মক্কা প্রদেশের গ্রাম
জুলফি ১২৫০০০ (২০১৭) রিয়াদ প্রদেশের শহর

তথ্যসূত্র

সম্পাদনা