সোয়েটার (২০১৯-এর চলচ্চিত্র)
সোয়েটার শিলাদিত্য মৌলিক পরিচালিত ও ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা পারিবারিক গল্পনির্ভর চলচ্চিত্র ৷[১] পিএসএস এন্টারটেইনমেন্টস্, পি এন্ড পি এন্টারটেইনমেন্ট এবং প্রমোদ ফিল্মস্ -এর প্রযোজনায়[২] চলচ্চিত্রটি ২০১৯ সালের ২৯ মার্চ তারিখে মুক্তি পায় ৷[৩] অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং নবাগত রণজয় ভট্টাচার্য এই সিনেমার সংগীত পরিচালনা করেন ৷[৪]
সোয়েটার | |
---|---|
![]() সোয়েটার চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | শিলাদিত্য মৌলিক |
প্রযোজক | পিএসএস এন্টারটেইনমেন্টস্, পি এন্ড পি এন্টারটেইনমেন্ট এবং প্রমোদ ফিল্মস্ |
রচয়িতা | জয়িতা সেনগুপ্ত |
উৎস | জয়িতা সেনগুপ্ত'র উল কাঁটা গল্প |
শ্রেষ্ঠাংশে | ঈশা সাহা জুন মালিয়া শ্রীলেখা মিত্র খরাজ মুখার্জী |
সুরকার | রণজয় ভট্টাচার্য |
মুক্তি |
|
স্থিতিকাল | ১১৮ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী
সম্পাদনাটুকু অতি সাধারণ একটি মেয়ে। সে দেখতে অতো বেশি সুন্দরী নয়। অত্যন্ত ভালো না লেখাপড়ায়ও। সে গান জানে না, সে নাচতেও জানে না। সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়েদের বিয়ের যোগ্যতা বলতে যা বোঝায় তার সবকিছু টুকুর মাঝে অনুপস্থিত ৷ এছাড়া সে এক কেরাণীর মেয়ে। কিন্তু তার ছোট বোন শ্রী দেখতে সুন্দর, লেখাপড়ায় ভালো, গান জানে। টুকুর বিয়ের সমন্ধগুলো তার উল্লোখিত অযোগ্যতার কারণে ভেঙে যেতে থাকে। টুকু হীনমন্যতায় ভুগতে থাকে। একদিন এক বিয়ের সমন্ধ আসে তার। বিয়ের সমন্ধের একটি শর্ত জুড়ে দেয়া হয়। হবু বউকে সোয়েটার বুনতে হবে হবু শাশুড়ীর বোনা সোয়েটারের মতো হবু বরের জন্য। বিশাল সমস্যা টুকু সোয়েটারও বুনতে জানে না। টুকুকে যেতে হলো সোয়েটার বোনা শিখতে তার পিসির কাছে পিসির বাড়ীতে। পিসির বাড়ীতে সে দেখা পায় সৌম্য নামে এক যুবক বেহলা বাদকের। যে যুবক ক্যানস্যারের সাথে লড়ে জীবনকে উপভোগ করছে। টুকু ফিরে পায় তার আত্মবিশ্বাস। শিখে নেয় সে উল বোনা।
অভিনয়ে
সম্পাদনা- ঈশা সাহা — টুকু
- জুন মালিয়া — পাত্রের মা
- শ্রীলেখা মিত্র — টুকু'র পিসি
- খরাজ মুখার্জী — টুকু'র বাবা
- সৌরভ দাস — পাবলো
- অনুরাধা মুখোপাধ্যায় — শ্রী, টুকু'র বোন
- ঋজু বিশ্বাস — আকাশ
- ফারহান ইমরোজ
- সিধু রায় — টুকু'র পিসেমশাই
- মৈত্রেয়ী চক্রবর্তী — টুকু'র মা
সংগীত
সম্পাদনাএই সিনেমার সংগীত পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং নবাগত রণজয় ভট্টাচার্য ৷ ছবিতে মোট ৭টি গান আছে ৷ প্রায় সবগুলো গানই লিখেছেন ও সুর করেছেন রণজয় ভট্টাচার্য ৷
নং. | শিরোনাম | সুরকার | Singer(s) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "প্রেমে পড়া বারণ" | রণজয় ভট্টাচার্য | লগ্নজিতা চক্রবর্তী | |
২. | "আদুরে দিন" | রণজয় ভট্টাচার্য | রণজয় ভট্টাচার্য | |
৩. | "বুনে বুনে যাই" | অনিন্দ্য চট্টোপাধ্যায় | ||
৪. | "আজ আমার আকাশ" | রূপঙ্কর বাগচী | ||
৫. | "এরা সুখের লাগি" | রবীন্দ্রনাথ ঠাকুর | ইমন চক্রবর্তী | |
৬. | "আজ আমার আকাশ (রিপ্রাইজড্)" | রণজয় ভট্টাচার্য | ||
৭. | "সময় ভেসে যায়" | কেকা ঘোষাল |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sweater': June Malia has a peculiar condition for Ishaa Saha"। ৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯।
- ↑ "Sweater"। The Times of India। ১৩ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Sweater' first-look: Introducing Ishaa Saha as Tuku!"। ১ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯।
- ↑ "The emotionally drenched trailer of 'Sweater' will surely win your hearts"। timesofindia.indiatimes.com। ৮ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯।