নজদ আমিরাত
(দ্বিতীয় সৌদি রাষ্ট্র থেকে পুনর্নির্দেশিত)
নজদ আমিরাত ছিল দ্বিতীয় সৌদি রাষ্ট্র। এটি উনিশ শতকের শেষ দশক পর্যন্ত অস্তিত্বশীল ছিল।[৪] ১৮১৮ সালে উসমানীয় সাম্রাজ্য কর্তৃক ধ্বংস হওয়ার পর সৌদি শাসন মধ্য ও পূর্বাঞ্চলীয় আরবে প্রতিষ্ঠিত হয়। প্রথম সৌদি রাষ্ট্রের তুলনায় দ্বিতীয় রাষ্ট্রের আকার ছোট ছিল। সৌদি নেতৃবৃন্দকে ইমাম বলে সম্বোধন করা হত।
নজদ আমিরাত আরবি: إمارة نجد | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
১৮১৮–১৮৯১ | |||||||||||
পতাকা | |||||||||||
রাজধানী | রিয়াদ | ||||||||||
প্রচলিত ভাষা | উপসাগরীয় আরবি, পশ্চিমা ফারসি, উসমানীয় তুর্কি | ||||||||||
ধর্ম | সুন্নি ইসলাম | ||||||||||
সরকার | রাজতন্ত্র | ||||||||||
ইমাম | |||||||||||
ইতিহাস | |||||||||||
• রিয়াদ পুনর্দখল | ১৮১৮ | ||||||||||
• আল রশিদের সাথে মুলায়দার যুদ্ধ | ১৮৯১ | ||||||||||
| |||||||||||
বর্তমানে যার অংশ | সৌদি আরব কাতার[১] সংযুক্ত আরব আমিরাত[২] ওমান[২] বাহরাইন[৩] |
এই সময়কাল সৌদি পরিবারের মধ্য অভ্যন্তরীণ বিবাদের জন্যও চিহ্নিত হয়। এর ফলে রাজবংশের পতন হয়। ১৮২৪ সালে তুর্কি বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ মিশরীয়দের কাছ থেকে রিয়াদ পুনরায় দখল করে নেন। একে সাধারণত দ্বিতীয় সৌদি রাষ্ট্রের সূচনা হিসেবে এবং ১৮৯১ সালের মুলায়দার যুদ্ধ সমাপ্তি হিসেবে গণ্য করা হয়। এই যুদ্ধ শেষ সৌদি ইমাম আবদুর রহমান বিন ফয়সালের অনুগত বাহিনী এবং হাইলের আল রশিদ পরিবারের মধ্যে সংঘটিত হয়।
দ্বিতীয় রাষ্ট্রের শাসকগণ হলেন,
- ইমাম তুর্কি বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ (প্রথম দফা) ১৮১৯-১৮২০
- ইমাম তুর্কি বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ (দ্বিতীয় দফা) ১৮২৪-১৮৩৪
- ইমাম মুশারি বিন আবদুর রহমান বিন মুশারি ১৮৩৪-১৮৩৪ (ক্ষমতা দখল)
- ইমাম ফয়সাল বিন তুর্কি বিন আবদুল্লাহ আল সৌদ (প্রথম দফা) ১৮৩৪-১৮৩৮
- ইমাম খালিদ ইবনে সৌদ ইবনে আবদুল আজিজ ১৮৩৮-১৮৪১
- ইমাম আবদুল্লাহ ইবনে সুনায়ান ইবনে ইবরাহিম ১৮৪১-১৮৪৩
- ইমাম ফয়সাল বিন তুর্কি বিন আবদুল্লাহ আল সৌদ (দ্বিতীয় দফা) ১৮৪৩–১৮৬৫
- ইমাম আবদুল্লাহ ইবনে ফয়সাল ইবনে তুর্কি (প্রথম দফা) ১৮৬৫-১৮৭১
- ইমাম সৌদ ইবনে ফয়সাল ১৮৭১-১৮৭১ (প্রথম দফা)
- ইমাম আবদুল্লাহ ইবনে ফয়সাল ইবনে তুর্কি (দ্বিতীয় দফা) ১৮৭১-১৮৭৩
- ইমাম সৌদ ইবনে ফয়সাল (দ্বিতীয় দফা) ১৮৭৩–১৮৭৫
- ইমাম আবদুর রহমান বিন ফয়সাল (প্রথম দফা) ১৮৭৫–১৮৭৬
- ইমাম আবদুল্লাহ ইবনে ফয়সাল ইবনে তুর্কি (তৃতীয় দফা) ১৮৭৬–১৮৮৯
- ইমাম আবদুর রহমান বিন ফয়সাল (দ্বিতীয় দফা) ১৮৮৯–১৮৯১
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Alexei Vassiliev, The History of Saudi Arabia, London, UK: Al Saqi Books, 1998, p. 185
- ↑ ক খ Vassiliev, p. 165, 186
- ↑ Vassiliev, p. 177
- ↑ Front Cover George Walter Prothero, Great Britain. Foreign Office. Historical Section. Peace Handbooks: Turkey in Asia (II), no. 61-66. H. M. Stationery Office, 1920. Pp. 20
- Second State of Saudi Arabia
- The first and second Saudi states in Saudi Aramco World, January/February 1999, pp 4–11