শ্রীলেখা মিত্র
শ্রীলেখা মিত্র (ইংরেজি: Sreelekha Mitra; জন্ম: ৩০ আগস্ট ১৯৭২) একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী। অভিনয় প্রতিভার স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন বিএফজেএ সম্মান।[২] দুলাল লাহিড়ীর বালিকার প্রেম ধারাবাহিকে তার অভিনয় জীবনের হাতেখড়ি।[৩]
শ্রীলেখা মিত্র | |
---|---|
জন্ম | শ্রীলেখা মিত্র ৩০ আগস্ট ১৯৭২ |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | শ্রী |
পেশা | চলচ্চিত্র অভিনেত্রী |
উল্লেখযোগ্য কর্ম | কাঁটাতাঁর আশ্চর্য প্রদীপ চৌকাঠ স্বাদে আহ্লাদে রেনবো জেলি |
দাম্পত্য সঙ্গী | শিলাদিত্য স্যান্যল (২০০৪—১৩)[১] |
সন্তান | ১ |
কর্মজীবন
সম্পাদনাতাজ হোটেলে তিনি তখন কর্মরত। পরিচালক দুলাল লাহিড়ী তখন বাংলা ধারাবাহিক বালিকার প্রেম–এ একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন তাকে।[৪] এরপর বেশ কয়েকটি ধারাবাহিকে মুখ দেখানোর পরে আসে তৃষ্ণা (১৯৯৬) ধারাবাহিকে নবনীতা চরিত্রে অভিনয়ের প্রস্তাব। এই ধারাবাহিকে অভিনয় করে ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করেন তিনি।[৫] বাংলা ও ওড়িয়া চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ আসতে শুরু করে সেই সময়। ১৯৯৮ সালে বাসু চ্যাটার্জীর হঠাৎ বৃষ্টি ছবিতে অভিনয় করেন তিনি। এই ছবির দারুন সাফল্য বাংলা ছবির দর্শকের কাছে তার গ্রহণযোগ্যতাকে প্রসারিত করে।[৬][৭] অভিনেত্রীর দাবি এই ছবির সাফল্যের পরেও বড়পর্দায় কোন উল্লেখযোগ্য কাজের প্রস্তাব তার কাছে আসেনি। তার দাবি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রেমপ্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি বাংলা ছবিতে নায়িকা চরিত্রে বঞ্চিত হন।[৪] একসময় বড়পর্দায় উল্লেখযোগ্য কাজ না পাওয়ায় ছোটপর্দায় অভিনয় চালিয়ে যান এই অভিনেত্রী। সৌন্দর্য ও অভিনয় প্রতিভার মিশেল তার পেশাগত সাফল্যকে অটুট রাখতে সাহায্য করে।[৮] ২০০৪ সালে প্রদীপ সরকারের পরিচালনায় আমির খানের বিপরীতে কোকা-কোলার একটি বিজ্ঞাপনে অভিনয় করেন শ্রীলেখা মিত্র।[৯] প্রদীপ সরকার শ্রীলেখাকে তার পরিণীতা (২০০৫) ছবিতে একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। সেই সময় অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।[১০] বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের কাঁটাতার (২০০৬) ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর বিএফজেএ ও আনন্দলোক পুরস্কার অর্জন করেন তিনি।[১১] কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত উড়ো চিঠি (২০১১) ছবির জন্য শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী বিভাগে পেয়েছেন জি বাংলা গৌরব সম্মান। অণীক দত্ত পরিচালিত আশ্চর্য প্রদীপ (২০১৩) ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার ও জি বাংলা গৌরব সম্মানের মনোনয়ন লাভ করেন।[১২][১৩] রীমা মুখোপাধ্যায়ের অর্ধাঙ্গিনী এক অর্ধসত্য (২০১৬) ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।[১৪] সৌকর্য ঘোষালের রেনবো জেলি (২০১৮) ছবিতে পরীপিসির চরিত্রে অভিনয় করেন তিনি।[১৫] ছবিতে তার অভিনয় প্রসংশিত হয়।[১৬][১৭]
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা- বিএফজেএ (২০০৭) পুরস্কার
- কলাকার (২০০৬) পুরস্কার[১৮]
চলচ্চিত্র
সম্পাদনা- একলা চল
- আশ্চর্য্য প্রদীপ (২০১৩)
- হাউজফুল ২০০৯
- স্মৃতিমধুর ২০০৯
- অন্তরতম ২০০৮
- হ্যালো কলকাতা ২০০৮
- টলি লাইটস ২০০৮
- তুমি রবে নীরবে ২০০৮
- কাঁটাতাঁর ২০০৬
- এক মুঠো ছবি ২০০৫
- দেবদূত ২০০৪
- তিন একে তিন ২০০৪
- মন্দ মেয়ের উপখ্যান ২০০৩
- অন্নদাতা ২০০২
- টক মিষ্টি জীবন ২০০২
- জবাব চাই ২০০১
- আমাদের সংসার ২০০০
- আপন হল পর ২০০০
- গরীবের সংসার ২০০০
- সাত ভাই ২০০০
- খেলাঘর ১৯৯৯
- কৃষ্ণ কাবেরি ১৯৯৯
- মধু মালতী ১৯৯৯
- শাঁখা সিঁদুরের দিব্যি ১৯৯৯
- হঠাৎ বৃষ্টি ১৯৯৮
- বাবা কেন চাকর ১৯৯৮
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sreelekha Mitra shares how she battled depression"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২০।
- ↑ "এখনও তিনি বাঙালির ক্রাশ! আলগা শাড়িতে মোহময়ী অভিনেত্রী, দেখুন ছবি – dailyindia" (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৯।
- ↑ "'I'll never sell my soul to be No. 1'"। The Times of India। ২০০৩-১০-০৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৪।
- ↑ ক খ বিশ্বাস, বিহঙ্গী। "'গডফাদার নেই, ন্যাকামোও করিনি, যাইনি বিছানাতেও, তাই প্রাপ্যও পাইনি কোনও দিন'"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০১।
- ↑ "শ্রীলেখা কারোর কাজ নিয়ে নেয় নি তো? স্বজনপোষণ বিতর্ক উস্কে দিলেন প্রিয়া কার্ফা"। Zee24Ghanta.com। ২০২০-০৬-২১। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৮।
- ↑ "সিগারেট খাওয়ার ছবি আর পোস্ট করব না : শ্রীলেখা"। NTV Online (ইংরেজি ভাষায়)। ২০২১-০১-০৬। সংগ্রহের তারিখ ২০২১-০১-০৬।
- ↑ "সিগারেট খাওয়ার ছবি আর পোস্ট করব না : শ্রীলেখা"। CTGNews.com। ২০২১-০১-০৬। সংগ্রহের তারিখ ২০২১-০১-০৬।
- ↑ Singh, Shalu (২০২০-০৬-২০)। "Actor Sreelekha Mitra claims superstars govern casting in Bengali film industry"। www.indiatvnews.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৮।
- ↑ "ইউটিউবে কোকা-কোলার বিজ্ঞাপনের ভিডিও"।
- ↑ "আমার চারপাশে সবসময় পুরুষ দরকার"। anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৯।
- ↑ "BFJA"। www.bfjaawards.com (ইংরেজি ভাষায়)। ২০১০-০১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৯।
- ↑ "Nominations for the 1st Vivel Filmfare Awards 2013 (East)"। Filmfare (ইংরেজি ভাষায়)। ২০১৬-১২-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৯।
- ↑ "I felt insulted and humiliated"। www.telegraphindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৯।
- ↑ "Every actor's dream remains to be in a Tagore period flick once: Subrat Dutta"। Indiablooms.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৯।
- ↑ ভট্টাচার্য, স্বরলিপি। "'রেনবো জেলি দেখে হয়তো ভাববেন আমি আবার জিততে পারি'"। anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৯।
- ↑ "'Rainbow Jelly' movie review: Worth watching, Sreelekha Mitra fulfils expectations"। Sangbad Pratidin (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-২৫। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৯।
- ↑ বন্দ্যোপাধ্যায়, শুভদীপ (২০২০-০৬-২৭)। "রেনবো জেলি: ফুড ফ্যান্টাসি ও নস্টালজিয়ায় কাতর হওয়া"। অলি গলি (ইংরেজি ভাষায়)। ২০২০-০৮-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৯।
- ↑ "Kalakar award winners" (পিডিএফ)। Kalakar website। ২৫ এপ্রিল ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১২।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে শ্রীলেখা মিত্র (ইংরেজি)
- শ্রীলেখা মিত্র on এবেলা